ওয়ারেন, ১৩ ফেব্রুয়ারী : 'ভ্যালেন্টাইন্স ডে' বা ভালোবাসা দিবস এখন একটি বিশাল উৎসব। দিন দিন বাড়ছে এর জনপ্রিয়তা। দিবসটি উপলক্ষে বিশেষ আয়োজন করেছে শিবমন্দির টেম্পল অব জয়। আগামী শনিবার ১৫ ফেব্রুয়ারী বিকেল ৫টায় শুরু হবে অনুষ্ঠান। নানা অয়োজনের মধ্যে রয়েছে ফটোসেশন, এপিটাইজার, সারপ্রাইজ এন্টারটেইনমেন্ট, কেক কাটা এবং ডিনার। সাথে থাকছে নাচ গান।
আগামীকাল ১৪ ফেব্রুয়ারি। ভ্যালেন্টাইন্স ডে, যে দিনটিকে বিশ্বব্যাপী ভালোবাসা দিবস হিসেবে পালন করা হয়। জীবনের গতি নির্ধারণ করে ভালবাসা। মানুষ বেঁচে থাকে ভালবাসায়। ভালোবাসা এমন এক চেতনা, যা জীবনের প্রতিটি দিনে, প্রতিক্ষণে অনুভূত ও উদযাপিত হওয়া উচিত। তবু আমাদের কাছে একটি দিন ভ্যালেন্টাইনস ডে নামে পরিচিত। প্রতি বছর ভালোবাসা দিবসটি পালিত হয়। দিনটিতে প্রেমিক-প্রেমিকার সঙ্গে তালে তাল রেখে ভালবাসার জয়গানে সুর মেলাবে স্বামী-স্ত্রী, মা-বাবা, ভাই-বোন, বন্ধু-বান্ধব, সবাই। বর্তমান সময়ে এসে ভ্যালেন্টাইন্স দিবসের কদর প্রবল ভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে পাশ্চাত্যে এ উৎসব মহাসমারোহে উদযাপন করা হয়। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মানুষেরা এই দিবস উপলক্ষে এই দিনে প্রায় কয়েক কোটি ডলার ব্যয় করে। ভালবাসা দিবসের জন্য মানুষেরা কার্ড, ফুল, চকোলেট ও অন্যান্য উপহার সামগ্রী ক্রয় করে। যুক্তরাষ্ট্রে এই দিনে প্রায় আনুমানিক ৩ কোটি শুভেচ্ছা কার্ড আদান-প্রদান করা হয়।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan