সিলেট, ১৯ এপ্রিল : চার বছরে পবিত্র কুরআন মুখস্থ করে হাফেজ হয়েছেন ১৫ বছরের আব্দুল্লাহ। আবদুল্লাহ আল মাদ্রাসাতুল ইসলামিয়া মুমিনপুর, শাহাতলি, চাঁদপুর মাদ্রাসার শিক্ষার্থী।
হাফেজ আব্দুল্লাহ সিলেট বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নে মাঝের গাঁও গ্রামের বাসীন্দা লন্ডন প্রবাসী হাফেজ মাওলানা মুফতি (আইনজিবি) মোঃ আব্বাস খান এর দম্পতির বড় সন্তান।
হাফেজ আব্দুল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ! আমার কাছে খুব ভালো লাগছে। আমার ওস্তাদরা এবং আমার বাবা আমাকে অনেক বেশি সহায়তা করেছেন। ওস্তাদ এবং সমস্ত সাহায্যকারীদের প্রতি আমি কৃতজ্ঞ। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন ভবিষ্যতে বড় একজন আলেম এবং ভাল মুসলিম হতে পারি।
হাফেজ আব্দুল্লাহর -চাচা হুমায়ুন খাঁন বলেন, আমার বড় বাতিজা কুরআনের হাফেজ হয়েছে। এজন্য আল্লাহ তা’য়ালার কাছে শুকরিয়া আদায় করি। তার ওস্তাদদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আপনারা সবাই আমার বাতিজার জন্য দোয়া করবেন। সে যেন বড় আলেম হতে পারে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan