আমেরিকা , শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫ , ১৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পচা খাবার, হলুদ জল, ঠান্ডা কক্ষ : ডেট্রয়েট ডে কেয়ারের লাইসেন্স স্থগিত  পন্টিয়াকে ব্যবসায়ী হত্যায় ওহাইওর ৩ ব্যক্তি অভিযুক্ত মহিলার দেহ উদ্ধারের ৩৫ বছর পর অভিযুক্তের বিরুদ্ধে মামলা ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের ভিসা বাতিলে নির্বাহী আদেশে সই করলেন ট্রাম্প ওয়াশিংটন বিমানের সঙ্গে হেলিকপ্টারের সংঘর্ষ,  ১৯ মৃতদেহ উদ্ধার জাতীয় পঠন র‍্যাঙ্কিংয়ে মিশিগানের পতন, চতুর্থ শ্রেণীর গণিতে উন্নতি অভিবাসী গোষ্ঠীর নিন্দার পরেও  ক্ষমা চাইবেন না ডেট্রয়েটের মেয়র ফেন্সিং স্কিমে ডিয়ারবর্নের ৩ ব্যক্তি গ্রেফতার ট্রাম্পের নির্দেশে মিশিগানে অভিবাসন আদালতের মূল কর্মসূচি স্থগিত ডেট্রয়েটে এক মিনিটের মিশনে খুন মিশিগানে তিন সন্তানকে ঘরে আটকে আগুন দিল মা যাত্রীদের জিম্মি করে কর্মসূচি দুঃখজনক : রেলপথ উপদেষ্টা ট্রাম্পের অভিবাসন আইন প্রয়োগে কমিউনিটিতে উদ্বেগ সৃষ্টি করেছে  কর্মবিরতি : সারাদেশে ট্রেন চলাচল বন্ধ ট্রাম্পের অধীনে নীতিগত পরিবর্তনের দিকে নজর রাখছে মিশিগানে মৃত ব্যক্তির নামে ক্রেডিট কার্ড খোলার অভিযোগ লাফায়েট কোনির ইঁদুর তার ব্যবসার ক্ষতি করছে প্রচণ্ড বাতাসের কারণে ম্যাকিনাক ব্রিজের একাংশ বন্ধ জিলওয়াকি ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে সাগিনাওয়ের যুবকের মৃত্যু ঢাকা অবরোধের ঘোষণা ৭ কলেজের শিক্ষার্থীদের
রাগীব-রাবেয়া মিউজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে ড. সৈয়দ রাগীব আলী

সিলেটে একটি টেকনিক্যাল কলেজ স্থাপন করা হবে

  • আপলোড সময় : ৩১-০১-২০২৫ ০৫:২৭:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০১-২০২৫ ০৫:২৭:১৪ অপরাহ্ন
সিলেটে একটি টেকনিক্যাল কলেজ স্থাপন করা হবে
সিলেট, ৩১ জানুয়ারী : সিলেট নগরীর মধুবন ভবনের অবস্থিত ৬ষ্ঠ তলায় রাগীব-রাবেয়া মিউজিয়াম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার  (৩০ জানুয়ারি) সন্ধ্যায় রাগীব -রাবেয়া ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাগীব-রাবেয়া মিউজিয়াম উদ্বোধন করেন রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান, সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ঊপমহাদেশের প্রখ‍্যাত দানশীল ব‍্যক্তিত্ব, বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী, শিল্প-সাহিত‍্যের পৃষ্ঠপোষকতা, বরেণ্য চা শিল্প উদ‍্যোক্তা দানবীর ড. সৈয়দ রাগীব আলী। 
রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের গৌরবময় ইতিহাস, সাফল্য এবং ক্রমাগত উন্নয়নকে ধরে রাখতে এবং বর্তমানে প্রজন্মের কাছে তা উপস্থাপন করার লক্ষ্যেই রাগীব-রাবেয়া মিউজিয়াম উদ্বোধন করা হয়। 
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দানবীর ড. সৈয়দ রাগীব আলী সিলেটসহ সারাদেশে শিক্ষা এবং স্বাস্থ্যখাত উন্নয়নে তাঁর প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজের পাশাপাশি এবার একটি টেকনিক্যাল কলেজ স্থাপন করার ঘোষণা প্রদান করন এবং সে জন‍্য সবার সহযোগিতা কামনা করেন।
রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা রাগীব আলী নিজেই একটি প্রতিষ্ঠান উল্লেখ করে বলেন, তিনি সিলেটসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা করেছেন এবং অসংখ্য প্রতিষ্ঠানের জন‍্য জমিদান এবং অনুদান প্রদান করে আসছেন। রাগীব-রাবেয়া ফাউন্ডেশন বাংলাদেশের মধ‍্যে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে উল্লেখ করে অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন রাগীব-রাবেয়া ফাউন্ডেশন ও লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান ড. সৈয়দ আব্দুল হাই, লিডিং ইঊনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য সৈয়দ আব্দুল হান্নান, 
রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের সি.ই.ও. শ্রীযুক্ত বনমালী ভৌমিক, সিনিয়র সাংবাদিক ও দৈনিক সিলেটের ডাক পত্রিকার অতিথি সম্পাদক মো. নজরুল ইসলাম বাসন, লিডিং ইউনিভার্সিটির ব‍্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, সিলেট প্রেস ক্লাবের সভাপতি মো. ইকরামুল কবির, 'ক্ষণজন্মা রাগীব' বইয়ের লেখক এ.কে. আজাদ। অনুভূতি প্রকাশ করেন রাগীব রাবেয়া ডিগ্রী কলেজের অধ‍্যক্ষ আব্দুল ওয়াহিদ সারু, এবং  রাঙামাটি জেলার বরকল রাগীব-রাবেয়া কলেজের অধ‍্যক্ষ নৈচি রাখাইন।
লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান কাজী মো. জাহিদ হাসানের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন রাগীব-রাবেয়া তাহফিজুল কোরআন মাদরাসার শিক্ষার্থী মো. মাশহুদ আহমদ। স্বাগত বক্তব্য প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ।  
অনুষ্ঠানে কবিতা পাঠ করেন রাগীব-রাবেয়া ফাউন্ডেশন ও লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান ড. সৈয়দ আব্দুল হাই, দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে নিবেদন করে গান পরিবেশন করেন বাউল নিজাম উদ্দিন ও তার দল। ইসলামিক গান পরিবেশন করেন ইমাম উদ্দিন। 
কবিতা পাঠ করেন কবি, সংগঠক ও প্রাক্তন ব‍্যাংক কর্মকর্তা জ‍্যোতির্ময় দাশ যীশু, সিলেট লেখিকা সংঘের সাহিত্য সম্পাদক বিশিষ্ট কবি ও সংগঠক লিপি খান, সহ-সাংগঠনিক পরিচালক সেনুরা আক্তার চিনু, সদস্য  কাওসার আরা বেগম,  কবি ও সংগঠক তারেশ কান্তি তালুকদার, কবি ও সংগঠক শাহাদাত বকত, সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী হেনা বেগম, দক্ষিণ সুরমা সরকারি কলেজের শিক্ষার্থী হাজেরা খাতুন এবং রুমানা জান্নাত মৌ।
অনুষ্ঠানে দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে ফুল দিয়ে বরণ করেন রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের গবেষণা কর্মকর্তা জসিম আল ফাহিম। অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন সিলেটের উপ-পরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলাম, লিডিং ইউনিভার্সিটির ব‍্যবসায় প্রশাসন বিভাগের বিভিগীয় প্রধান ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লা, লাইব্রেরিয়ান মো. আব্দুল হাই ছামেনী, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মিসেস শাম্মী আক্তার, পাবলিক হেলথ বিভাগের সহযোগী অধ‍্যাপক মোসা. হালিমা বেগম, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ এবং রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেট্রয়েট ডগ পার্ক এবং বার বার্কসাইড ওকল্যান্ড কাউন্টিতে দ্বিতীয় স্থানে চালু হবে

ডেট্রয়েট ডগ পার্ক এবং বার বার্কসাইড ওকল্যান্ড কাউন্টিতে দ্বিতীয় স্থানে চালু হবে