মাধবপুর (হবিগঞ্জ) ৩ মার্চ : মাধবপুর যাত্রী সেজে ব্যাটারিচালিত বিভাটেক চালকের হাত পা বেধে নির্জন স্থানে ফেলে রেখে ছিনতাইর ঘটনায় জনতার সহায়তায় ৪দু র্বৃত্তকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হল উপজেলার কমলানগর গ্রামের আশরাফ উদ্দিন(২৮), একই গ্রামের মোঃ রনি মিয়া (২৮), মাধবপুর পৌর শহরের জসিম মিয়া (২২) এবং উপজেলার উত্তর বেজুরা গ্রামের আরমান মিয়া (২২)।
উপজেলার রাজাপুর গ্রামের বিভাটেক চালক সোহেল মিয়া জানান, গত রোববার দুপুরে মাধবপুর থেকে উল্লেখিত ৪ যুবক উপজেলার নোয়াপাড়া চা বাগানে যাওয়ার কথা বলে যাত্রী সেজে তার বিভাটেকে উঠে।চা বাগানের নির্জন এলাকায় পৌছুলে ছিনতাইকারী যাত্রীরা তার হাত, পা, মুখ বেধে গাড়ি নিয়ে পালায় তারা। পরে চা বাগানে কর্মরত এক চা শ্রমিক তাকে বাধা অবস্থায় দেখে উদ্ধার করে। তার কাছ থেকে ঘটনার বিবরণ শুনে শ্রমিকরা বাগান ঘেরাও করে বিভাটেকসহ ৪ ছিনতাইকারীকে আটক করে। নোয়াপাড়া চা বাগানের সহকারী ম্যানেজার সোহাগ মাহমুদ জানান, পরে মাধবপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ দুর্বৃত্তদের থানায় নিয়ে যায়। মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, এ ব্যাপারে সোহেল মিয়া ৪ যুবককের মামলা দায়ের করলে সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan