ঢাকা, ২৪ মার্চ : দেশে যেকোনও মুহূর্তে জরুরি অবস্থা জারির বিষয়টি গুজব বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। সোমবার (২৪ মার্চ) সমুদ্র পথে অবৈধভাবে অস্ট্রেলিয়া যাওয়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে এসওপি (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর) সই শেষে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
জরুরি অবস্থা সংক্রান্ত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র সচিব বলেন, ‘এ সম্পর্কে আমার কোনো কমেন্ট নেই। এগুলো গসিপ। দুয়েকজন কথা বলছেন।’ তিনি বলেন, ‘আমাদের যেভাবে কাজ আছে সেটা আমরা জারি রাখব। সেভাবেই চলতে থাকবে। আমার দু’জন অফিসার সারারাত ঘুরে বেড়াচ্ছেন, দেখছেন। আমরা সতর্ক আছি, পুলিশ সতর্ক আছে। আমরা সবাই চেষ্টা করছি যেন স্থিতিশীলতা আছে। সেটা যেন অব্যাহত থাকে।’
পবিত্র ঈদুল ফিতরের সময় নয় দিনের দীর্ঘ ছুটি উল্লেখ করে স্বরাষ্ট্র সচিব আরও বলেন, ‘আমরা ভিজিলেন্সি একটুও কমাইনি। শুধু যে পুলিশের সাধারণ টহল হচ্ছে তাই নয়, আমাদের মন্ত্রণালয় থেকে একটি তালিকা করা আছে, প্রতিরাতে দু’জন অফিসার ঢাকা শহরে টহল কতদূর হচ্ছে না হচ্ছে, সেটা তারা সরাসরি গিয়ে দেখছেন। আমরা সতর্ক রয়েছি।’
নাসিমুল গনি বলেন, ‘বরাবর ঈদের সময় যে নিরাপত্তা ব্যবস্থাগুলো নেওয়া হয় তার সবগুলোই এবারও নেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা সতর্ক থাকব, যেন অপ্রীতিকর কিছু না ঘটে।’ কোনো হুমকি আছে কিনা?- জানতে চাইলে স্বরাষ্ট্র সচিব বলেন, ‘আমার কাছে এমন তথ্য নেই।’
এর আগে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া সরকারের মধ্যে সমুদ্রপথে বাংলাদেশ থেকে অবৈধভাবে অস্ট্রেলিয়া গমনকারীদের দ্রুত প্রত্যাবর্তন সংক্রান্ত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর ফর দ্য রিটার্ন অব বাংলাদেশি সিটিজেন্স টু বাংলাদেশ স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan