ওয়ারেন, ৩০ মার্চ : ‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ…’। এক মাস সিয়াম সাধনার পর আনন্দের আবহ নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর। আজ রোববার ও আগামীকাল সোমবার যুক্তরাষ্ট্রে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। তবে রোববার যুক্তরাষ্ট্রে অবস্থানরত বেশিরভাগ মানুষ ঈদ উদযাপন করবেন। ঈদুল ফিতর উদযাপনের জন্য ইতোমধ্যে মিশিগানসহ বিভিন্ন স্টেটে মুসলিম সম্প্রদায়ের মানুষের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
প্রবাসী বাংলাদেশিরাও দেশীয় আমেজে উৎসব ঈদুল আযহা উদযাপন করবে। বিভিন্ন অঙ্গরাজ্যে বাংলাদেশি পরিচালিত মসজিদ, মসজিদ সংলগ্ন মাঠ এবং পার্কে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রজুড়ে বাংলাদেশিদের পরিচালনাধীন মসজিদ বা তৎসংলগ্ন মাঠে ঈদ জামাত করার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশি ধর্মপ্রাণ মুসল্লিরা। সকাল ৮টা থেকে শুরু হবে জামাত এবং মসজিদগুলোতে পর্যায়ক্রমে চলবে সকাল সাড়ে ১১টা পর্যন্ত।
এদিকে যুক্তরাষ্ট্রের জনবহুল ও বাংলাদেশি অধুষ্যিত নিউইয়র্ক নিউ জার্সি, পেনসিলভানিয়া, ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, ম্যাসাচুসেটস, কানেকটিকাট, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, ওহাইও, ইলিনয়স, কলারাডো, ডেলাওয়ার, জর্জিয়া, কানসাস, ম্যারিল্যান্ড, সাউথ ক্যারোলিনা, ওয়াশিংটন ও কেন্টাকি’র বিভিন্ন মসজিদ ও ইসলামিক সেন্টার ও খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে খবর পাওয়া গেছে।
ঈদ মোবারক
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুপ্রভাত মিশিগানের অগণিত পাঠক, লেখক, পৃষ্ঠপোষক, বিজ্ঞাপনদাতাসহ শুভানুধ্যায়ীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। পবিত্র ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল, সুখ, শান্তি ও সমৃদ্ধি।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan