সিলেট, ২২ ফেব্রুয়ারী : সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল। শুক্রবার সকাল সাড়ে আটটায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে এসে বাবৌযুপ সিলেট অঞ্চল এর প্রতিষ্ঠাতা সভাপতি উৎফল বড়ুয়া বলেন, সালাম, বরকত, রফিক জব্বার, শফিউরসহ নাম নাজানা অনেক
অনেক বীর আমাদের বাংলা ভাষার জন্য আত্মত্যাগ করেছিলেন। তাদের সেই ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের মায়ের ভাষায় কথা বলার অধিকার।
রাত ১২টা ১ মিনিটে অর্থাৎ অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহিদ মিনার বাস্তবায়ন পরিষদের মাধ্যমে শুরু হয় শ্রদ্ধা নিবেদন কার্যক্রম। এর আগেই নগরের চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে। শহীদ মিনারমুখী জনতার স্রোত থাকলেও ছিল শৃঙ্খলা। বরাবরের ন্যায় শৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে বেগ পেতে হয়নি। জনতা ফুল হাতে লাইনে দাঁড়িয়ে একে একে শ্রদ্ধা নিবেদন করেন।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan