ওয়ারেন, ১৬ মার্চ : মিশিগানে বাংলা গণমাধ্যমে প্রতিনিধিত্বকারী সংগঠন ‘বাংলা প্রেসক্লাব’ মিশিগান এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার ওয়ারেন শহরের বিসমিল্লাহ রেস্টুরেন্টে এ আয়োজন সম্পন্ন হয়। ইফতারের আগে ক্লাবের সহসভাপতি সেলিম আহমদ-এর সভাপতিত্বে ও সেক্রেটারি আশিকুর রহমানের সঞ্চালনায় ক্লাবের বিভিন্ন কার্ক্রম এবং ভবিষ্যৎ কর্পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এসময় বক্তব্যে রাখেন প্রেস ক্লাব নেতৃবৃন্দ। পরে বিশ্ববাসীর শান্তি, সমৃদ্ধি ও ভ্রাতৃত্ববোধের জন্য বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সাংবাদিক সুলায়মান আল মাহমুদ।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan