আমেরিকা , শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ , ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উইক্সম কারখানা বন্ধের কারণে ট্রাইবার টেকনোলজিসের ১৮৮ কর্মী ছাঁটাই হবে কওমী শিক্ষার্থীরা সুযোগ নিতে চাইলে আমরা দিতে প্রস্তুত আছি মাউন্ট ক্লেমেন্সে বাড়িতে অনুপ্রবেশ ও বিস্ফোরণ ঘটানোর  দায়ে কিশোর অভিযুক্ত  ৮০ ডিগ্রি তাপমাত্রার জন্য প্রস্তুত তো?  বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি যুক্তরাষ্টের সমর্থন বান্ধবীকে গুলি করে খুন : সন্দেহভাজন গ্রেফতার আন্তর্জাতিক ছাত্র ভিসা প্রত্যাহারের মামলায় যুক্তিতর্ক শুনেছেন ডেট্রয়েটের বিচারক  মিশিগানে পঞ্চম হাম আক্রান্ত রোগী শনাক্ত ওয়েইন স্টেট পুলিশ আরব ও মুসলিম শিক্ষার্থীদের প্রোফাইল তৈরি করছে ডেট্রয়েট একাডেমির রোবোটিক্স দল 'বিশ্ব মঞ্চে' পৌঁছেছে মিশিগানে ভুয়া সরকারি ওয়েবসাইট ব্যবহার করে টোল স্ক্যাম  সাউথফিল্ড গ্যাস স্টেশনে ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হাজারো প্রাণের উচ্ছ্বাসে শেষ হলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা আজ পহেলা বৈশাখ, স্বাগত বাংলা ১৪৩২ চট্টগ্রামে বর্ষবরণের মঞ্চ ভাঙচুর, অনুষ্ঠান বাতিল যুক্তরাষ্ট্রে ৩০ দিনের বেশি অবস্থান করলে বাধ্যতামূলক নিবন্ধন, অমান্য করলে শাস্তি ডেট্রয়েট সিটি কাউন্সিল ৩ বিলিয়ন ডলারের বাজেট পাস করেছে পহেলা বৈশাখ আমাদের সম্প্রীতির অন্যতম প্রতীক ডেট্রয়েটের সহিংস অপরাধের শিকারদের সম্মানে ভিজিল ইংকস্টারে ট্রাক থেকে গুলিবিদ্ধ দুই লাশ উদ্ধার

বইমেলায় আসছে কবি মনসুর আহমেদের "বুকপকেটে ভালোবাসা"

  • আপলোড সময় : ৩০-০১-২০২৫ ০১:৩৮:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০১-২০২৫ ০১:৩৮:১৮ পূর্বাহ্ন
বইমেলায় আসছে কবি মনসুর আহমেদের "বুকপকেটে ভালোবাসা"
"যে ফুল থেকে রক্ত ঝরে,
সেই ফুলে আর ঘ্রাণ থাকে না।
যে হৃদয়ে অশ্রু ঝরে,
সেই হৃদয়ে আগুন জ্বলে না।"
প্রেম, দ্রোহ এবং জীবনের নানা রূপকে কেন্দ্র করে সাজানো কবি মনসুর আহমেদ এর কাব্যগ্রন্থ "বুকপকেটে ভালোবাসা" ভিন্ন দুটি আকর্ষণীয় প্রচ্ছদে প্রকাশ করেছে শব্দকথা প্রকাশন। বাংলা একাডেমি কর্তৃক আয়োজিত বইমেলায় বইটি পাওয়া যাবে শব্দকথা প্রকাশনের ১৭১ নং স্টলে। ৮০ পৃষ্ঠার বইটির মলাট মূল্য ২০০৳। অর্কিড ও গোলাপ ফুলের সাথে দৃষ্টিনন্দন পকেটে আকর্ষণীয় প্রচ্ছদ এঁকেছেন চারু পিন্টু ও আখতার উজ্জামান সুমন।
যেখানে জমে থাকে অসীম দুঃখ প্রাচীর, সেখানেই কবিতাগুলো ফুল হয়ে ফোটে। ঘ্রাণে মিশে থাকে বেদনার সুর, যা স্পর্শ করে পাঠকের হৃদয়। কবিতা শুধু শব্দের সাজানো মালা নয়, এটি হলো মনের গভীরে লুকিয়ে থাকা অনুভূতির এক নীরব ভাষা। এই ভাষা সেইসব হৃদয়ের কথা বলে, যেগুলো হয়তো কখনো কাউকে বলা হয়নি। এই গ্রন্থের প্রতিটি কবিতা জীবনের রূপকথা ও বাস্তবতার মিশেলে এক নতুন পৃথিবী তৈরি করে।
কবিতা—একটি প্রতিবিম্ব।
এটি সেই আয়না, যেখানে মানুষ তার নিজস্ব মুখচ্ছবি খুঁজে পায়। বাবার অপ্রকাশিত দুঃখ, মায়ের নিঃস্বার্থ ভালোবাসা, অথবা প্রিয়জনের নীরব চাহনি—সবই কবিতার শব্দরূপে জীবন্ত হয়ে ওঠে। প্রতিটি লাইন, প্রতিটি শব্দ যেন পাঠককে তার নিজের অনুভূতির কাছে ফিরিয়ে নিয়ে যায়।
“বুকপকেটে ভালোবাসা” কাব্যগ্রন্থটি তেমনি এক আবেগঘন যাত্রার গল্প। প্রেম, দ্রোহ এবং জীবনের নানা রূপকে কেন্দ্র করে সাজানো এই বইটি পাঠককে তার নিজস্ব অনুভূতির গভীরে নিয়ে যাবে। এখানে প্রেম রয়েছে, যা উষ্ণতা জোগাবে। দ্রোহ রয়েছে, যা নতুন ভাবনার পথ দেখাবে।
এই বইটি উৎসর্গ করা হয়েছে বাংলা কবিতার রাজপুত্র কবি হেলাল হাফিজকে। তাঁর কবিতা কবি মনসুর আহমেদের সৃষ্টির প্রেরণা। তাঁর প্রতিটি শব্দ যেন উষ্ণ আলিঙ্গনের মতো কবি মনসুর আহমেদের কবিতার ভাঁজে ভাঁজে রয়ে গেছে। তাঁর সেই বিদ্রোহী চেতনা ও সূক্ষ্ম প্রেমের ছোঁয়া “বুকপকেটে ভালোবাসা”য় নতুন মাত্রা যোগ করেছে।

তুমি বলো, “দেনমোহর চাই,”
আমি বলি, “আমার হৃদয়, নিঃস্ব হোক তবু,
তোমার চোখে থাকো চিরকাল অলংকার হয়ে।”
হাত ধরা আমাদের আকাশ,
প্রতিশ্রুতির কোনো বুনন নেই তাতে—
কেবল বিশুদ্ধ ভালোবাসার একটি ছায়া,
যেন হাওয়ার দোলায় খুঁজে পাওয়া নীরবতা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হ্যামট্রাম্যাকে রথযাত্রা ২৮ জুন

হ্যামট্রাম্যাকে রথযাত্রা ২৮ জুন