আমেরিকা , মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ , ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে মানব পাচার প্রতিরোধে হোটেল-মোটেলে হেল্পলাইন সাইনবোর্ড স্থাপন টেনেসিতে দুইজনকে হত্যার অভিযোগে ডেট্রয়েটের যুবক গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র প্রত্যাবর্তনের পথ তৈরি করেছে মট কমিউনিটি কলেজ ক্যাম্পাসে গুলিতে একজন আহত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি : হাইকোর্ট শীর্ষ সাংবাদিকদের সঙ্গে তারেক রহমানের সংলাপ, ‘মাননীয়’ সম্বোধন বারণ আগামী সপ্তাহে ডেট্রয়েট  ইকোনমিক ক্লাবের মঞ্চে  ট্রাম্পের ভাষণ স্টার্লিং হাইটসে পার্টিতে গোলাগুলি: ৫ জন আহত অভিজ্ঞ কূটনীতিক ব্রেন্ট ক্রিস্টেনসেনের কাঁধে ঢাকার দায়িত্ব ডেট্রয়েটে আইসিই কার্যক্রমে সীমাবদ্ধতা চান কাউন্সিলর সান্তিয়াগো-রোমেরো হার্পার উডসে গুলিতে একজন নিহত, প্রেমিক গুরুতর আহত প্রেমিককে ১৪ বার ছুরিকাঘাত : ক্লিনটন টাউনশিপের নারী দণ্ডিত ডেট্রয়েটে আইসিই-বিরোধী বিক্ষোভ হ্যামট্যাম্যাক শহরে বেগম খালেদা জিয়ার নামে সড়ক নামকরণ মিনেসোটায় হত্যার প্রতিবাদে ডেট্রয়েটে বিক্ষোভ ওরিয়ন টাউনশিপের ক্রোগার দোকান ইঁদুরের কারণে সাময়িক বন্ধ ওয়ারেনের এক যুবক পন্টিয়াকে গুলিতে নিহত মিশিগানে আগেভাগেই আঘাত হেনেছে ফ্লু শরিয়তপুরে বোমা তৈরির সময় বিস্ফোরণে যুবক নিহত কারাগারে যৌন অসদাচারের অভিযোগে প্রাক্তন কারা কর্মকর্তা অভিযুক্ত

আগামীকাল সরস্বতী পূজা

  • আপলোড সময় : ০১-০২-২০২৫ ১২:১৭:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০২-২০২৫ ১২:১৭:১২ পূর্বাহ্ন
আগামীকাল সরস্বতী পূজা
ওয়ারেন, ১ ফেব্রুয়ারী : আগামীকাল রোববার হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বিদ্যার দেবী সরস্বতী পূজা। বাণী অর্চনার আরাধ্য দিন জ্ঞানের আলো ছড়াতে আগামীকাল রোববার অনুষ্ঠিত হবে সরস্বতী পূজা। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা করা হয়। এই পূজায় কয়েকটি বিশেষ উপচার বা সামগ্রীর প্রয়োজন হয়। যথা : অভ্র-আবীর, আমের মুকুল, দোয়াত-কলম ও যবের শিষ। পূজার জন্য বাসন্তী রঙের গাঁদা ফুলও প্রয়োজন হয়। লোকাচার অনুসারে, ছাত্রছাত্রীরা পূজার পূর্বে কুল ভক্ষণ করেন না। পূজার দিন কিছু লেখাও নিষিদ্ধ। এই দিন ছোটদের হাতেখড়ি দিয়ে পাঠ্যজীবন শুরু হয়।
ধর্মীয় বিধান অনুসারে, শ্বেত হংসের পিঠে চড়ে পৃথিবীতে নেমে আসবেন বিদ্যা ও ললিতকলার দেবী। কৃপা লাভের আশায় দেবীকে আহ্বান করবেন ভক্তরা। প্রতি বছরের ন্যায় এবারো মিশিগানের বিভিন্ন মন্দিরে  আয়োজন করা হয়েছে পূজার, ঢাকা-ঢোল-কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠবে পূজামণ্ডপ। অনেকের বাসায়ও সরস্বতী পূজার প্রস্তুতি নেওয়া হয়েছে। অনুষ্ঠানমালায় আছে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, গাতে খড়ি, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি,  প্রভৃতি। 
উল্লেখ্য, হিন্দু ধর্মের উৎসবগুলোর মধ্যে অন্যতম সরস্বতী পূজা। শীতের বিদায় ও বসন্তের আগমনের মাঝামাঝি সময় প্রতিবছর এ পূজা অনুষ্ঠিত হয়। সরস্বতী পূজা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের শিক্ষার প্রতি শ্রদ্ধা, সঙ্গীত ও কলার প্রতি ভালোবাসা এবং জ্ঞানের চর্চার প্রতি অনুপ্রেরণার উৎস।

শিব মন্দির-টেম্পল অব জয়
ওয়ারেন সিটির শিব মন্দির-টেম্পল অব জয়ে তিথি অনুযায়ী বিদ্যার দেবী সরস্বতী পূজা সকাল সাড়ে ১১টায় শুরু হবে। দুপুর ১টায় পুষ্পাঞ্জলি, ১টা ৩০ মিনিটে হাতেখড়ি, প্রসাদম ২টা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২টা ৩০, সাংস্কৃতিক অনুষ্ঠান ৩টা ৩০ এবং সন্ধ্যা ৬টায় ডিনার।

মিশিগান কালিবাড়ি
সরস্বতী পূজা উপলক্ষে ওয়ারেন সিটির মিশিগান কালিবাড়িতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকাল ১০ টায় পূজা শুরু হবে । হাতেখড়ি সকাল সাড়ে ১১ টায় এবং পুষ্পাঞ্জলী দুপুর ১টায়, দুপুর ১টা ৩০ মিনিটে প্রসাদ বিতরণ। শনিবার ২৮ জানুয়ারী বিকাল ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠান। 

ডেট্রয়েট দুর্গা টেম্পল 
ডেট্রয়েট নগরীর দুর্গা টেম্পলে তিথি অনুযায়ী পূজা শুরু হবে সকাল সাড়ে ১০ টায়। অঞ্জলি দুপুর সাড়ে ১২টায়, হাতেখড়ি দুপুর ১টায়,  চিত্রাঙ্কন প্রতিযোগিতা ১টা ৩০ মিনিট,   প্রসাদ বিতরণ টায়। বিকাল ৩টায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

রাধাকৃষ্ণ মন্দির
হ্যামট্রাম্যাক সিটির নব প্রতিষ্ঠিত রাধাকৃষ্ণ মন্দিরে সকাল ১০টায় পূজা, পুষ্পাঞ্জলী দুপুর ২টায় এবং বিকাল ৪ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

রামকৃষ্ণ মিশন
ওয়ারেন সিটির রামকৃষ্ণ মিশনেও সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। পূজা শেষে ভক্তরা দেবেন পুষ্পাঞ্জলি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হবিগঞ্জে নির্বাচন ও গণভোট নিয়ে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

হবিগঞ্জে নির্বাচন ও গণভোট নিয়ে জেলা প্রশাসনের মতবিনিময় সভা