গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কনভেনর কমিউনিটি লিডার ও সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর এর সভাপতিত্বে এবং সদস্য সচিব ড. মুজিবুর রহমানের পরিচালনায় ‘প্রবাসীদের ক্ষমতায়ন: অধিকার, স্বীকৃতি ও জাতি গঠন - একটি এনআরবি প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় কি নোট স্পিকার হিসেবে মূল বক্তব্য উপস্থাপন করেন বিলেতের ইমিগ্র্যাশন জাজ সলিসিটর বেলায়েত হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব ও সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, নিউহ্যাম কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলর রহিমা রহমান, সংগঠন এর কো- কনভেনর মসুদ আহমদ, টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর সিরাজুল ইসলাম, গ্রেটার সিলেট কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, কমিউনিটি ব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যবসায়ী সিরাজ হক, সাবেক সিভিক মেয়র কাউন্সিলার পারভেজ আহমদ, কাউন্সিলর রিতা ইসলাম, কেবিনেট মেম্বার কাউন্সিলার আবু তালহা চৌধুরী, সংগঠনের সাউথ ইস্ট রিজিওনের কনভেনর হারুনুর রশিদ, কো- কনভেনর জামাল হোসেন, সিনিয়র জয়েন্ট কনভেনর মোঃ তাজুল ইসলাম, লন্ডন বাংলা প্রেসক্লাবের সেক্রেটারি তাইছির মাহমুদ, সোসাইটি অব ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস এর সভাপতি ব্যারিস্টার আব্দুল গাফফার, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা, ওয়ার্ক পারমিট ক্লাউডের সত্ত্বাধিকারী ব্যারিস্টার লুৎফুর রহমান, সাবেক স্পিকার আহবাব হোসাইন, ৭১ এর বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা, বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের সেক্রেটারি গুলজার খান, ট্রেজারার আখলাক আহমদ, ব্যারিস্টার মাসুদ আহমদ চৌধুরী, সাংবাদিক রহমত আলী, সাংবাদিক খালেদ মাসুদ রনি, মানব টিভি সম্পাদক সাংবাদিক সাঈদ চৌধুরী, ড. আজিজুল আম্বিয়া ও ড. আজমল চৌধুরী প্রমুখ ।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজনৈতিক সংগঠক আব্দুল মুকিত, পাইলট সাব্বির করিম , বর্নবাদ বিরোধী আন্দোলনের কর্মী আব্দুল মুকিত ও আব্দুস সাত্তার ,মিসবাহুজ্জামান সোহেল, সালেহ গজনবী, দেওয়ান নজরুল ইসলাম, সাংবাদিক তবারক হোসেন, সাংবাদিক সাকির হোসেন, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র সেন্ট্রাল কমিটির সদস্য ও সাউথ ইস্ট রিজিয়নের জয়েন্ট কনভেনর শিপার রেজাউল করিম, নুরুল ইসলাম, বেলাল হোসেন, হেলেন ইসলাম, শাহ শাফি কাদির, আব্দুর রুউফ তালুকদার, সাদিক আহমদ, কদর উদ্দিন, আব্দুর রহিম রঞ্জু, সৈয়দ সায়েম করিম, আব্দুল বাসিত রফি, আজম আলী, জাহাঙ্গীর হোসেন, বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের সাবেক ট্রেজারার আজম খাঁন, ব্যারিস্টার আব্দুস শহীদ, ব্যারিস্টার মাহবুবুর রহমান, ব্যারিস্টার এনামুল হক, যুব সংগঠক শামসুল ইসলাম সলফী, সাবেক কাউন্সিলর শাহ আলম, প্রফেসর আব্দুল হাই, আতিক রাহনান, শানূর আলী, বেলাল হোসেন, একাউন্ট্যান্ট ওলিউর রহমান, আবুল কালাম, মোঃ শামসুল ইসলাম, তৌরিস মিয়া, আফসার হোসাইন, সৈয়দা নাজমিন সুলতানা শিখা, শেখ নুরুল ইসলাম .সাংস্কৃতিক কর্মী মাহফুজা তালুকদার ,ডঃ আজিজুল আম্বিয়া, নাজমা হোসাইন, শেখ আব্দুর রুউফ তালুকদার, হাফিজ জিলু খান, মোঃ ফজলু মিয়া, সালেহ আহমদ, নূর আহমদ, মোঃ লোকমান হোসেন, সামিউল, আব্দুল সাত্তার, সাকির চৌধুরী, মোহাম্মদ চৌধুরী, মোঃ জুনায়েত রিয়াজ, মোঃ বদরুল ইসলাম মোস্তাক, ফয়েজ আহমদ, মোঃ জিয়াউর রহমান, শাহ মুনিম, তুহিন আহমদ, মাইনুর রহমান তুহেল, দেওয়ান সালাম স্বাধীন, মোঃ জাহিদ হোসেন প্রমুখ।

সেমিনারে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পিজিক্সে অধ্যয়ণরত সাইমুর মুজিব রহমান, ইকোনমিক্স এন্ড ম্যানেজমেন্টে অধ্যয়নরত মুক্তাদির আহমদ, ম্যাথসে অধ্যয়নরত তাহসিন এবং হিস্ট্রি এন্ড ফিলোসপিতে অধ্যয়নরত আমিরুল ইসলাম প্রবাসীদের ক্ষমতায়ন ও বাংলাদেশ গঠনে কি নোটের উপর তাদের মতামত তুলে ধরেন। প্রবাসী কমিউনিটি ও মেইনস্ট্রিম রাজনীতির সর্বস্তরের নেতৃবৃন্দের উপস্থিতিতে ইফতার মাহফিল এক মিলন মেলায় রূপ নেয়। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন আলহাজ্ব হাফিজ মো: জিলু খাঁন।
সভায় বক্তারা প্রবাসীদের ভোটাধিকার প্রদানের মাধ্যমে তাদের ক্ষমতায়নের প্রথম ধাপ সূচিত হতে পারে বলে সেমিনারে অভিমত ব্যক্ত করেন। সেমিনারে মূল প্রবন্ধে প্রবাসীদের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়ন এবং বাংলাদেশের জাতি গঠনে কমিউনিটির বিভিন্ন সেক্টরের প্রতিনিধির সমন্বয়ে একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা যেতে পারে। প্রয়োজনে এই গ্ৰুপে বিভিন্ন সময়ে যার যার ক্ষেত্রে প্রতিষ্ঠিত ও দক্ষতাসম্পন্ন পেশাজীবীদের কাছ থেকে পরামর্শ গ্রহণের মাধ্যমে সমস্যা চিহ্নিত করে সমাধানের কার্যকর পন্থা বের করা সম্ভব হবে।
কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দ ও শুভাকাঙ্খীদের উপস্থিত হয়ে ইফতার ও আলোচনা সভাকে সফল করে তুলার জন্য সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে সাউথ ইস্ট রিজিওনের কনভেনর হারুনুর রশিদ ও উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর।
সভাপতির বক্তব্যে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কনভেনর মোহাম্মদ মকিস মনসুর হাইকমিশনার প্রতিনিধি, সম্মানিত সকলঅতিথিবৃন্দসহ আমাদের সংগঠনের যারা অর্থ প্রদান করেছেন এবং পোগ্রাম সফল করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সংগঠনের আগামী দিনের পথচলায় সবার সার্বিক সহযোগিতা কামনা করে সেমিনার এর সমাপ্তি ঘোষণা করেন।
 
 
 
  নিজস্ব প্রতিনিধি :
 নিজস্ব প্রতিনিধি :  
                                 
  
  
  
  
  
  
  
                            
                             
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
  
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                