আমেরিকা , শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ , ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্লেক্স-এন-গেট ডেট্রয়েটে বর্ণিল হলিডে পার্টি ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোট : তফসিল ঘোষণা ভোটের ট্রেন ছাড়ছে সিলেটে মধ্যরাতে দুইবার ভূ-কম্পন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা বৃহস্পতিবার পদত্যাগ করেছেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলম সপ্তাহজুড়ে দক্ষিণ-পূর্ব মিশিগানে তুষারপাতের সম্ভাবনা ভোটের তফসিলের দ্বারপ্রান্তে ইসি, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক আজ মোহাম্মদপুরে মা ও মেয়ে হত্যাকাণ্ড : গৃহকর্মী পলাতক ২৭ ডিসেম্বর অবসর নিচ্ছেন প্রধান বিচারপতি, উত্তরসূরি নিয়ে আলোচনা তুঙ্গে হ্যামট্রাম্যাক সিটিতে সংকট : ক্লার্ক রানা ফারাজ আদালতের দ্বারস্থ গুলির শব্দে কেঁপে উঠল মুসকেগন, নিহত ২, আহত ৩ স্কুলে গণহত্যার হুমকি : যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রংপুরে মুক্তিযোদ্ধা দম্পতিকে গলা কেটে হত্যা, এলাকায় আতঙ্ক ৪০১ মিলিয়ন ডলারের উপহার, নতুন যুগে এমএসইউ অ্যাথলেটিক্স প্রাক্তন ন্যাশনাল হকি লিগ খেলোয়াড় যৌন নির্যাতনের অভিযোগে বিচারের মুখোমুখি জাতীয় অভিবাসন দমন অভিযান মিশিগানের শ্রেণীকক্ষে উদ্বেগ বাড়াচ্ছে স্টার্লিং হাইটসে মানসিক সমস্যা থাকা সশস্ত্র ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে পুলিশ ডেট্রয়েটে গুলিতে  নিহত ১, আহত ১ এয়ার অ্যাম্বুলেন্স না আসায় খালেদা জিয়ার লন্ডন যাত্রা পিছিয়েছে

বইমেলায় আসছে কবি মনসুর আহমেদের "বুকপকেটে ভালোবাসা"

  • আপলোড সময় : ৩০-০১-২০২৫ ০১:৩৮:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০১-২০২৫ ০১:৩৮:১৮ পূর্বাহ্ন
বইমেলায় আসছে কবি মনসুর আহমেদের "বুকপকেটে ভালোবাসা"
"যে ফুল থেকে রক্ত ঝরে,
সেই ফুলে আর ঘ্রাণ থাকে না।
যে হৃদয়ে অশ্রু ঝরে,
সেই হৃদয়ে আগুন জ্বলে না।"
প্রেম, দ্রোহ এবং জীবনের নানা রূপকে কেন্দ্র করে সাজানো কবি মনসুর আহমেদ এর কাব্যগ্রন্থ "বুকপকেটে ভালোবাসা" ভিন্ন দুটি আকর্ষণীয় প্রচ্ছদে প্রকাশ করেছে শব্দকথা প্রকাশন। বাংলা একাডেমি কর্তৃক আয়োজিত বইমেলায় বইটি পাওয়া যাবে শব্দকথা প্রকাশনের ১৭১ নং স্টলে। ৮০ পৃষ্ঠার বইটির মলাট মূল্য ২০০৳। অর্কিড ও গোলাপ ফুলের সাথে দৃষ্টিনন্দন পকেটে আকর্ষণীয় প্রচ্ছদ এঁকেছেন চারু পিন্টু ও আখতার উজ্জামান সুমন।
যেখানে জমে থাকে অসীম দুঃখ প্রাচীর, সেখানেই কবিতাগুলো ফুল হয়ে ফোটে। ঘ্রাণে মিশে থাকে বেদনার সুর, যা স্পর্শ করে পাঠকের হৃদয়। কবিতা শুধু শব্দের সাজানো মালা নয়, এটি হলো মনের গভীরে লুকিয়ে থাকা অনুভূতির এক নীরব ভাষা। এই ভাষা সেইসব হৃদয়ের কথা বলে, যেগুলো হয়তো কখনো কাউকে বলা হয়নি। এই গ্রন্থের প্রতিটি কবিতা জীবনের রূপকথা ও বাস্তবতার মিশেলে এক নতুন পৃথিবী তৈরি করে।
কবিতা—একটি প্রতিবিম্ব।
এটি সেই আয়না, যেখানে মানুষ তার নিজস্ব মুখচ্ছবি খুঁজে পায়। বাবার অপ্রকাশিত দুঃখ, মায়ের নিঃস্বার্থ ভালোবাসা, অথবা প্রিয়জনের নীরব চাহনি—সবই কবিতার শব্দরূপে জীবন্ত হয়ে ওঠে। প্রতিটি লাইন, প্রতিটি শব্দ যেন পাঠককে তার নিজের অনুভূতির কাছে ফিরিয়ে নিয়ে যায়।
“বুকপকেটে ভালোবাসা” কাব্যগ্রন্থটি তেমনি এক আবেগঘন যাত্রার গল্প। প্রেম, দ্রোহ এবং জীবনের নানা রূপকে কেন্দ্র করে সাজানো এই বইটি পাঠককে তার নিজস্ব অনুভূতির গভীরে নিয়ে যাবে। এখানে প্রেম রয়েছে, যা উষ্ণতা জোগাবে। দ্রোহ রয়েছে, যা নতুন ভাবনার পথ দেখাবে।
এই বইটি উৎসর্গ করা হয়েছে বাংলা কবিতার রাজপুত্র কবি হেলাল হাফিজকে। তাঁর কবিতা কবি মনসুর আহমেদের সৃষ্টির প্রেরণা। তাঁর প্রতিটি শব্দ যেন উষ্ণ আলিঙ্গনের মতো কবি মনসুর আহমেদের কবিতার ভাঁজে ভাঁজে রয়ে গেছে। তাঁর সেই বিদ্রোহী চেতনা ও সূক্ষ্ম প্রেমের ছোঁয়া “বুকপকেটে ভালোবাসা”য় নতুন মাত্রা যোগ করেছে।

তুমি বলো, “দেনমোহর চাই,”
আমি বলি, “আমার হৃদয়, নিঃস্ব হোক তবু,
তোমার চোখে থাকো চিরকাল অলংকার হয়ে।”
হাত ধরা আমাদের আকাশ,
প্রতিশ্রুতির কোনো বুনন নেই তাতে—
কেবল বিশুদ্ধ ভালোবাসার একটি ছায়া,
যেন হাওয়ার দোলায় খুঁজে পাওয়া নীরবতা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
তফসিলের পর আন্দোলন নিষেধ, সড়কে নামলে ব্যবস্থা: প্রেস সচিব

তফসিলের পর আন্দোলন নিষেধ, সড়কে নামলে ব্যবস্থা: প্রেস সচিব