হবিগঞ্জ, ১২ মে : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ১১ মে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার শানখলা ইউনিয়নের শাহাজী বাজার রাবার বাগান থেকে চুনারুঘাট থানা পুলিশ লাশটি উদ্ধার করেন।
জানা যায়, লাশটি রাসেল মিয়া (২৫) নামে এক যুবকের। সে শায়েস্তাগঞ্জ উপজেলার লাদিয়া গ্রামের আব্দুল খালেক এর ছেলে। সে অলিপুরে তাফরিদ কোম্পানির একজন শ্রমিক ছিল। একটি সুত্রে জানা যায়, মৃত রাসেল মিয়া গত ৬ মে শনিবার বাড়ি থেকে শশুর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। বহু খোঁজাখুঁজির পর না পাওয়া গেলে গত ১০ মে বুধবার থানায় একটি হারানোর অভিযোগ করা হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় লাশের খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ অর্ধ গলিত ওই যুবকের লাশ উদ্ধার করেন। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাশেদুল হক লাশ উদ্ধার বিষয়টি সত্যতা নিশ্চিত করেন।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan