ওয়ারেন, ১৮ এপ্রিল : হবিগঞ্জের কৃতি সন্তান, সাবেক ব্যাংকার, হবিগঞ্জ জেলা এসোসিয়েশন মিশিগানের উপদেষ্টা ও আসাল মিশিগানের প্রেসিডেন্ট সৈয়দ আলী রেজা ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি হেনরি ফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত বুধবার (১৬ মার্চ) রাত ৯টায় ব্রেইন স্ট্রোক করে তাঁর। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। চিকিৎসকরা নিয়মিত তার শারীরিক অবস্থার খেয়াল রাখছেন। কমিউনিটির সুপরিচিত মুখ আলী রেজার ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন তার সহকর্মী ও শুভাকাঙ্খীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন স্ট্যাটাসে নিজেদের উদ্বেগের কথা প্রকাশ করেছেন তারা। পরিবারের পক্ষ থেকে তাঁর সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan