মঙ্গল আনন্দে পূর্ব আকাশে
নব জীবনের বার্তা বিকাশে
অরুণ কিরণ পিঙ্গল বেশে
আসে ঐ আসে, নববর্ষ আসে।
বিশ্বমানবতাকে জানাচ্ছি শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, আর অশেষ ভালোবাসা।
জীবনের পথে এই নববর্ষে আমাদের সকলের এ-ই মঙ্গল যাত্রা শুভ হোক, এই নতুন জীবনের যাত্রা সুন্দর হোক আর আনন্দে ভরে থাকুক। আসুন আমরা সবাই এই পৃথিবীর সকল মানুষকে, সমগ্র মানবতাকে আমন্ত্রণ জানাই এই মঙ্গল যাত্রায় এক হতে, এই আনন্দ যাত্রায় পায়ে পা রেখে জীবনের পথে এগিয়ে যেতে।
নববর্ষের এ আয়োজন প্রাণের কথা বলে, মনকে নাচিয়ে তোলে। এর চেয়ে সুন্দর, সুরে, সংগীতে, নৃত্যে আর ছন্দে ভরে থাকা, হৃদয় ছুঁয়ে যাওয়া উদযাপন আর কি হতে পারে! উৎসবের অন্তর্নিহিত উপলব্ধি হলো আনন্দের ডানা মেলে হৃদয়কে উড়িয়ে দেওয়া, অন্যের হৃদয়কে ভরিয়ে তোলা, এই পৃথিবীটাকে, আমাদের সত্যিকারের মাকে আনন্দে মাতিয়ে তোলা।
এই পৃথিবীর আনন্দ যগ্যে আমরা এসেছি আরও আনন্দ যোগ করে এই বিশ্বকে ভরিয়ে দিতে, আনন্দে উদ্বেলিত করতে। জীবন মানেই হচ্ছে উদযাপন, জীবন মানেই হচ্ছে উৎসব, এই উৎসবকে প্রতিদিন নতুন করে সাজাতে হয়, তাকে সৃষ্টি করতে হয় আমাদের চিন্তা দিয়ে, ভাবনা দিয়ে, ভালোবাসা দিয়ে, এঁকে নিতে হয় আনন্দের রঙে, বিশ্বমানবতার কল্যানের জন্য, জগতের মংগলের জন্য।
আসুন আমরা এই বাংলা নববর্ষ উদযাপন, এর সৌন্দর্য, এর মঙ্গল বারতা এর অন্তর্নিহিত বাণী ছড়িয়ে দেই পৃথিবীর পথপ্রান্তে এবং এর ভালোবাসার বন্ধণে বেঁধে ফেলি সমগ্র মানবতাকে। শুভ হোক নববর্ষ, কল্যাণ হোক এ পৃথিবীর, আর সবদিক দিয়ে স্বার্থক হোক মানব জীবন। শুভ নববর্ষ।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan