আমেরিকা , রবিবার, ০৬ জুলাই ২০২৫ , ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হোয়াইট লেকে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার ডেট্রয়েট পার্কে গুলিবিদ্ধ শিশু, কঠোর হচ্ছে কারফিউ মিশিগানে প্রথমবারের মতো শনাক্ত হলো এশিয়ান লম্বা শিংওয়ালা টিক্স মেলভিন্ডেলে অগ্নিকাণ্ডে ৬৬ বছর বয়সী ব্যক্তি নিহত ৪ জুলাই আতশবাজির প্রভাব, মেট্রো ডেট্রয়েটে বাতাস দূষণের সতর্কতা যুক্তরাষ্ট্রের ২৪৯তম স্বাধীনতা দিবস আজ বাঁশি আর ড্রামের গর্জনে জেগে ওঠে আমেরিকার জন্মগাঁথা ডেট্রয়েটে জুন মাসে তীব্র তাপপ্রবাহ : গ্রীষ্মে উষ্ণতা আরও বাড়ার পূর্বাভাস ম্যাকম্ব কাউন্টিতে ওয়েস্ট নাইল ভাইরাসের প্রথম মশার নমুনা সনাক্ত ডেট্রয়েটে নির্মাণস্থলে কংক্রিট মিক্সিং ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত স্বাস্থ্যবিধি লঙ্ঘনের তালিকায় নোভির ‘দাওয়াথ’সহ একাধিক রেস্তোরাঁ সাউথফিল্ডে কুড়ালের আঘাতে ব্যাংক কর্মী আহত, ডাকাত গ্রেপ্তার ডেট্রয়েটে কিশোরকে গুলি, তদন্তে ভিডিও ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ ওয়েইন কাউন্টিতে কিশোর নিপীড়নের দায়ে নারী কর্মীর দণ্ড ২৮ বছর পর ডিএনএ প্রযুক্তিতে শনাক্ত বেঞ্জামিন ফাউন্টেনের দেহাবশেষ লেক সুপিরিয়রে ক্যানো দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হবিগঞ্জের বধূ জাকিয়া জাহান এখন যুক্তরাষ্ট্রের মহামারি বিশেষজ্ঞ লেনাউই কাউন্টিতে লনমাওয়ার দুর্ঘটনায় ১ বছরের শিশুর প্রাণ গেল লিভিংস্টনে নির্মাণস্থলে দুর্ঘটনায় নিহত ২৩ বছর বয়সী শ্রমিক সাগিনাউ ব্যাংকে জাল চেক ঘিরে জিম্মি পরিস্থিতি, পুলিশের গুলিতে মৃত্যু

মিশিগানে নানা আয়োজনে সরস্বতী পুজা উদযাপিত

  • আপলোড সময় : ০২-০২-২০২৫ ১১:৪৬:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০২-২০২৫ ০২:৪৯:৩৩ পূর্বাহ্ন
মিশিগানে নানা আয়োজনে সরস্বতী পুজা উদযাপিত
ওয়ারেন, ২ ফেব্রুয়ারি : হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ রোববার মিশিগানে উদযাপিত হয়েছে। সকাল থেকেই ঢাক-ঢোল-কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে বিভিন্ন পূজামন্ডপ। মণ্ডপে মণ্ডপে পূজার আনুষ্ঠানিকতা ছাড়াও ছিল হাতেখড়ি, প্রসাদ বিতরণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যারতি।

শিব মন্দির, মিশিগান কালিবাড়ি, ডেট্রয়েট দুর্গা টেম্পল, রাধাকৃষ্ণ মন্দিরে বাণী অর্চনায় সমবেত হন নানা সাজে সজ্জিত নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ-বণিতা। পঞ্চমী তিথিতে অগণিত ভক্ত বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠার্থী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানান তারা। অনেকেই উপবাস রেখে এসেছেন দেবীর আশীর্বাদ পাবার জন্য। পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। হিন্দু শাস্ত্রমতে, প্রতিবছর মাঘ মাসের পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী পুজা অনুষ্ঠিত হয়।

এদিকে শিব মন্দির টেম্পল অব জয়ে সরস্বতী পূজা উপলক্ষে শিশুদের সৃজনশীলতা বিকাশ ও সাংস্কৃতিক চর্চাকে উৎসাহিত করতে প্রতিবারের মতো এবারও মৃধা ফাউন্ডেশনের পক্ষ থেকে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে শিশুরা তিনটি গ্রুপে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিচালনা করেন সুপর্না চৌধুরী ও অলক চৌধুরী। সকলের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে অনুষ্ঠানটি। প্রত্যেক অংশগ্রহনকারী খুব সুন্দর সুন্দর ছবি এঁকেছে। তারা জানিয়েছে, প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পেরে অত্যন্ত আনন্দিত। 

চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন অমিতা মৃধা ও সামান্তা চৌধুরী মেগা। প্রতিযোগিতায় ‘‌এ’ গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করে যথাক্রমে পুস্মিতা দাশ, অনুব্রত পুরকায়স্থ এবং অদিতা দাশ। ‘‌বি’ গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেন প্রমিতা বিশ্বাস, আরুশ চৌধুরী এবং প্রতীক দাশ। ‘‌সি’  গ্রুপে  প্রথম অনুভা পুরকায়স্থ এবং দ্বিতীয় হয়েছে অরিত্র দাশ।
বিজয়ীদের মৃধা ফাউন্ডেশনের পক্ষ থেকে পুরষ্কার, মেডেল এবং সার্টিফিকেট প্রদান করা হয়েছে। এছাড়া  অংশগ্রহণকারী সবাইকে সান্তনা পুরষ্কার ও সার্টিফিকেট দেওয়া হয়।

পরে সুপর্না চৌধুরী সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। গান পরিবেশন করেন অদ্রিতা হালদার, প্রমিতা বিশ্বাস, শ্রদ্ধা হাওলাদার, অমিতা মৃধা, কাবেরি দে, চিনু মৃধা, শর্মি চক্রবর্তী, রতন হাওলাদার এবং পৃথা দেব। নৃত্য পরিবেশন করেন অদ্রিতা হালদার, সুহানি দাশ, মাহিকা সরকার, আরুশি সেন, স্বর্নিকা চৌধুরী, মৃত্তিকা সরকার, অর্পিতা সেন, স্নেহা হাওলাদার, শ্রুতি হাওলাদার এবং শ্রদ্ধা হাওলাদার। যন্ত্র বাজিয়েছে আরুশ চৌধুরী এবং সামান্তা চৌধুরী। 

সবশেষে প্রধান অতিথি হিসাবে মন্দিরের প্রতিষ্ঠাতা বিশিষ্ট চিকিৎসক ও দার্শনিক ড. দেবাশীষ মৃধা চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করেন । এছাড়াও মন্দিরের প্রতিষ্ঠাতা চিনু মৃধা, মন্দিরের কো অর্ডিনেটর রতন হাওলাদার এবং অলক চৌধুরী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে  দেন। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
লেক সেন্ট ক্লেয়ার মেট্রোপার্কে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

লেক সেন্ট ক্লেয়ার মেট্রোপার্কে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু