মাধবপুর, (হবিগঞ্জ) ১৩ এপ্রিল : জনগণের দোরগোড়ায় পুলিশের সেবা পৌঁছে দিতে মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন নিয়েছেন অভিনব কৌশল। রবিবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টায় মাধবপুর থানার আয়োজনে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নোয়াহাটি বাজারে সাধারণ মানুষের অভিযোগ শুনার জন্য উঠান বৈঠকের আয়োজন করা হয়। ওসি আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বৈঠকে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, তেলিয়াপাড়া (হরুষপুর) পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জয়পাল, শাহজাহানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: আলফাজ মিয়া, সেক্রেটারি মো: আবুল মিয়া , বিএনপি নেতা আবুল খায়ের মেম্বার, খেজুর খান প্রমূখ।
পরে ওসি আব্দুল্লাহ আল মামুন উপস্থিত সকলের সঙ্গে উন্মুক্ত আলোচনা করেন। সভাপতির বক্তব্যে ওসি বলেন, অপরাধী ও মাদক ব্যাবসায়ীদের আমি কোন ছাড় দিব না। আপনারা শুধু আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। আমি মাধবপুর থানাকে শতভাগ অপরাধ ও মাদকমুক্ত করবো ইনশাআল্লাহ।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan