আমেরিকা , রবিবার, ০৯ মার্চ ২০২৫ , ২৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে ডেট্রয়েটে বিক্ষোভ রাষ্ট্রদূত হিসেবে হ্যামট্রাম্যাকের মেয়রকে নিয়োগ দিলেন ট্রাম্প ঢাকায় নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীর বিশাল মিছিল হিজবুত তাহরীরকে পুলিশ সদর দপ্তরের কঠোর হুঁশিয়ারি উত্তরা থেকে হিযবুত তাহরীরের তিন সদস্য গ্রেপ্তার আজ ঐতিহাসিক ৭ মার্চ দক্ষিণ-পূর্ব মিশিগানে বাতাসের সতর্কতা জারি দেশে ফিরেছেন সেনাপ্রধান ফেডের বিতাড়নের প্রতিবাদে দক্ষিণ পশ্চিম ডেট্রয়েটে বিক্ষোভ ম্যাকিনাক আইল্যান্ড ফেরি সার্ভিস চুক্তি নিয়ে বিরোধ মামলায় রূপ পেয়েছে ইউএম ওপেনএআই’র নতুন ৫০ মিলিয়ন গবেষণা কনসোর্টিয়ামে যোগদান করেছে বিস্ফোরক নিরস্ত্রীকরণে মধ্যপ্রাচ্যে যাচ্ছে মিশিগান ন্যাশনাল গার্ড কোম্পানি গাঁজা, ভ্যাপ বিজ্ঞাপনের স্থান সীমিত করেছে ডেট্রয়েট সিটি কাউন্সিল  ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ১৩ বছর পর বিচারের মুখোমুখি নর্থ ক্যারোলাইনার এক ব্যক্তি কিশোরীকে অনুপযুক্ত টেক্সট বার্তা : ডেট্রয়েট পুলিশ অফিসার গ্রেফতার ডেটিং অ্যাপের প্রলোভনে ওয়ারেন সশস্ত্র ডাকাতি, গ্রেফতার ৪ বৃষ্টি, উষ্ণ তাপমাত্রা, তারপর নামতে পারে শীত হাসিনার বিচার না হওয়া পর্যন্ত  নির্বাচন হবে না : সারজিস আলম গুয়াকামোল বিবাদে চিপটল কর্মীকে গুলি, ডেট্রয়েটের এক ব্যক্তির কারাদণ্ড
পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ঢাকায় নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীর বিশাল মিছিল

  • আপলোড সময় : ০৭-০৩-২০২৫ ০৬:৪২:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৩-২০২৫ ০৬:৪২:০৮ পূর্বাহ্ন
ঢাকায় নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীর বিশাল মিছিল
ঢাকা, ৭ মার্চ (ঢাকা পোস্ট) : আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতার মধ্যেই মার্চ ফর খিলাফা কর্মসূচির অংশ হিসেবে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্‌রীর মিছিল করেছে । শুক্রবার জুম্মার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে এই কর্মসূচি শুরু করে সংগঠনটির কয়েক হাজার সমর্থক। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ মিছিল বের করে তারা।এক সময় পুলিশ টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে মিছিলটি পণ্ড করে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের পরপরই উত্তর গেটের সিঁড়িতে অবস্থান নেওয়া হিযবুত তাহ্‌রীরের কর্মীরা কালিমা খচিত ব্যানার উঁচিয়ে স্লোগান দিতে থাকে। “মার্চ ফর খিলাফা” কর্মসূচির অংশ হিসেবে কয়েকশো হিযবুত তাহরীরের সমর্থক পল্টনমুখী মিছিল বের করলে পুলিশ তাদের বাধা দেয়। কিন্তু জনবল কম থাকায় তারা সফল হয়নি। মিছিলটি প্রথমে নির্বিঘ্নে কিছুক্ষণ চলে। পরে পল্টন থেকে বিজয়নগরের দিকে যেতে থাকলে পুলিশের বাধার সম্মুখীন হয়। পুলিশ প্রতিবন্ধকতা সৃষ্টি করলে, হিযবুত তাহরীরের কর্মীরা পাল্টা ধাওয়া দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। এতে মিছিলকারীরা এক দফা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে তারা আবারও একত্রিত হয়ে মিছিল শুরু করলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে এবং সংঘর্ষের এক পর্যায়ে হিযবুত তাহরীরের কর্মীদের ইট-পাটকেল ছুঁড়তে দেখা যায়। কিছু সময়ের জন্য মিছিলটি আরও বিশৃঙ্খলার দিকে চলে গেলে পুলিশকে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করতে দেখা যায়। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে।

একপর্যায়ে পুলিশের সঙ্গে যোগ দেন সেনাবাহিনীর সদস্যরা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটাও করা হয়।  এ সময় পুলিশ সেনা সদস্যরা ১৫-২০ জনকে আটক করে। পুলিশের সঙ্গে সংঘর্ষের একপর্যায়ে তাদের আটক করা হয়। প্রাথমিকভাবে আটককৃতদের মধ্যে আবু শোয়াইব, মাশফিউর রহমান, আশফাকসহ কয়েকজনের নাম জানা গেলেও বাকিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ছত্রভঙ্গ হিযবুত তাহ্‌রীর সদস্যরা বিভিন্ন গলিতে প্রবেশ করলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের ধাওয়া দেন। পুলিশের বাধার প্রথম দিকে তারা সড়কে অবস্থান করলেও পরে আর কাউকে সড়কে দেখা যায়নি। পরে পুরানা পল্টন থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন।  
পুলিশের রমনা বিভাগের পদস্থ এক কর্মকর্তা বলেন, রায়তুল মোকাররম এলাকায় হিযবুত তাহ্‌রীরকে বাধা দেওয়া হয়নি। কেননা, সেখানে অনেক মুসল্লি ছিলেন। তাদের হালকা বাধা দিয়ে পুরানা পল্টন ও বিজয়নগরের দিকে বের করে আনা হয়। সেখানে সাধারণ মানুষ থাকায় এই এলাকাতেই তাদের প্রতিরোধ করা হয়।
এই কর্মকর্তা আরও বলেন, হিযবুতকে ছত্রভঙ্গ করতে বেশ কিছু সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছোড়া হয়েছে। পুলিশের কয়েকটি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনীও এতে অংশ নেয়।
বেলা ২টা ২০ মিনিটের দিকে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এর আগে আজ শুক্রবার জুমার নামাজের পর পুলিশের বাধা অতিক্রম করে ‘মার্চ ফর খিলাফত’ ব্যানারে মিছিল বের করে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্‌রীর। রাজধানীর পুরানা পল্টনে বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ মিছিল করে তারা। তাদের কর্মসূচিকে কেন্দ্র করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকাল থেকেই পুলিশ ও সেনাবাহিনী সতর্ক অবস্থানে ছিল। এত নিরাপত্তার মধ্যেও বায়তুল মোকাররম থেকে মিছিল বের করে পুরানা পল্টনের দিকে যায় সংগঠনের সদস্যরা।শুরুতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দিলেও তা অতিক্রম করে মিছিল নিয়ে এগোতে থাকে তারা। বেলা ২টার দিকে মিছিলটি বিজয়নগর এলাকায় অবস্থান করে।
হিযবুত তাহ্‌রীর ‘মার্চ ফর খিলাফত’ নিয়ে পুলিশ সদর দপ্তর এক বার্তায় জানিয়েছে, হিযবুত তাহ্‌রীর একটি নিষিদ্ধঘোষিত সংগঠন। আইন অনুযায়ী এদের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।
২০০৯ সালের ২২ অক্টোবর তৎকালীন সরকার হিযবুত তাহ্‌রীরকে নিষিদ্ধ ঘোষণা করে। তবে সাম্প্রতিক সময়ে সংগঠনটি আবার প্রকাশ্যে কার্যক্রম চালাতে শুরু করেছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন থেকে তারা নানা দাবিতে মিছিল ও গোলটেবিল বৈঠক করেছে, এমনকি চট্টগ্রামেও কর্মসূচি পালন করেছে।
আজ শুক্রবার সংগঠনটি রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে মার্চ ফর খিলাফত কর্মসূচির ঘোষণা দেয়। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে পোস্টার লাগিয়ে ও লিফলেট বিতরণের মাধ্যমে তারা প্রচারণা চালায়।
এই কর্মসূচিতে নিষেধাজ্ঞা জারি করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক বিবৃতিতে জানায়, ‘সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ অনুযায়ী নিষিদ্ধঘোষিত যেকোনো সংগঠনের সভা, সমাবেশ, মিছিল, পোস্টার-লিফলেট বিতরণ ও প্রচারণা শাস্তিযোগ্য অপরাধ। হিযবুত তাহ্‌রীর যদি এই নিষেধাজ্ঞা অমান্য করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে, বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে সংগঠনটির তিনজন সদস্যকে গ্রেপ্তার করে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান জানিয়েছেন, নিষিদ্ধ এই সংগঠনের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে রমজান উপলক্ষে বিএএসজের খাদ্যসামগ্রী বিতরণ

আটলান্টিক সিটিতে রমজান উপলক্ষে বিএএসজের খাদ্যসামগ্রী বিতরণ