হবিগঞ্জ, ২ এপ্রিল : বাহুবল উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১২ গ্রামের গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। আহতদের বাহুবল, হবিগঞ্জ এবং সিলেটের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
১ এপ্রিল ( মঙ্গলবার) স্থানীয় বানিয়াগাও গ্রামের জনৈক যুবকের সাথে তুচ্ছ বিষয় নিয়ে চারগাও গ্রামের এক যুবকের হাতাহাতি হয়। এর জের ধরে
উভয় গ্রামের লোকজন মাইকে ঘোষণা দিয়ে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পরে আশেপাশের আরও ১০ গ্রামের লোকজনের সংঘর্ষে অংশ নেয়।সংঘর্ষ চলাকালে মিরপুর বাজারে কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়। সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া সংঘর্ষ চলে রাত ৯টা পর্যন্ত।
সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে আইন শৃঙ্খলা বাহিনীকে হিমশিম খেতে হয়। এমনটিই জানিয়েছেন বাহুবল থানার এক পুলিশ কর্মকর্তা। পরে আরো অকিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan