আমেরিকা , রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ , ৩০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েট সিটি কাউন্সিল ৩ বিলিয়ন ডলারের বাজেট পাস করেছে পহেলা বৈশাখ আমাদের সম্প্রীতির অন্যতম প্রতীক ডেট্রয়েটের সহিংস অপরাধের শিকারদের সম্মানে ভিজিল ইংকস্টারে ট্রাক থেকে গুলিবিদ্ধ দুই লাশ উদ্ধার নির্বাচনের লক্ষ্যে প্রধান উপদেষ্টার দ্রুত সংস্কারের তাগিদ প্রধান উপদেষ্টার জ্যাকসন কাউন্টি শেরিফের অফিস রাজ্যে প্রথম আইসিই চুক্তি স্বাক্ষর করেছে গার্ডেন সিটি ম্যাসাজ পার্লারে হামলা, অগ্নিকাণ্ডে আহত ২, গ্রেফতার ১ মন্টক্যাম কাউন্টিতে হামে আক্রান্তের ঘটনা মিশিগানে চতুর্থ চারুকলায় আগুনে পুড়ল ‘ফ্যাসিস্টের প্রতিকৃতি’ এমএসইউতে বিক্ষোভের ঘটনায় ১৯ ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী গ্রেপ্তার আর্টেমিস অ্যাকর্ডে যুক্ত হওয়ায় বাংলাদেশকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র মিশিগানের এসিএলইউ  ছাত্র ভিসা পুনর্বহালের জন্য মামলা করেছে বদলে গেলো ‘মঙ্গল শোভাযাত্রার’ নাম ফ্যাক্টরি জিরো ডেট্রয়েট-হ্যামট্রাম্যাক প্ল্যান্টে ২০০ কর্মী ছাঁটাই করবে জিএম বাংলাদেশের নাম পরিবর্তন চায় ইসলামী আন্দোলন দেশের সব মাদরাসায় দুই দিনব্যাপী বাংলা নববর্ষ উদযাপনের নির্দেশ আমরা মিশিগানের জন্য বিজয় নিয়ে বাড়ি আসব : ট্রাম্প  হুইটমারের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প, তবে গাড়ি শুল্ক থেকে পিছু হটেননি ইউনিভার্সিটি অব মিশিগানের ২২ শিক্ষার্থীর ভিসা, আইনি বসবাসের মর্যাদা বাতিল র‍্যাপ শিল্পী সাদা বেবি গ্রেপ্তার

এবসিকনের রাধাকৃষ্ণ মন্দিরের বাসন্তী পূজায় প্রাণের আমেজ 

  • আপলোড সময় : ০৮-০৪-২০২৫ ০২:১৯:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৪-২০২৫ ০২:১৯:৩৭ পূর্বাহ্ন
এবসিকনের রাধাকৃষ্ণ মন্দিরের বাসন্তী পূজায় প্রাণের আমেজ 
এবসিকন, ৮ এপ্রিল : নিউ জার্সি  রাজ্যের এবসিকন শহরে অবস্থিত রাধাকৃষ্ণ মন্দিরে গত তিন এপ্রিল,বৃহস্পতিবার থেকে সাত এপ্রিল, সোমবার পর্যন্ত বাসন্তী পুজো প্রাণের আমেজে উদযাপিত হয়। 
বাসন্তী পুজোর বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল পূজার্চনা, আরতি, ধর্মসভা, সংগীত অনুষ্ঠান, সিঁদুর খেলা ও অন্নপ্রসাদ আস্বাদন ।  পুরোহিত  রুবেল চক্রবর্তী তিথি অনুসারে পূজার যাবতীয় শাস্ত্রীয় কর্মযজ্ঞ সম্পাদন করেন।

সুদূর প্রবাসে এ যেন বসন্তের মধ্যেও শরতের আমেজ! আর এই আমেজ একমাত্র আনে আদি দূর্গাপুজো। আদি দুর্গাপুজোই হল বাসন্তী পুজো। স্মরণাতীত কাল থেকে এই পুজো হয়ে আসছে। কিন্তু কালে কালে শারদীয়ার বাড়বাড়ন্তে, বসন্তিকার আরাধনা অনেকটাই ম্লান। পুরাণ অনুযায়ী, সমাধি নামক বৈশ্যের সঙ্গে মিলে রাজ্য-হারানো রাজা সুরথ বসন্তকালে ঋষি মেধসের আশ্রমে মূর্তি গড়ে দেবী দুর্গার আরাধনা করেন, যা পরে বাসন্তী পূজা নামে প্রসিদ্ধ হয়। বাংলা চৈত্রমাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে হয় বাসন্তী পুজো। বাসন্তী পুজোকেই বাঙালি হিন্দুদের আসল দুর্গাপুজো বলে মনে করা হয়। শাস্ত্র অনুসারে এই বছর দেবীর আসা যাওয়া দুটোই হাতিতে। দেবীর গজ বাহন শাস্ত্রমতে অত্যন্ত শুভ। 
বাসন্তী পুজো ঘিরে শারদোৎসবের আমেজ ছিল এবসিকন শহরে ।আবালবৃদ্ধবনিতার বাহারি সাজ ও নয়নাভিরাম পোশাক-আশাকে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণ হয়ে উঠেছিল উৎসবের রঙে রঙিন। প্রবাসী হিন্দুদের সব পথ এসে যেন মিশেছিল মন্দির প্রাঙ্গণে। তারা সারাক্ষণ মেতে ছিলেন আনন্দযজ্ঞে।

আটলান্টিক কাউন্টির প্রবাসী বাংগালি হিন্দুরা মেতে ছিলেন শ্রী শ্রী বাসন্তী পুজোর হরেক আয়োজনে। বাসন্তী পুজোর রঙে রঙিন হয়ে উঠেছিল এবসিকন শহর । সনাতনী হিন্দু সম্প্রদায়ের মনে- প্রাণে ও ঘরে ঘরে উৎসাহ- উদ্দীপনা, আনন্দ- উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো । পুজোর ক’টা দিন ঢাক-ঢোল, কাঁসর আর উলুধ্বনিতে মুখরিত ছিল মন্দির প্রাঙ্গণ।
এবসিকন শহরে বাসন্তী পূজা আয়োজনের মাধ্যমে এটাই প্রমাণিত হয় যে, সুদূর প্রবাসেও বাঙালি হিন্দুরা তার আদি দুর্গাপুজোকে কোনওদিনই পুরোপুরি ভুলে যায়নি। সে এখনও দুর্গাপুজোর আদিরূপ বাসন্তী পুজোর আয়োজন করে।
বাসন্তী পুজোর এই কয়েক দিন প্রবাসী হিন্দুরা মেতে ছিল অনাবিল আনন্দে। আনন্দলোকের মঙ্গলালোকে অন্যরকম অনুভূতি আর ভিন্নতর ভালোবাসায় উদ্বেলিত হোক সকল প্রবাসী হিন্দুর মন-প্রাণ, এই ছিল সবার অন্তরের কামনা। বাসন্তী পুজোর আয়োজকদের পক্ষে লিটন ধর ,সুনীল দাশ ও বরুন তালুকদার বাসন্তী পুজো সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
আমরা অহিংসবাদ সম্প্রীতি ও হিংসা-বিদ্বেষ বিহীন দেশ গড়তে চাই : সেনাপ্রধান

আমরা অহিংসবাদ সম্প্রীতি ও হিংসা-বিদ্বেষ বিহীন দেশ গড়তে চাই : সেনাপ্রধান