মাধবপুর, (হবিগঞ্জ) ১০ মার্চ : মাধবপুরের মাদারগড়ায় অবস্থিত এসএম স্পিনিং মিলে অগ্নিকান্ড সংঘটিত হয়েছে। রবিবার (৯ মার্চ) বিকাল ৫ টার দিকে স্পিনিং মিলের একটি গোডাউনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট দুইঘন্টার চেষ্টায় রাত ৮টায় দিকে আআগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
মাধবপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার রাকিব উদ্দিন ভূইয়া জানান, ৫ টা ২১ মিনিটে তারা এসএম স্পিনিং মিলে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ২ টি অগ্নিনির্বাপক ইউনিট নিয়ে সেখানে পৌঁছান। হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জ থেকে আরো ২ টি নির্বাপক ইউনিট আসে। ৪ টি ইউনিটের প্রচেষ্টায় সন্ধ্যায় আগুন সম্পুর্ন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে গোডাউনে থাকা বিপুল পরিমান তুলা পুড়ে যায়। এ ঘটনায় কেউ আহত হননি। ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষণিকভাবে নিরূপন করা সম্ভব হয়নি বলেও জানিয়েছেন।
এসএম স্পিনিংয়ের জিএম আবুল বাশার জানান, রোববার কারখানার তুলার গুদামে কালো ধোয়া ও আগুন জ্বলতে দেখা যায়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা তুলার পুরো গুদামে ছড়িয়ে পড়ে। এতে গুদামে রক্ষিত প্রায় ৫শ মেট্রিকটন তুলা পড়ে গেছে। খবর হবিগঞ্জ, শায়েস্তাগন্জ মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে এনেছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ১০ কোটি টাকা ছাড়িয়ে যাবে। চট্টগ্রাম বন্দর থেকে আজ এসব তুলা মিলের গোডাউনে এসে পৌঁছে ছিল।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan