আমেরিকা , বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫ , ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ডেমোক্র্যাটিক পার্টির ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ড. শাহীন হাসান সাউথফিল্ড ফ্রিওয়েতে রোলওভার দুর্ঘটনায় চালকের মৃত্যু করের অর্থে ট্রাম্পের অভিষেকে যোগ দেন হ্যামট্রাম্যাকের মেয়র ও তিন কাউন্সিলম্যান টরেন্টো বিমানবন্দরে যাত্রীসহ উল্টে গেল ডেল্টা জেট, আহত ১৮ মিশিগানে কনজ্যুমারস এনার্জি প্ল্যান্টে আগুন জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কাজ করছে স্টার্লিং হাইটস দক্ষিণ-পশ্চিম ডেট্রয়েটে ভূগর্ভস্থ  পানির পাইপ লাইন ভেঙে বন্যা ওয়ালমার্টে চুরি : বিচারকের অভিনব দন্ড! দরিদ্রদের সাহায্য করতে ইসলামিক গ্রুপের প্রথম পদক্ষেপ হচ্ছে খাদ্য প্রস্তুতি মেট্রো ডেট্রয়েটে প্রত্যাশিত তুষারপাতের পরিমাণ হ্রাস ৩ শিশু বছরের পর বছর ধরে 'সম্পূর্ণ  নোংরা' অবস্থায় একা বাস করেছিল মেট্রো ডেট্রয়েটে জল এবং পয়ঃনিষ্কাশনের মূল্যবৃদ্ধিতে ১০ বছরের মধ্যে রেকর্ড হচ্ছে পরিবেশ রক্ষাকে দুর্বল করায় ট্রাম্পের সমালোচনায় সমাবেশকারীরা শিব মন্দিরে আনন্দ উচ্ছাসে ভ্যালেন্টাইন্স ডে উদযাপন প্রথম বছরে মিশিগানে প্রায় ৩০০ বন্দুক বাজেয়াপ্ত করা হয়েছে মিশিগানে ইনফ্লুয়েঞ্জায় দুই শিশুর মৃত্যু ভ্যালেন্টাইনস ডে কার্ড পেয়ে খুশি মিশিগানের প্রবীণরা আজ মিশিগানের কিছু অংশে আরও ৮ ইঞ্চি পর্যন্ত তুষারপাতের সম্ভাবনা  ডেট্রয়েটে জোড়া খুন :  সন্দেহভাজন গ্রেপ্তার মনরো কাউন্টিতে বার্ড ফ্লু শনাক্ত 

নবীগঞ্জে নির্দেশনা অমান্য করে চলছেই জনতার বাজার পশুরহাট॥ ব্যবস্থা নিচ্ছেনা প্রশাসন!

  • আপলোড সময় : ১৫-০২-২০২৫ ১১:৫৪:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০২-২০২৫ ১১:৫৯:৪৪ পূর্বাহ্ন
নবীগঞ্জে নির্দেশনা অমান্য করে চলছেই জনতার বাজার পশুরহাট॥ ব্যবস্থা নিচ্ছেনা প্রশাসন!
নবীগঞ্জ, ১৫ ফেব্রুয়ারী : নবীগঞ্জে জনতার বাজার পশুরহাট অপসারণে জেলা প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে অবৈধভাবে পশুর হাট বসিয়েই যাচ্ছে জনতার বাজার পরিচালনা কমিটি। পশুরহাটের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে সৃষ্টি হয় যানজটের। বাজার পরিচালনা কমিটির এহেন কাণ্ডে তাদের খুঁটির জোর নিয়েও প্রশ্ন উঠেছে। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসনকে ম্যানেজ করেই অবৈধভাবে পশুরহাট চালিয়ে যাচ্ছে জনতার বাজার পরিচালনা কমিটি এমন গুঞ্জন সর্বত্র। তবে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
শনিবার (১৫ ফেব্রুয়ারী) তৃতীয়বারের মতো সারাদিন ঢাকা-সিলেট মহাসড়ক ঘেঁষা নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের অবৈধ জনতার বাজার পশুরহাটে গরু-ছাগল বেচা কেনা হয়। 
জানা যায়, মামলা সংক্রান্ত জটিলতায় ইজারা দিতে না পারা জনতার বাজারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আদায় করা হতো হাসিল। রশিদের মাধ্যমে ওঠা টাকা জমা হতো সরকারি কোষাগারে। সিলেটের বৃহত্তম পশুর হাট নবীগঞ্জ উপজেলার দিনারপুরের জনতার বাজারে প্রতি বছর কোটি টাকার গরু-ছাগল বিক্রি হয়। তবে নিয়মনীতির তোয়াক্কা না করে রশিদ ছাড়াও হাসিল আদায়ের অভিযোগ দীর্ঘদিনের।  গত ৭ জানুয়ারি হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জনতার বাজার পশুরহাট অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়- অবৈধভাবে স্থাপিত জনতার বাজার পশুর হাট জনসাধারণের চলাচলের সুবিধার্থে ৩১ জানুয়ারির মধ্যে অপসারণ করার জন্য এবং উক্ত স্থানে পুনরায় বাজার স্থাপন করা হলে মহাসড়ক আইন, ২০২১ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে সতর্কীকরণ বিজ্ঞপ্তির বিলবোর্ড-সাইনবোর্ড সাটানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়। এরপর জনতার বাজার অপসারণে জেলা প্রশাসনের নিদের্শনার কথা উল্লেখ করে সতর্কীকরণ বিজ্ঞপ্তির সাইনবোর্ড সাটানো হয়। সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়- কোনো ব্যক্তি সরকারের অনুমতি ছাড়া কোনো হাট পরিচালনা করলে বা অবৈধভাবে হাট পরিচালনায় সহযোগীতা করলে অথবা মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে হাট-বাজার আইন ২০২৩ ও মহাসড়ক আইন ২০২১ অনুসারে দন্ডনীয় অপরাধ হবে। আইন অমান্যকারীকে সংশ্লিষ্ট আইন মোতাবেক কারাদন্ড এবং অর্থদন্ড প্রদান করা হবে। গত (২৮ জানুয়ারী) মঙ্গলবার দিবাগত রাতে জনতার বাজার পশুরহাট অপসারণে প্রশাসন কর্তৃক সাটানো সতর্কীকরণ বিজ্ঞপ্তির সাইনবোর্ড ছিঁড়ে ফেলে কে বা কারা। 
শনিবার সরেজমিনে ঘুরে দেখা যায়, জনতার বাজার পশুরহাটে প্রায় ৫ হাজার গরু ছাগল নিয়ে আসেন বিক্রেতারা। পশুরহাটকে কেন্দ্র করে সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা থেকে বাজারে আসেন ক্রেতারা। বাজারের একটি অংশে জনতার বাজার পরিচালনা কমিটির লোকজনকে অবস্থান করতে দেখা যায়।  ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে আলাপকালে জানা যায় শনিবার বাজারে প্রায় ৩ শতাধিক গরু-ছাগল ক্রয়-বিক্রয় হয়েছে। পশুরহাটের কারণে গরু নিয়ে আসা গাড়ির ও মানুষের ভিড়ে ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। 
চুনারুঘাট থেকে বাজারে আসা আছকির মিয়া বলেন, জনতার বাজারে গরু কিনতে এসেছিলাম, রশিদ না দেওয়ার কারণে গরু ক্রয় করিনি।
মৌলভীবাজার সদর উপজেলার আথানগিরি এলাকার গরু বিক্রেতা কদ্দুছ মিয়া বলেন, আমি আমার বাড়িতে দীর্ঘদিন ধরে ৩টি গরু লালন-পালন করি, বাজারে নিয়ে এসেছিলাম গরু বিক্রি করার জন্য, ২টি বিক্রি করেছি, ১টি গরু দাম-ধর হলেও রশিদ না দিতে পারার কারণে বিক্রি করতে পারিনি। 
এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, জনতার বাজার পশুরহাটে আমাদের পক্ষ থেকে কোন ধরণের হাসিল আদায় করা হয়না, হাসিল আদায় না হলে, আস্তে-আস্তে বাজার অপসারণ হয়ে যাবে। তিনি বলেন, গত (৮ ফেব্রুয়ারী) জনতার বাজার পশুরহাট পরিচালনা কমিটি টাকার বিনিময় যদি পশু ক্রয়-বিক্রয়ের প্রত্যয়ণপত্র দিয়ে থাকে তাহলে জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রত্যাশাকে হতাশায় পরিণত করা যাবে না

প্রত্যাশাকে হতাশায় পরিণত করা যাবে না