আমেরিকা , বুধবার, ১২ মার্চ ২০২৫ , ২৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমএসইউ ৪ বিলিয়ন ডলারের তহবিল সংগ্রহ অভিযান শুরু করেছে মিশিগানে দুটি গৃহপালিত বিড়াল এইচ৫এন১ ভাইরাসে আক্রান্ত ট্রয়ে হাইপারবারিক চেম্বার বিস্ফোরণে শিশুর মৃত্যু, অভিযুক্ত ৪ ডেট্রয়েটে বাড়ির বেসমেন্ট থেকে দুজনের লাশ উদ্ধার ১৮৯২ সালে লেক সুপিরিয়রে ডুবে যাওয়া জাহাজের সন্ধান ডিয়ারবর্ন হাইটসের মেয়রকে তিউনিসিয়ায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিলেন ট্রাম্প ওয়ারেনে গার্হস্থ্য সহিংসতার জেরে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন মিথ্যা ও বিদ্বেষপ্রসূত : আইএসপিআর ট্রয়ে হাইপারবারিক অক্সিজেন চেম্বার বিস্ফোরণে শিশু মৃত্যুর ঘটনায় গ্রেফতার ৪ রাজধানীতে হাবিবুল্লাহ বাহার কলেজের ভাইস প্রিন্সিপাল খুন ফার্নডেলে গুলি করে ডেট্রয়েটের এক ব্যক্তিকে হত্যা পরবর্তী মহামারীর ঝুঁকিতে মিশিগান ট্রাম্পের বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে ডেট্রয়েটে বিক্ষোভ রাষ্ট্রদূত হিসেবে হ্যামট্রাম্যাকের মেয়রকে নিয়োগ দিলেন ট্রাম্প ঢাকায় নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীর বিশাল মিছিল হিজবুত তাহরীরকে পুলিশ সদর দপ্তরের কঠোর হুঁশিয়ারি উত্তরা থেকে হিযবুত তাহরীরের তিন সদস্য গ্রেপ্তার আজ ঐতিহাসিক ৭ মার্চ দক্ষিণ-পূর্ব মিশিগানে বাতাসের সতর্কতা জারি দেশে ফিরেছেন সেনাপ্রধান
ড. মোহাম্মদ জহিরুল হক এর শোক

সাবেক এমপি ভাষা সৈনিক চৌধুরী আব্দুল হাই আর নেই

  • আপলোড সময় : ১১-০৩-২০২৫ ০১:২৩:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৫ ০১:২৩:১১ অপরাহ্ন
সাবেক এমপি ভাষা সৈনিক চৌধুরী আব্দুল হাই আর নেই
হবিগঞ্জ, ১১ মার্চ : হবিগঞ্জ-৩ আসনের সাবেক এমপি, ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, ২৮ পঞ্চায়েত সভাপতি চৌধুরী আব্দুল হাই আর নেই।  মঙ্গলবার (১১ মার্চ) বাংলাদেশ সময় সকাল প্রায় ৯টা ৪০ মিনিটের সময় আমেরিকার নিউইয়র্কের একটি হাসপাতালে তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁকে যুক্তরাষ্ট্রেই দাফন করা হবে বলে পারিবারিকসূত্রে জানা গেছে। জানাজা ও দাফনের সময়সূচী পরবর্তিতে জানানো হবে।
তিনি ১৯৩৯ সালের ২১ মার্চ হবিগঞ্জ সদর উপজেলার বড় বহুলা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। বাবা মৃত চৌধুরী আব্দুল গণি ও মা মরহুমা আছিয়া খাতুন চৌধুরী। তিনি হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৫৪ সালে সাধারণ ও অতিরিক্ত গণিতে লেটার মার্কসহ প্রথম বিভাগে মেট্রিক পাস করেন। ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন ডিগ্রি লাভ করেন। ১৯৬৩ সালে বার কাউন্সিলে ও হবিগঞ্জ অ্যাডভোকেট সমিতিতে এনরোলড হন।
১৯৬৫ সালে তিনি রাজনীতিতে যোগদান করে ভাসানী ন্যাপের হবিগঞ্জ মহকুমার সেক্রেটারির দায়িত্ব পালন করেন। ১৯৬৭ সালে তিনি মোজাফ্ফর ন্যাপে যোগদান করে হবিগঞ্জে সভাপতির দায়িত্ব চালিয়ে যান। ১৯৮৬-৮৭ সালে আট দলীয় জোটের প্রার্থী হিসেবে বিপুল ভোটে হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।
১৯৯৬ সালে প্রত্যক্ষ রাজনীতি থেকে তিনি অবসর গ্রহণ করে সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয়, বিভিন্ন অধিকার আদায় আন্দোলনে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ এবং হবিগঞ্জবাসীর সুখ-দুঃখের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখেন। তিনি ভ্রমণ করেছেন ভারত, থাইল্যান্ড, সোভিয়েত ইউনিয়ন (বর্তমানে রাশিয়া) ও আমেরিকা। তিনি একজন ত্যাগী ভাষাসংগ্রামী। তার যুগান্তকারী ভূমিকায় ভাষা আন্দোলনে হবিগঞ্জের ছাত্ররা সোচ্চার হয়ে উঠেছিল।
হবিগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছাত্ররা বাংলা ভাষার স্বীকৃতির দাবিতে শুরু করেন আন্দোলন। এ সময় তিনি ছাত্রদের মধ্যে প্রিয়মুখ হয়ে ওঠেন। সবার সার্বিক সহযোগিতায় হবিগঞ্জের ছাত্র-জনতা মিলে যখন আন্দোলনে ব্যস্ত, ঠিক সে মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়া থেকে ভাষাসংগ্রামী মো. আবিদ আলী হবিগঞ্জে আসেন এবং চৌধুরী আব্দুল হাইকে সঙ্গে নিয়ে কোর্টস্টেশন রোড এলাকায় প্রথম সভা আহ্বান করেন। একপর্যায়ে ঢাকায় এসে ভাষাসংগ্রামীদের সঙ্গে তিনিও আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। 
তিনি মুক্তিযুদ্ধেরও সংগঠক। হবিগঞ্জ জেলা বারের সভাপতি ও সেক্রেটারি ছিলেন। তিনি হবিগঞ্জের প্রিয়মুখের একজন। তার মৃত্যুর খবরে দেশ-বিদেশে শোকের ছায়া নেমে এসেছে।

ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক এর শোক
প্রাক্তন সংসদ সদস্য, ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট চৌধুরী আব্দুল হাই এর মৃত্যুতে গভীর শোক ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক। 
সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে তিনি মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বলেন, “অ্যাডভোকেট চৌধুরী আব্দুল হাই একজন প্রতিথযশা আইনজীবী বা রাজনীতিবিদই ছিলেন না; উনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয় একজন ভালো মানুষ ও পরোপোকারী যাকে যেকোনো সংকট ও সমস্যায় পাশে পাওয়া যেতো। হবিগঞ্জের বিভিন্ন ন্যায্য দাবী আদায়, সালিশের মাধ্যমে বিভিন্ন সামাজিক সমস্যার সমাধান, অধিকারহীন ও বঞ্চিত মানুষের পাশে থেকে তিনি সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন। তাঁর মৃত্যুতে হবিগঞ্জ তথা বাংলাদেশ একজন দক্ষ ও অভিজ্ঞ আইনজীবী, সৎ রাজনীতিবিদ ও সর্বজনশ্রদ্ধেয় সামাজিক ব্যক্তিত্বকে হারালো। আমি হারালাম আমার একজন অভিভাবক ও সত্যিকারের শুভাকাংখী ও প্রেরণাদানকারী। তাঁর মৃত্যু আমাদের হবিগঞ্জ তথা দেশের জন্য এক বিরাট ক্ষতি। মহান আল্লাহ যেনো উনাকে বেহেশত নসিব করেন।”  

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এমএসইউ ৪ বিলিয়ন ডলারের তহবিল সংগ্রহ অভিযান শুরু করেছে

এমএসইউ ৪ বিলিয়ন ডলারের তহবিল সংগ্রহ অভিযান শুরু করেছে