মাধবপুর, (হবিগঞ্জ) ১৭ ফেব্রুয়ারী : উপজেলার সৈয়দ সঈদ উদ্দিন হাইস্কুল এন্ড কলেজে সায়হাম গ্রুপের সৌজন্যে ও সার্বিক সহযোগিতায় এবং জাতীয় অন্ধ কল্যাণ সমিতি মৌলভীবাজার শাখার উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। তিন হাজার রোগী চিকিৎসা নেন। এরমধ্যে পাঁচ শতাধিক অপারেশনের জন্য নির্বাচিত করা হয়।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় উপজেলার নোয়াপাড়ায় সৈয়দ সঈদ উদ্দিন হাইস্কুল এন্ড কলেজ মাঠে মাধবপুর উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান সায়হাম গ্রুপের পরিচালক এস এফ এ এম শাহজাহান এর সভাপতিত্বে চুক্ষ শিবিরের উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ বিন কাশেম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ ইমরুল হাসান, সায়হাম গ্রুপের পরিচালক সৈয়দ একে এম সেলিম, জাতীয় অন্ধ কল্যাণ সমিতির আউটডোর সুপারভাইজার আব্দুল মান্নান। বক্তব্য রাখেন মাধবপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মানিক, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ সোহেল, সাবেক উপজেলারভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ,ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, প্রেসক্লাবের সাবেক আলাউদ্দিন আল রনি প্রমূখ।
সায়হাম গ্রুপ ১৯৮৭ সাল হতে লায়ন্স ক্লাবের মাধ্যমের এই চক্ষু চিকিৎসা শিবির কার্যক্রম শুরু করে দীর্ঘ এই দিনে প্রায় ৮০ হাজার রোগী চিকিৎসা হয় এবং চোখে ছানী পড়া ৮ হাজার রোগীর চিকিৎসা হয়। মাধবপুরের আশপাশের ৬টি উপজেলার চোখের রোগীরা চিকিৎসা সেবা পাচ্ছেন।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan