চট্টগ্রামে, ৬ ফেব্রুয়ারি :চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় জাতীয় পতাকার অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলার আসামি ডা. কথক দাশের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) চট্টগ্রামের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সরকার হাসান শাহরিয়ার পুলিশের আবেদনের প্রেক্ষিতে এ রিমান্ড মঞ্জুর করেছেন।
ডা.কথক দাশ (৪০), গত ৫ ফেব্রুয়ারি ঢাকা হযরত শাহজালাল আন্তজার্তিক বিমান বন্দর দিয়ে ইউকে যাওয়ার চেষ্টাকালে ইমিগ্রেশন পুলিশ ডা.কথক দাশকে আটক করে বিমান বন্দর থানায় হস্তান্তর করে। রাতে বিমান বন্দর থানা থেকে আসামি ডা. কথক দাশকে কোতোয়ালী থানা পুলিশের নিকট হস্তান্তর করে। ডা. কথক দাস একজন চক্ষু বিশেষজ্ঞ। তিনি লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের মাইক্রো, লেজার ও ফ্যাকো সার্জন এবং বাংলাদেশ আই হসপিটালের কনসালটেন্ট।
গত বছরের ৩০ নভেম্বর নগরের কোতোয়ালী থানায় জাতীয় পতাকার অবমাননার অভিযোগে বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে। ওই মামলার এজাহারভুক্ত আসামি ডা. কথক দাস। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা দশ দিনের রিমান্ড আবেদন করেন।
আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি ডা. কথক দাশকে জিজ্ঞাসাবাদ করতে আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত আসামির উপস্থিতি শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৩১ অক্টোবর নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন। পরে ফিরোজ খানকে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়। এ মামলায় চিন্ময় কৃষ্ণসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan