আমেরিকা , বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়ারেনে রোগীকে যৌন নিপীড়ন : চিরোপ্রাক্টরের বিরুদ্ধে মামলা ওয়ারেনের নতুন মিডিয়া নীতি : সংবাদ মাধ্যমের সাথে কথা বলা সীমিত করেছে ডি-ই-টি-আর-ও-আই-টি চিহ্নের সামনে সেলফি তুলতে বারণ পুলিশের প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের আহ্বান জানালেন রাষ্ট্রদূত ইমরান প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আব্দুর রহমান আর নেই মিশিগানে জন্মদিনের পার্টিতে গাড়ি, দুই শিশু নিহত, আহত ১৫ ২৫ এপ্রিল মিশিগান রাজ্য জুড়ে হনলুলু ব্লু ডে ঘোষণা ডেট্রয়েট নিউজের প্রতিবেদক কারা বার্গের ম্যাকক্রি অ্যাওয়ার্ড জয় অরক্ষিত বন্দুক দিয়ে নিজের মুখে গুলি করেছে আট বছর বয়সী এক শিশু এনএফএল ড্রাফ্টের সময় ডেট্রয়েট নিজেকে নতুন রূপে তুলে ধরবে ইউনির্ভাসিটি অব মিশিগান ডিয়াবর্নের বিরুদ্ধে প্রাক্তন কর্মচারীর মামলা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন : অর্থমন্ত্রী  খালেদা জিয়া ডাল-ভাত খাওয়াতেও ব্যর্থ হয়েছিলেন : শেখ হাসিনা আসমানে যাইওনারে বন্ধু খ্যাত গায়ক পাগলা হাসান পথ দুর্ঘটনায় নিহত মুজিবনগর সরকার এবং বাংলাদেশের স্বাধীনতা একই সূত্রে গাঁথা : রাষ্ট্রদূত ইমরান ওয়ারেন স্টোরে শিশুকে অশালীনভাবে স্পর্শ, যুবক গ্রেফতার এমএসইউ লাইব্রেরীতে যৌন দৃষ্টিভঙ্গি ভিত্তিক ঘৃণ্য অপরাধের তদন্ত করছে পুলিশ  সাত-সেকেন্ডের দ্বন্দ্বে পুলিশের গুলিতে নিহত কিশোর শিব মন্দিরে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ আজ পহেলা বৈশাখ-১৪৩১

ভারতে খেলতে গেল রংপুরের ফুটবলকন্যারা 

  • আপলোড সময় : ০৪-০৫-২০২৩ ১১:৫২:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৫-২০২৩ ১১:৫২:২১ পূর্বাহ্ন
ভারতে খেলতে গেল রংপুরের ফুটবলকন্যারা 
রংপুর, ০৪ মে (ঢাকা পোস্ট) : ভারতের একটি ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে দেশ ছেড়েছেন ফুটবলকন্যাদের গ্রামখ্যাত রংপুরের সদ্যপুষ্কুরিনীর মেয়েরা। ইতোমধ্যে সদ্যপুষ্কুরিনী যুব স্পোর্টিং ক্লাবের হয়ে ১৪ জন ফুটবলার কুচবিহারের দেওয়ানগঞ্জে পৌঁছে গেছেন। আজ (৪ মে) সকালে তারা বাংলাদেশ ছেড়ে যান।
জানা গেছে, বাংলাদেশের প্রতিনিধি হিসেবে রংপুরের মেয়েরা দেওয়ানগঞ্জ কোচিং ক্যাম্প নকআউট টুর্নামেন্ট-২০২৩ এ অংশ নেবেন। আগামী ৭ মে বিকাল সাড়ে ৪টায় তারা গোমটু ভুটানের মুখোমুখি হবেন। জয়ের লক্ষ্যেই ওই টুর্নামেন্টে অংশগ্রহণের কথা জানিয়েছে ক্লাবের প্রশিক্ষক ও খেলোয়াড়রা।
সদ্যপুষ্কুরিনী যুব স্পোর্টিং ক্লাবের অধিনায়ক সুলতানা আক্তার বলেন, ‘আমরা রংপুরের হয়ে খেললেও সবাই আমাদেরকে বাংলাদেশের মেয়ে হিসেবেই দেখবে। আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে লাল-সবুজের জয় ও সম্মানের জন্য খেলব ইনশা-আল্লাহ। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’
সুলতানাদের কোচ মিলন মিয়া বলেন, ‘ক্লাব থেকে ১৪ জন খেলোয়াড়কে নিয়ে সীমিত পরিসরে এবার ভারত সফরে যাচ্ছি। সবাইকে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আর্থিক সংকটের কারণে সম্ভব হচ্ছে না। তবে আমাদের মেয়েরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। আশা করছি আমরা চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরব ইনশা-আল্লাহ।’
প্রসঙ্গত, সদ্যপুষ্কুরিনী রংপুর সদরের একটি ইউনিয়ন। শহর থেকে ১৭ কিলোমিটার দূরে হলেও ইউনিয়নে দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে ফুটবল। আর সেই জনপ্রিয়তা আসছে এখানকার ফুটবলকন্যাদের হাত ধরে। এক অজপাড়াগাঁ থেকে জাতীয় নারী ফুটবল দলসহ বিভিন্ন অনূর্ধ্ব দল ও ক্লাবে এখন পর্যন্ত খেলছেন ১৭ জন। ২০১১ সালে প্রথম বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে এ গ্রামের ৪০ জন ক্ষুদে কিশোরী ফুটবল খেলা শুরু করেন। ওই বছরই পালিচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নারী ফুটবলাররা রংপুর বিভাগের হয়ে নেতৃত্ব দিয়ে রানার্স আপ হয়। পরের বছরই দেশসেরা ফুটবল দল হয় তারা। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স