আমেরিকা , বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫ , ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ম্যাকম্ব কাউন্টিতে ওয়েস্ট নাইল ভাইরাসের প্রথম মশার নমুনা সনাক্ত ডেট্রয়েটে নির্মাণস্থলে কংক্রিট মিক্সিং ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত স্বাস্থ্যবিধি লঙ্ঘনের তালিকায় নোভির ‘দাওয়াথ’সহ একাধিক রেস্তোরাঁ সাউথফিল্ডে কুড়ালের আঘাতে ব্যাংক কর্মী আহত, ডাকাত গ্রেপ্তার ডেট্রয়েটে কিশোরকে গুলি, তদন্তে ভিডিও ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ ওয়েইন কাউন্টিতে কিশোর নিপীড়নের দায়ে নারী কর্মীর দণ্ড ২৮ বছর পর ডিএনএ প্রযুক্তিতে শনাক্ত বেঞ্জামিন ফাউন্টেনের দেহাবশেষ লেক সুপিরিয়রে ক্যানো দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হবিগঞ্জের বধূ জাকিয়া জাহান এখন যুক্তরাষ্ট্রের মহামারি বিশেষজ্ঞ লেনাউই কাউন্টিতে লনমাওয়ার দুর্ঘটনায় ১ বছরের শিশুর প্রাণ গেল লিভিংস্টনে নির্মাণস্থলে দুর্ঘটনায় নিহত ২৩ বছর বয়সী শ্রমিক সাগিনাউ ব্যাংকে জাল চেক ঘিরে জিম্মি পরিস্থিতি, পুলিশের গুলিতে মৃত্যু মিশিগানে ড্রাগের অন্ধকার জগতে কারফেন্টানিল নামক নীরব ঘাতক পশ্চিম মিশিগানে ছোট বিমান দুর্ঘটনায় ১ জন নিহত পূর্ব ডেট্রয়েটের শিল্প কারখানায় আগুন : নিয়ন্ত্রণে এনেছে দমকল বিভাগ ডেট্রয়েটে বন্দুক সহিংসতা অব্যাহত : কিশোর নিহত, বোন গুরুতর আহত মেট্রো ডেট্রয়েটে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আজ পন্টিয়াকে শিশু নির্যাতনের ভয়াবহ ঘটনা : পিতা কারাগারে পন্টিয়াকে গাড়ি চুরির অভিযোগে ১২ বছর বয়সী এক কিশোর গ্রেপ্তার ডেট্রয়েটে ইন্টারস্টেট ৯৪-এ  দুটি গাড়ির  সংঘর্ষে যুবক নিহত

নবরূপে হ্যামট্রাম্যাকের রাধাকৃষ্ণ মন্দির

  • আপলোড সময় : ০২-০২-২০২৫ ০২:০২:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০২-২০২৫ ০২:০২:৩৪ পূর্বাহ্ন
নবরূপে হ্যামট্রাম্যাকের রাধাকৃষ্ণ মন্দির
হ্যামট্রাম্যাক, ২ ফেব্রুয়ারী : রাধাকৃষ্ণ মন্দির। আগে মন্দিরের এই রূপ ছিল না। এখন মন্দিরের আদলে রূপ দেওয়া হয়েছে। কয়েকজন ভক্তের নিপুন হাতে গড়ে উঠছে মন্দিরটি। মন্দিরটিতে চলছে শেষ দিকের কাজ। যতই দিন এগিয়ে আসছে ভক্তদের মধ্যে ততই চড়ছে উন্মাদনার পারদ। 
এই শহরে দীর্ঘদিন ধরেই ছিল না কোন মন্দির। মন্দির না থাকায় অন্য সিটির মন্দিরে পুজো দিতে যেতেন এই সিটির ভক্তরা। নতুন মন্দির পেয়ে খুশি হিন্দু সম্প্রদায়ের মানুষজন। মন্দিরটি এখন উদ্বোধনের অপেক্ষায় প্রহর গুনছে। এদিকে উদ্বোধনের আগেই আজ রোববার (২ ফেব্রুয়ারী) রাধাকৃষ্ণ মন্দিরে বুদ্ধি, জ্ঞান ও সংগীতের দেবী সরস্বতী  পূজা অনুষ্ঠিত হবে। মন্দির কর্তৃপক্ষ আশা করছে, পূজা উপলক্ষে প্রচুর ভক্তসমাগম হবে এবং উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে। 
উদ্যোক্তারা বলছেন, বেশ কয়েক মাস আগে হ্যামট্রাম্যাক শহরে বসবাসরত সনাতন ধর্মানুরাগী ভক্তবৃন্দ একটি  হিন্দু মন্দির প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন। কয়েকজন ভক্তের চেষ্টায় শুরু হয় ফান্ড রেইজিং। কিন্তু তারা পুরো অর্থ সংগ্রহ করতে পারছিলেন না। যার ফলে  উদ্যোগটি সূচনাতেই মুখ থুবড়ে পড়ার উপক্রম হয়েছিল। তা জানতে পেরে ট্রয় সিটির বাসিন্দা ডা: নৃপেন্দ্র দেবনাথ এগিয়ে আসেন। ব্যক্তিগতভাবে তিনিই সবচেয়ে বেশি অর্থ দিয়েছেন। কিছুদিন আগে ৩ লাখ ৩৫ হাজার ডলারে শহরের ৯৪২১, কনান্ট স্ট্রিটের ভবনটি কিনেছেন ডা: নৃপেন্দ্র চন্দ্র দেবনাথ। বাংলাদেশি অর্থে যার পরিমাণ প্রায় ৪ কোটি ১০ লাখ টাকা। পরে একই পরিমাণ অর্থে মন্দির কমিটি ডা: নৃপেন্দ্র চন্দ্র দেবনাথের সাথে ক্রয় চুক্তি করেছে। এসময় ভক্তবৃন্দের কাছ থেকে সংগৃহীত ১ লাখ ৪০ হাজার ডলার পরিশোধ করা হয়েছে। এর মধ্যে ৪০ হাজার ডলার অনুদান দিয়েছেন ডা: নৃপেন্দ্র চন্দ্র দেবনাথ। চুক্তি অনুযায়ী অবশিষ্ট ১ লাখ ৯৫ হাজার ডলার সুদমুক্তভাবে ১২ বছরে মাসিক কিস্তিতে পরিশোধ করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

মন্দিরটি গড়তে যারা  চাঁদা দিয়েছেন তারা সকলেই এর প্রতিষ্ঠাতা। এ পর্যন্ত মন্দির প্রতিষ্ঠায় আর্থিক অনুদান দিয়েছেন ৯৬ জন। দাতার হলেন- ডা: নৃপেন্দ্র দেবনাথ, কালী শঙ্কর দেব, অমূল্য চৌধুরী, অতুল দস্তিদার, জিতেশ আচার্য্য, মিথুন দেব, সঞ্জয় পাল, পার্থ পুরকায়স্থ, মৃনাল কান্তি চৌধুরী, অনিল বৈদ্য, বাবুল পাল, রনি দেব, টেম্পু কে চৈত্রি, কানন চন্দ্র পাল, অপূর্ব সাহা, রঞ্জিত কুমার সরকার, আশুতোষ বর্ধন, স্বদেশ সরকার, সুদিপ ভট্টাচার্য্য, রঞ্জিত কুমার দত্ত, প্রদীপ লস্কর, বিপ্লব চন্দ্র রায়, চঞ্চল কুমার নাথ, রনি চোপড়া, বিভুতি বি বিজু, সুনিল বৈদ্য, নুপুর চন্দ্র ধর চৌধুরী, হরিপদ দাশ, চিন্ময় আচার্য্য, পলাশ চক্রবর্তী, বিমান জ্যোতি সেন, দেবব্রত ভট্টাচার্য্য, আল্পনা ভট্টাচার্য্য, অবিনাশ চন্দ্র গোপ, প্রনয় পাল, প্রমোদ লাল বিশ্বাস, রজত শুভ্র চক্রবর্তী, কমলেন্দু পাল, পূর্নেন্দু চক্রবর্তী অপু, ভানু চন্দ্র পাল, সুজিত চন্দ্র পাল, মিলন কান্তি দাশ, জগদীশ চন্দ্র সেন, গোপাল সরকার, মাতৃ দেব, বিকাশ চন্দ্র দেবনাথ, মৃনাল চৌধুরী, হাসি পুরকায়স্থ, তপন কুমার বিশ্বাস, অমলেশ পুরকায়স্থ, অঞ্জনা দেবনাথ, কামনাশীষ দেবনাথ, মদন জি দে, রতন কান্তি হাওলাদার, গৌরাঙ্গ লাল দে, ধ্রুব, পরেশ চন্দ্র নাথ, সুবাস দাশ, ধ্রুব দেব, বিপ্লব রায়, জুটন রায়, বিধান চন্দ্র রায়, বিষ্ণুপদ পুরকায়স্থ, ধ্রুব দেব, কপিল চন্দ্র রায়, জয়ন্ত দেব, সিতেশ রায়, বিপুল চন্দ্র রায়, তুষার কান্তি রায়, রাখি রঞ্জন রায়, বিধান দেবনাথ, বিজন দেবনাথ, বিপ্লব দেবনাথ, বিপ্র দেবনাথ, বিষ্ণু দেবনাথ, যাদব চন্দ্র নাথ, তপন কুমার সিকদার, সুপ্তি পাল, অশোক আচার্য্য, অমল আচার্য্য, সুরঞ্জিত চন্দ্র শীল, সৌরভ দত্ত চৌধুরী, অনুকুল দেবনাথ, কৌশিক নাথ, মিলন দাশ, শতরূপা পুরকায়স্থ, রামকৃষ্ণ পাল, দেবব্রত দাশ রাহুল, মৃদুল ঘোষ, গকুল চন্দ্র তালুকদার, বিশাল রায়, শঙ্করী চক্রবর্তী, নিহার রঞ্জন চক্রবর্তী, সুজন বিশ্বাস, সুদর্শন ভট্টাচার্য্য এবং প্রনয় সরকার। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বান্দরবানে সেনা অভিযানে কেএনএফের কমান্ডারসহ নিহত ২, অস্ত্র উদ্ধার

বান্দরবানে সেনা অভিযানে কেএনএফের কমান্ডারসহ নিহত ২, অস্ত্র উদ্ধার