আমেরিকা , বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫ , ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে অগ্নিকান্ডে একজন নিহত, দমকলকর্মী আহত বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন ব্রেন্ট ক্রাইস্টেনসেন গ্রাহক ফেরাতে ম্যাকডোনাল্ডসের দাম কমানোর কৌশল হ্যাজেল পার্কে মা-ছেলের লাশ উদ্ধার, হত্যাকাণ্ডের তদন্তে পুলিশ ঐতিহাসিক রায় : বিচার বিভাগের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরল সুপ্রিম কোর্টে স্কুল বাসের লাল বাতি অমান্য করলে এবার আর খালাস নেই : জরিমানা শুরু মিশিগানে আপেল উৎপাদনের পূর্বাভাস নিয়ে বিতর্ক রচেস্টার হিলসে হোটেল পার্কিং লটে গোলাগুলিতে নিহত ১, আহত ১ বর্ণিল অনুষ্ঠান ও সাংস্কৃতিক রঙে ভরল হ্যামট্রাম্যাক ডেট্রয়েটে শ্রমিক দিবসে ইউনিয়ন সদস্যদের ঐক্য প্রদর্শন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ হত্যা ও রাষ্ট্রদ্রোহসহ পাঁচ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন বিষয়ে হাইকোর্টের রুল লিভিংস্টন কাউন্টিতে বিমান বিধ্বস্ত, পাইলট গুরুতর আহত উদযাপনের রঙে ভেসে উঠল হ্যামট্রাম্যাক ট্রয়ে রেস্তোরাঁর বাইরে ছুরিকাঘাত, সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ পন্টিয়াকে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের তিনজন নিহত নেত্রকোনায় দু’পক্ষের সংঘর্ষ, সাবেক ইউপি সদস্যসহ নিহত ২ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হেনস্তাকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ, আহত অন্তত ৬০ সার্বিক পরিস্থিতিতে জরুরি বৈঠকে পুলিশ কর্মকর্তারা হ্যামট্রাম্যাকে গুলিতে দুইজন নিহত
মিশিগানের আয়না ইভেন্ট এন্ড ডেকোরেশন

অভিশপ্ত নামে ডাকলে আমাদের  ব্যবসা মাঠে মারা যাবে : তাহিরা লস্কর

  • আপলোড সময় : ১১-০৪-২০২৫ ০৩:২৬:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৪-২০২৫ ০৩:২৬:১৫ পূর্বাহ্ন
অভিশপ্ত নামে ডাকলে আমাদের  ব্যবসা মাঠে মারা যাবে : তাহিরা লস্কর
“আয়না ঘর বলবেন না ভাই, এতে আমেরিকায় আমাদের ব্যবসা মাঠে মারা যাবে” ভয়ার্ত কন্ঠে বললেন এক তরুণী। আমেরিকার মিশিগানে বসবাসরত এ তরুণীর নাম মিসেস তাহিরা লস্কর। মিশিগানে বসবাসরত বাংলাদেশীদের অনেকেই হয়তো চিনেন Aynaa Events décor team কে । নম্র ভদ্র এ তরুণী  সাবলীল বাংলায় সুন্দর গুছিয়ে কথা বলেন। 
দিনটি ছিল ৬ এপ্রিল রবিবার। উত্তর আমেরিকায় সাপ্তাহিক ছুটির দিন। আমি মুলত একটি ফেডারেল গভর্নমেন্ট প্রতিষ্ঠানে রাত ব্যাপি কাজ করে জীবিকা নির্বাহ করি। রবিবার আমার ছুটি থাকে না।
সেদিন বিশেষ কারণে ছুটি বদল করি। বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন থেকে মিশিগান অঙ্গরাজ্যে মোবাইল কনস্যুলেট সার্ভিস আসবে ১২/১৩ এপ্রিল ২০২৫। উদ্যোক্তারা প্রবাসীদেরকে  সুন্দর ও সুশৃঙ্খল ভাবে সার্ভিস পরিচালনার জন্য সাংবাদিক সম্মেলনের আয়োজন করে (বিগত কনস্যুলেট সার্ভিস নিয়ে ওয়াশিংটন দুতাবাস কর্তৃপক্ষ এবং  প্রবাসীদের বিস্তর অভিযোগ)।
সেখানে আমারও দাওয়াত ছিল। প্রোগ্রাম শেষ হয় রাত ১০ টায়। বাংলা প্রেস ক্লাব মিশিগানের সাবেক সভাপতি সৈয়দ সাহেদুল হক ভাই ফোন দিলেন। কামাল ভাই কোথায়? আমরা আপনার জন্য অপেক্ষা করছি রেস্টুরেন্টে। আরবি বর্ণমালার আদ্যাক্ষরে রেস্টুরেন্টটির নাম । আমার বাসায় ফেরার পথে যেহেতু রেস্টুরেন্ট, বললাম আসছি। পথিমধ্যে একজনকে  নামিয়ে দিতে গিয়ে একটু দেরি হয়ে যায়। আবার সৈয়দ সাহেদ ভাইয়ের ফোন। আমরা আপনার অপেক্ষায় এখনো বসে আছি ।
হন্ত দন্ত হয়ে রেস্টুরেন্টে গিয়ে ঢুকলাম। গিয়ে দেখি সাহেদ ভাইয়ের ডানে বসা ঢাকা বিশ্ববিদ্যালয় এ্যলামনাই এসোসিয়েশন অফ মিশিগান এর আহবায়ক, মিশিগান ডেমোক্রেটিক পার্টির অন্যতম দায়িত্বশীল  আজিজ আহমেদ মুরাদ, বাম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় এ্যলামনাই এসোসিয়েশন অফ মিশিগান এর আহবায়ক কমিটির সদস্য ও মিশিগানে অত্যন্ত সুপরিচিত মুখ, সমাজ সেবক এনজিও ব্যক্তিত্ব ফয়সল আহমদ চৌধুরী। উনাদের মাঝখানে বসা Aynaa Events décor এর পার্টনার ফারজানা ডালিয়ার স্বামী পন্নী ভাই। মুখ ভর্তি দাড়ি। শান্ত শিষ্ট অমায়িক ভদ্রলোক। আমি যাবার পর পন্নী ভাই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান। আমার খুব খারাপ লাগছে। সভ্যতা ভব্যতা বলে তো একটি কথা আছে। আমি আরেকটি চেয়ার টেনে বসতে চাচ্ছি। কিন্তু উনি উঠে চলে গেলেন। আমি বসলাম। 
পাশেই ঐতিহ্যবাহী গোয়াইনঘাট উপজেলা এসোসিয়েশন মিশিগান এর  সভা চলছে। প্রায় ২৫/ ৩০ জন নেতাকর্মী উপস্থিত। গোয়াইনঘাট উপজেলা এসোসিয়েশন এর সম্ভবত একজন উপদেষ্টা আমার কাছে এসে ব্যক্তিগত বিষয় নিয়ে একটু কথা বলে আবার উনার জায়গায় চলে গেলেন । এর মধ্যে সৈয়দ সাহেদ ও মুরাদ চৌধুরী  খাবারের অর্ডার দিলেন । আমি বললাম রাত অনেক, আমি কিছু খাব না। আমার হজমে সমস্যা হয়। আমাদের আড্ডায় উঠে আসে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর বিশ্ব ব্যাপী ট্যারিফ সংস্কার ।
মিশিগানে বসবাসরত বাংলাদেশীদের আর্থ সামাজিক পরিস্থিতির সম্ভাব্য ভবিষ্যৎ চিত্র। এখানে উল্লেখ্য যে, সৈয়দ সাহেদুল হক মিশিগান অঙ্গরাজ্যের ৩য় বৃহত্তম সিটি কর্পোরেশন, সিটি অব ওয়ারেন এর প্লানিং কমিশনের একজন সক্রিয় সদস্য ও প্রথিতযশা রিয়েলটর । ফয়সল আহমেদ ট্যাক্স রিভিউ কমিশনের সদস্য । আমেরিকার লোকাল গভর্নমেন্ট সম্পর্কে উনাদের আইডিয়া ও নলেজ আমার চেয়ে অনেক বেশি। আজিজ আহমেদ ষ্টেট পর্যায়ে ডেমোক্রেটিক পার্টির কার্যক্রমে অত্যন্ত সক্রিয়। আমাদের আড্ডার শেষ অধ্যায়ে ফারজানা ডালিয়া এক ট্রে ভর্তি কয়েক প্রকারের সুস্বাদু কেক নিয়ে হাজির। সাথেই জীবন সঙ্গী পন্নী ভাই। পন্নী ভাই এক এক করে ট্রে থেকে নামিয়ে আমাদের টেবিলে রাখছেন । ছোট্ট টেবিল জায়গা হচ্ছে না। এরপর আবার রিপন লস্কর আসলেন আরো কিছু কেক নিয়ে জোর দিয়ে বললেন, না খেলে নিয়ে যাবেন ।
আয়নার সাথে আমাদের একটি মধুর স্মৃতি জড়িয়ে আছে। বাংলা প্রেস ক্লাব মিশিগান এর সভাপতি সাহেদ ভাই ও সম্পাদক আমি থাকা কালে আমরা একটি কমিউনিটি সংলাপের আয়োজন করি । সংলাপের শিরোনাম ছিল “ প্রত্যাশা ও প্রাপ্তি” । মিশিগান অঙ্গরাজ্যের দল মত নির্বিশেষে সকল স্তরের নেতা কর্মী ও সামাজিক সংগঠনের দায়িত্ব শীলরা অংশগ্রহণ করে ছিলেন ।
শিরোনাম টিবিএন ২৪ মিশিগান প্রতিনিধি তোফায়েল রেজা সোহেল এর দেয়া ছিল ।
Aynaa Events & Décor NTV মিশিগান প্রতিনিধি সেলিম আহমদ ভাইয়ের অনুরোধে বিনা মূল্যে আমাদের পুরো প্রোগ্রামের ষ্টেইজ ডেকোরেশন থেকে লাইটিং সব করে দেন। এবং আমাদের পুরো আয়োজন কে প্রাণবন্ত করে তোলেন । সেদিন-ই তাদের পেশাদারিত্ব এবং অভিজ্ঞতার বাস্তব প্রমাণ পাই। এরপর তাদের সাথে আমার আর যোগাযোগ হয়নি, বেশ কয়েক বছর। আড্ডা শেষে আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাব। কাউন্টারে এসে বিল পরিশোধ করার জন্য সাহেদ ভাই ক্যাশিয়ার এর অপেক্ষা করছেন, আমি পিছনে পাশেই আজিজ আহমেদ। এর মধ্যে (তাহিরা লস্কর) তখনও নাম জানি নি এবং উনার স্বামী রিপন লস্কর কাউন্টারের সামনে দাঁড়ানো। সাহেদ  ভাই বললেন তোমাদের ব্যবসার নাম কি আয়না ঘর? সঙ্গে সঙ্গে তাহিরা লস্কর এর মুখে যেন এক অজানা আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্কার্ফে ঢাকা সুন্দর মুখ মন্ডল মুহূর্তে মলিন হয়ে যায়। না না ভাইয়া, এমন নাম বলবেন না। এতো এক অভিশপ্ত নাম । হাজারো মানুষের আর্তচিৎকার এবং কান্নার আওয়াজ। এ অভিশপ্ত নামে ডাকলে আমাদের ব্যবসা মাঠে মারা যাবে। পাশেই রিপন লস্কর এবং আজিজ ভাই মৃদু হাসছেন।
তাহিরা লস্কর পুনরায় বলছেন, আমাদের ব্যবসার নাম Aynaa Events & décor . আমি বাসায় এসে তাদের ওয়েবসাইটে গেলাম। প্রতিটি উদ্যোক্তাদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বাস্তবে তাদের আচার-আচরণ, তাদের পোশাক পরিচ্ছদ দেখে আমি বিমোহিত। মানুষের প্রতি তাদের সম্মান শ্রদ্ধাবোধ সত্যি অতুলনীয়। ব্যবসার প্রতি তাদের কমিটমেন্ট, দীর্ঘ সময় তাদের এক সাথে চলা সত্যি ই আমাদের কমিউনিটিতে এক বিরল দৃষ্টান্ত (মিশিগানে যখন মহিলা উদ্যোক্তাদের মধ্যে অনলাইন অফলাইনে কাঁদা ছোড়াছুড়ি নিত্যনৈমিত্তিক ব্যাপার)। পরস্পরের প্রতি তাদের অবিচল আস্থা ও বিশ্বাস তাদের ব্যবসা কে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে । এই তরুণীরা উচ্চ শিক্ষিত, সুদূরপ্রসারী পরিকল্পনাকারী, চিন্তাশীল ও আতিথেয়তার সকল স্তরের বিষয়ে অত্যন্ত মনযোগী ও পারদর্শী । তাদের শ্রম মেধা ও মননের সমন্বয়ে গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিতের জন্য তাঁরা প্রতিজ্ঞা বদ্ধ। প্রত্যেক সদস্যের আমেরিকার বিভিন্ন খ্যাতনামা বিশ্ব বিদ্যালয় থেকে প্রফেশনাল ডিগ্রি আছে। আয়না ইভেন্ট ম্যানেজমেন্ট এর প্রতিষ্ঠাতা সদস্য ফেরদৌসি জায়গিরদার ১৫ বছরের ইভেন্ট ম্যানেজমেন্ট ও ডিজাইন এ অভিজ্ঞতা সম্পন্ন। ওয়েইন ষ্টেট ইউনিভার্সিটি থেকে একাউন্টিং মার্কেটিং এবং কোঅপারেটিভ ব্যবসায় সনদ প্রাপ্ত। তাহিরা লস্কর (কো ফাউন্ডার) মিশিগান স্টেইট ইউনিভার্সিটি থেকে ডিজাইন এবং ব্যবসা ডেভেলপমেন্ট এ প্রফেশনাল সনদ প্রাপ্ত । ফারজানা ডালিয়া (কো ফাউন্ডার) ১০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ইভেন্ট ম্যানেজমেন্ট এবং ডেকোরেশন এর প্রফেশনাল সনদ প্রাপ্ত ।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
একটি মহল নির্বাচন বানচাল করতে চায় : সৈয়দ মো. ফয়সল

একটি মহল নির্বাচন বানচাল করতে চায় : সৈয়দ মো. ফয়সল