লন্ডন, ১ মার্চ : অর্গানাইজেশন ফর দ্যা রিকগনিশন অফ বাংলা এজ এ্যান অফিসিয়াল ল্যাংগুয়েজ অফ দ্যা ইউনাইটেড নেশন্ স পোর্টসমাউথ কমিটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও এক মনোজ্ঞ গীতি নাট্যের আয়োজন করে।
ইংল্যান্ডের পোর্টসমাউথ শহরের বাকলেন্ড কমিউনিটি সেন্টারে গত ২৩ ফেব্রুয়ারী আয়োজিত উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পোর্টসমাউথ শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মাসউদ আহমেদ ও পরিচালনা করেন পোর্টসমাউথ শাখার সম্পাদক তানজাম সুয়েব।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পোর্টসমাউথ লর্ড মেয়র জেসন ফাজাকেরলী, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন অর্গানাইজেশন ফর দ্যা রিকগনিশন অফ বাংলা এজ এ্যান অফিসিয়াল ল্যাংগুয়েজ অফ দ্যা ইউনাইটেড নেশন্ স কেন্দ্রীয় কমিটি মহাসচিব তফাজ্জল হোসেন চৌধুরী ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পোর্টসমাউথ কাউন্সিল লিডার -ক্রিস আতওয়েল, কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আব্দুল লতিফ জেপি, ফয়জুর রহমান চৌধুরী এমবিই, আরজু মিয়া এমবিই, আব্দুল মুমিন চৌধুরী ও শহীদুল হক চৌধুরী।
উল্লেখ্য অর্গানাইজেশন ফর দ্যা রিকগনিশন অফ বাংলা এজ এ্যান অফিসিয়াল ল্যাংগুয়েজ অফ দ্যা ইউনাইটেড নেশন্ স এর কেন্দ্রীয় কমিটির মেম্বার সেক্রেটারি তফাজ্জল হোসেন চৌধুরীর নেতৃত্বে বাংলাকে জাতি সংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি প্রদানের ক্যাম্পিং করে যাচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan