যশোরে ত্রৈমাসিক শব্দকথা'র মোড়ক উন্মোচন
-
আপলোড সময় :
০৭-০৫-২০২৩ ০২:২০:২৫ অপরাহ্ন
-
আপডেট সময় :
০৭-০৫-২০২৩ ০২:২০:২৫ অপরাহ্ন
যশোর, ০৭ মে : মনসুর আহমেদ সম্পাদিত ত্রৈমাসিক শব্দকথার সাহিত্য আড্ডা ও কবি হেলাল হাফিজ সংখ্যার মোড়ক উন্মোচন যশোরে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭মে) সন্ধ্যায় বিশিষ্ট শিশুসাহিত্যিক জিএম মুছার সভাপতিত্বে কবি অমীয় কাশেম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও কলামিস্ট আমিরুল ইসলাম রন্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন, কবি ও কথাসাহিত্যিক হারুন অর রশিদ, কবি কাজী নুর, কবি অরুণ বর্মন, কবি শরিফুল আলম, কবি রহিম বাদশাহ, কবি এমএ কাশেম অমিয়, সাংবাদিক দেওয়ান মোরশেদ, কবি সঞ্জয় নন্দী প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan
কমেন্ট বক্স