আমেরিকা , বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫ , ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাউথগেটে বাড়িতে বিস্ফোরণে নিহত ১, আহত ১ বাংলাদেশসহ যেসব দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করলেন ট্রাম্প  মিশিগানে দ্বিতীয় হামে আক্রান্ত রোগী শনাক্ত সিলেটে সাবেক এমপি ও মেয়রের বাসায় হামলা, ভাঙচুর প্রথমবার বৈঠকে বসছেন ড. ইউনূস ও নরেন্দ্র মো‌দী ওয়েইন কাউন্টি ট্রেজারার অফিস ভবনে বোমা হামলার হুমকি দুই দফা ভারী বৃষ্টিপাতের পর মেট্রো ডেট্রয়েটে বন্যার আশঙ্কা আজ ফার্মিংটন হিলসে বাড়িতে আগুন লেগে ৪ পুলিশ কর্মকর্তাসহ ১২ জন আহত নর্থ মিশিগানে ভয়াবহ তুষার ঝড় : ১০টি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা  ইস্ট ডেট্রয়েটে অ্যাপার্টমেন্ট ভবনে সম্ভাব্য বিস্ফোরণে ১৩ জন আহত পথের ভুলে গুয়াতেমালার এক নারী নির্বাসনের মুখোমুখি ঐতিহাসিক তুষার ঝড়ে বিপর্যস্ত মিশিগানের উত্তরাঞ্চল, বিদ্যুৎহীন ৯০ হাজার মানুষ মিশিগানে এবার একইদিনে ঐক্যবদ্ধ  ঈদুল ফিতর উদযাপনে বাড়তি আনন্দ  যুক্তরাষ্ট্রে আজ ঈদ সৌদি আরবে ঈদ রোববার চীন সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা স্থানীয় স্বাস্থ্য বিভাগ থেকে কোটি কোটি ডলার কোভিড তহবিল প্রত্যাহার করবে ট্রাম্প প্রশাসন স্পিরিট এয়ারলাইন্স ডেট্রয়েট থেকে আরও ১৫টি নন-স্টপ রুট যোগ করেছে ওয়ারেনে গাঁজার দোকান খোলার অনুমতি দিল সিটি কাউন্সিল  শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
ইউএস-বাংলাদেশ এডভোকেচি কাউন্সিলের ইফতার ও আলোচনা সভায় বক্তারা

একটি মহল বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে

  • আপলোড সময় : ২৮-০৩-২০২৫ ১২:৫৩:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৩-২০২৫ ১২:৫৩:৪৯ পূর্বাহ্ন
একটি মহল বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে
ভার্জিনিয়া, ২৮ মার্চ : গত ২২ মার্চ ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স এ ইউএস-বাংলাদেশ এডভোকেচি কাউন্সিল(ইউবেক) এর উদ্যোগে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কবি, লেখক ও সংগঠক সামছুদ্দীন মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভার্জিনিয়া স্টেট সিনেটর সাদ্দাম সেলিম, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন নিউজার্সীর মনমাউথ ইউনিভার্সিটি, সোসাল ওয়ার্ক বিভাগের ডীন প্রফেসর ডঃ গোলাম এম মাতবর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্বের সর্ববৃহৎ সংগঠন আইইই এর সাবেক প্রেসিডেন্ট ও ভার্জিনিয়া টেক এর প্রফেসর ডঃ সাইফুর রহমান, মেজর(অবঃ) রুহুল চৌধুরী, মেজর (অবঃ) মনজুরুল হক, ডাঃ মাকসুমুল হাকিম, ডঃ নজরুল ইসলাম, মেজর (অবঃ) সাফায়াত আহমেদ, সাবেক সচিব জমির আহমেদ, ডিসিইএর কোঅর্ডিনেটর ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিরন চৌধুরী, বাংলাদেশ এমেরিকান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও ম্যারিল্যান্ড ডেমোক্রেট নেতা হাসান চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী রিপন আহমেদ, কমিউনিটির পরিচিত মুখ রিয়েলটর দিন খালেদ, আর্কিটেক্ট মুশফেক রহমান ও ইঞ্জিনিয়ার মিজান রহমান।
অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন সাইবার সিকিউরিটি এনালিস্ট ও এডভাইজার ইঞ্জিনিয়ার খুরশিদ সাব্বির ও সার্বিক তত্তাবধানে ছিলেন এম্পায়ার হোম হেলথ সার্ভিসের স্বত্তাধিকারী স্যাম রিয়া।  
দুপর্বের অনুষ্টানে প্রথমে দোয়া পরিচালনা করেন খুরশিদ সাব্বির। তারপর অতিথিদের জন্য নানা প্রকারের ইফতারের আয়োজন করে এম্পায়ার হোম হেলথ সার্ভিস এবং এর কর্ণধার স্যাম রিয়া ও তাবাস্সুম রহমান, সুরাইয়াস কিচেনের স্বত্তাধিকারী নাজনিন সাব্বির ও হাসান চৌধুরী।
দ্বিতীয় পর্বে বর্তমান সমসাময়িক বিষয় নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ আলোচনা সভায় প্রধান অতিথি সিনেটর সাদ্দাম সেলিম আগামী প্রজন্মকে বেশী বেশী স্থানীয় রাজনীতিতে অংশগ্রহনের আহবান জানান। এতে ইউএস-বাংলাদেশ এডভোকেচি কাউন্সিল বিশেষ ভুমিকা পালন করতে পারে বলে তিনি অভিমত প্রদান করেন। তিনি বলেন, বর্তমান বাংলাদেশে সরকারকে বিতর্কিত করার চেষ্টা চলছে মনে হয়। বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিষয়টা ব্যাপক প্রচার হচ্ছে, শুনেছি এ বিষয়ে একটি কংগ্রেশনাল শুণানীর ও প্রস্ততি চলছে, অথচ আমি বিভিন্ন অথেনটিক মাধ্যম থেকে জানতে পেরেছি বর্তমান সময়ে হিন্দু ও অন্যন্য ধর্মীয় সম্প্রদায় খুবই ভালো আছে। তিনি এ বিষয়টি নিয়ে ডেমোক্রেটিক ফোরামে আলোচনা করবেন বলে জানান।

অনুষ্ঠানে প্রধান বক্তা ডঃ গোলাম মাতবর বলেন, বর্তমানে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি পুর্বের যেকোন সরকারের চেয়ে ভাল অবস্থানে আছে। আমাদের দেশে কাউকে আমরা হিন্দু মুসলিম বলে বিভাজন করতে পারিনা। আমরা সবাই বাংলাদেশী। এখানে একক কোন ধর্মীয় সম্প্রদায়ের নাম নেওয়া মানে তাদের ছোট করা। তিনি এ সরকারের বিভিন্ন সাফল্য তুলে ধরে বলেন, বর্তমানে ৪০ টাকায় পেয়াজ পাওয়া যায়। পুর্বের সরকারের সহযোগিরা বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি ইউএস-বাংলাদেশ এডভোকেচি কাউন্সিলকে যথার্থ এডভোকেচির মাধ্যমে সরকারের বিরুদ্ধে এসকল যড়যন্ত্রের জবাব প্রদানের আহবান জানান।
ডঃ সাইফুর রহমান বলেন, অতীত সরকারের অবৈধ কালো টাকার দৌরাত্ম্য এখনো কমেনি। এখানে বসে কিছু লোক বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এদের প্রতিহত করতে হবে। বর্তমান ইউনুস সরকার, গত সাত মাসে যা করেছে রাজনৈতিক সরকারগুলি ৭ বছরেও তা করতে সক্ষম হয়নি। কেবল জিনিসপত্রের দাম কমেনি,পুর্বের সরকারের বিলিয়ন বিলিয়ন ডলার তসরুফের পরেও রিজার্ভ ঠিক রাখা, বৈদেশিক ঋণ হালনাগাদ করা, অর্থনীতির একটা ভারসাম্য আনয়ন সম্ভব হয়েছে। তিনি ইউএস- বাংলাদেশ এডভোকেচি কাউন্সিলকে বর্তমান সরকারকে সহায়তা প্রদানের আহবান জানান।
মেজর (অবঃ) রুহুল চৌধুরী বলেন, একটা গ্রুপ খালি নির্বাচন নির্বাচন করে গলা শুকিয়ে ফেলছে। পতিত ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশে সেনাশাসন আসছে, সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, জঙ্গীবাদের উত্থান  হচ্ছে ইত্যাদি বলে অপপ্রচার করছে। ইনশায়াল্লাহ এসকল অপপ্রচারের বিরদ্ধে ঔক্যবন্ধ ভাবে ইউবেক কাজ করবে।
মেজর (অবঃ) মনজুরুল হক বলেন, বর্তমান সরকারের ভালো কাজগুলি কেউ তুলে ধরেনা। তাছাড়া এ সরকারের মধ্যেও ভারতীয় দালালরা ঢুকে পড়েছে। তিনি ঐক্যবব্ধভাবে এদের মোকাবেলা করার আহবান জানান।

ডাঃ মাকসুমুল হাকিম বলেন, বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ কিছুতে মেনে নেয়া হবেনা। পতিত স্বৈচারারের দোশরদের আমরা কঠোরভাবে মোকাবেলা করবো।
মেজ (অবঃ) সাফায়াত আহমেদ বলেন, আমাদের চোখ কান খোলা রাখতে হবে। শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে। তাকে ফিরিয়ে নিয়ে বিচারের মুখোমুখি করতে হবে।
সভাপতির বক্তব্যে সামছুদ্দীন মাহমুদ সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ইউএস-বাংলাদেশ এডভোকেচি কাউন্সিল(ইউবেক) গঠিত হয়েছে এই ভারতীয় আধিপত্যবাদ এর বিরুদ্ধে অবস্থান নেওয়ার, পতিত স্বৈরাচারের দোশরদের বিভিন্ন অপপ্রচার রোধ করার জন্য এবং যেকোন গনতান্ত্রিক সরকারকে সহায়তা করার জন্য। এই এডভোচি কাউন্সিলের মাধ্যমে ইউএস সরকারের বিভিন্ন মহলে বাংলাদেশের বর্তমান সঠিক অবস্থা গুলি তুলে ধরা হবে। সে সাথে বর্তমানে হিন্দু নির্যাতনের ধুয়া তুলে আমাদের হিন্দু ভাইদের ছোট করা হচ্ছে তার বিরুদ্ধে জনমত গড়ে তোলা হবে। বাংলাদেশে কোন সংখ্যালঘু নেই, আমরা সবাই বাংলাদেশী। তিনি জানান শ্রীঘ্রই ইউএস-বাংলাদেশ এডভোকেচি কাউন্সিল(ইউবেক) সকল মহলকে একত্রিত করে এর পুর্ণাঙ্গ কার্যক্রম শুরু করবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে দুই মাসে ৬ টি ডাকাতি

ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে দুই মাসে ৬ টি ডাকাতি