আমেরিকা , সোমবার, ২১ জুলাই ২০২৫ , ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের রাস্তায় জগন্নাথের রথ : ভক্তিতে ভাসলো শহর মিশিগানে হবিগঞ্জবাসীর মিলনমেলায় প্রাণের উৎসব ডিয়ারবর্নে ওয়ার্ড-ভিত্তিক কাউন্সিল কাঠামোর আবেদন ঘিরে স্বাক্ষর বিতর্ক আমেরিকা থেকে বছরে ৭ লাখ টন গম কিনবে বাংলাদেশ, সমঝোতা চুক্তি সই সাংস্কৃতিক পরিবেশনায় শুরু, আমিরের  বক্তব্যে শেষ জামায়াতের জাতীয় সমাবেশ সাংস্কৃতিক আবহে শুরু জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের প্রথম পর্ব রয়েল ওকের কোরওয়েল হাসপাতালে বোমার হুমকি : পুলিশের তদন্তে ভুয়া প্রমাণিত প্রাইড পতাকা নিষেধাজ্ঞা : হ্যামট্রাম্যাকের পক্ষে আদালতের রায় মিশিগানে ছাত্রীর প্রতি ‘রোমান্টিক আগ্রহে’ অধ্যাপক বরখাস্ত মিশিগানে কানাডিয়ান ট্রাক চালক কোকেনসহ গ্রেফতার ডেট্রয়েট মেট্রো বিমানবন্দরে মিশরীয় পঙ্গপাল জব্দ গোপালগঞ্জে কারফিউর সময় বাড়ল দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ডেট্রয়েটের সৈনিকের দেহাবশেষ শনাক্ত গাজায় প্রযুক্তি ব্যবহারের বিরুদ্ধে ডেট্রয়েটে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ ভুয়া সোশ্যাল অফিসারের খপ্পরে শেলবির নারী পাইপ ফেটে বন্যা, সাময়িকভাবে বন্ধ ওকল্যান্ড মল ওয়ারেনে বাড়ির ভেতরে দুই নারীর মরদেহ : পুলিশের তদন্ত শুরু মেট্রো ডেট্রয়েটের দিকে ধেয়ে আসছে বজ্রঝড় গোপালগঞ্জে ২২ ঘণ্টার কারফিউ গোপালগঞ্জে সংঘর্ষে ৪ জন নিহত, কারফিউ জারি

মিশিগানে নানা আয়োজনে সরস্বতী পুজা উদযাপিত

  • আপলোড সময় : ০২-০২-২০২৫ ১১:৪৬:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০২-২০২৫ ০২:৪৯:৩৩ পূর্বাহ্ন
মিশিগানে নানা আয়োজনে সরস্বতী পুজা উদযাপিত
ওয়ারেন, ২ ফেব্রুয়ারি : হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ রোববার মিশিগানে উদযাপিত হয়েছে। সকাল থেকেই ঢাক-ঢোল-কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে বিভিন্ন পূজামন্ডপ। মণ্ডপে মণ্ডপে পূজার আনুষ্ঠানিকতা ছাড়াও ছিল হাতেখড়ি, প্রসাদ বিতরণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যারতি।

শিব মন্দির, মিশিগান কালিবাড়ি, ডেট্রয়েট দুর্গা টেম্পল, রাধাকৃষ্ণ মন্দিরে বাণী অর্চনায় সমবেত হন নানা সাজে সজ্জিত নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ-বণিতা। পঞ্চমী তিথিতে অগণিত ভক্ত বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠার্থী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানান তারা। অনেকেই উপবাস রেখে এসেছেন দেবীর আশীর্বাদ পাবার জন্য। পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। হিন্দু শাস্ত্রমতে, প্রতিবছর মাঘ মাসের পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী পুজা অনুষ্ঠিত হয়।

এদিকে শিব মন্দির টেম্পল অব জয়ে সরস্বতী পূজা উপলক্ষে শিশুদের সৃজনশীলতা বিকাশ ও সাংস্কৃতিক চর্চাকে উৎসাহিত করতে প্রতিবারের মতো এবারও মৃধা ফাউন্ডেশনের পক্ষ থেকে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে শিশুরা তিনটি গ্রুপে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিচালনা করেন সুপর্না চৌধুরী ও অলক চৌধুরী। সকলের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে অনুষ্ঠানটি। প্রত্যেক অংশগ্রহনকারী খুব সুন্দর সুন্দর ছবি এঁকেছে। তারা জানিয়েছে, প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পেরে অত্যন্ত আনন্দিত। 

চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন অমিতা মৃধা ও সামান্তা চৌধুরী মেগা। প্রতিযোগিতায় ‘‌এ’ গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করে যথাক্রমে পুস্মিতা দাশ, অনুব্রত পুরকায়স্থ এবং অদিতা দাশ। ‘‌বি’ গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেন প্রমিতা বিশ্বাস, আরুশ চৌধুরী এবং প্রতীক দাশ। ‘‌সি’  গ্রুপে  প্রথম অনুভা পুরকায়স্থ এবং দ্বিতীয় হয়েছে অরিত্র দাশ।
বিজয়ীদের মৃধা ফাউন্ডেশনের পক্ষ থেকে পুরষ্কার, মেডেল এবং সার্টিফিকেট প্রদান করা হয়েছে। এছাড়া  অংশগ্রহণকারী সবাইকে সান্তনা পুরষ্কার ও সার্টিফিকেট দেওয়া হয়।

পরে সুপর্না চৌধুরী সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। গান পরিবেশন করেন অদ্রিতা হালদার, প্রমিতা বিশ্বাস, শ্রদ্ধা হাওলাদার, অমিতা মৃধা, কাবেরি দে, চিনু মৃধা, শর্মি চক্রবর্তী, রতন হাওলাদার এবং পৃথা দেব। নৃত্য পরিবেশন করেন অদ্রিতা হালদার, সুহানি দাশ, মাহিকা সরকার, আরুশি সেন, স্বর্নিকা চৌধুরী, মৃত্তিকা সরকার, অর্পিতা সেন, স্নেহা হাওলাদার, শ্রুতি হাওলাদার এবং শ্রদ্ধা হাওলাদার। যন্ত্র বাজিয়েছে আরুশ চৌধুরী এবং সামান্তা চৌধুরী। 

সবশেষে প্রধান অতিথি হিসাবে মন্দিরের প্রতিষ্ঠাতা বিশিষ্ট চিকিৎসক ও দার্শনিক ড. দেবাশীষ মৃধা চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করেন । এছাড়াও মন্দিরের প্রতিষ্ঠাতা চিনু মৃধা, মন্দিরের কো অর্ডিনেটর রতন হাওলাদার এবং অলক চৌধুরী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে  দেন। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
মিশিগানে আজ হবিগঞ্জ জেলার প্রবাসীদের প্রাণের বনভোজন

মিশিগানে আজ হবিগঞ্জ জেলার প্রবাসীদের প্রাণের বনভোজন