আমেরিকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫ , ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিচার আর সংস্কার হবে, তারপর ইলেকশন : জামায়াতের আমির ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ বেকারত্বের হার মিশিগানে আটলান্টিক সিটিতে স্বীকৃতি পেল বাংলা নববর্ষ  উইক্সম কারখানা বন্ধের কারণে ট্রাইবার টেকনোলজিসের ১৮৮ কর্মী ছাঁটাই হবে কওমী শিক্ষার্থীরা সুযোগ নিতে চাইলে আমরা দিতে প্রস্তুত আছি মাউন্ট ক্লেমেন্সে বাড়িতে অনুপ্রবেশ ও বিস্ফোরণ ঘটানোর  দায়ে কিশোর অভিযুক্ত  ৮০ ডিগ্রি তাপমাত্রার জন্য প্রস্তুত তো?  বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি যুক্তরাষ্টের সমর্থন বান্ধবীকে গুলি করে খুন : সন্দেহভাজন গ্রেফতার আন্তর্জাতিক ছাত্র ভিসা প্রত্যাহারের মামলায় যুক্তিতর্ক শুনেছেন ডেট্রয়েটের বিচারক  মিশিগানে পঞ্চম হাম আক্রান্ত রোগী শনাক্ত ওয়েইন স্টেট পুলিশ আরব ও মুসলিম শিক্ষার্থীদের প্রোফাইল তৈরি করছে ডেট্রয়েট একাডেমির রোবোটিক্স দল 'বিশ্ব মঞ্চে' পৌঁছেছে মিশিগানে ভুয়া সরকারি ওয়েবসাইট ব্যবহার করে টোল স্ক্যাম  সাউথফিল্ড গ্যাস স্টেশনে ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হাজারো প্রাণের উচ্ছ্বাসে শেষ হলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা আজ পহেলা বৈশাখ, স্বাগত বাংলা ১৪৩২ চট্টগ্রামে বর্ষবরণের মঞ্চ ভাঙচুর, অনুষ্ঠান বাতিল যুক্তরাষ্ট্রে ৩০ দিনের বেশি অবস্থান করলে বাধ্যতামূলক নিবন্ধন, অমান্য করলে শাস্তি ডেট্রয়েট সিটি কাউন্সিল ৩ বিলিয়ন ডলারের বাজেট পাস করেছে

‘মব’ সৃষ্টি করে প্রধান শিক্ষকের কাছ থেকে জোরপূর্বক পদত্যাগে স্বাক্ষর

  • আপলোড সময় : ২০-০৪-২০২৫ ০১:১০:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৪-২০২৫ ০১:১০:৫৩ পূর্বাহ্ন
‘মব’ সৃষ্টি করে প্রধান শিক্ষকের কাছ থেকে জোরপূর্বক পদত্যাগে স্বাক্ষর
সীতাকুণ্ড, (চট্টগ্রাম) ২০ এপ্রিল : চট্টগ্রামের সীতাকুণ্ডে এক প্রধান শিক্ষকের (ভারপ্রাপ্ত) কাছ থেকে জোর করে পদত্যাগপত্রে সাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে ভাটিয়ারী হাজী তোবারক আলী চৌধুরী উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কান্তি লাল আচার্য্য এর অফিসে এ ঘটনা ঘটে। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন।
বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন জানান, বুধবার সকালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ভাটিয়ারীতে জড়ো হয়। পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল করে বিদ্যালয়ে গিয়ে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর নেয় বলে জানান তিনি।
১৯৯১ সালে পহেলা মার্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে যোগদান কান্তি লাল আচার্য। বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে সততার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। ২০০০ সালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ খালি হলে তৎকালীন বিদ্যালয় পরিচালনা কমিটি জ্যেষ্ঠতার ভিত্তিতে তাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে দেন। গেল জুলাই-আগস্ট আন্দোলনে সরকারের পট পরিবর্তনের পর সাবেক শিক্ষার্থীসহ বিএনপি ও জামায়াত সমর্থকরা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কান্তি লাল আচার্য ও সাবেক কমিটির বিরুদ্ধে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎসহ নানা অনিয়ম তুলে ধরে মিছিল করে।
গত সোমবার বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব নেন জামায়াত সমর্থিত বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ মহিউদ্দিন। এরপর বিএনপি সমর্থিত সাবেক শিক্ষার্থীরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে আন্দোলনে নামে।
এদিকে গত বুধবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কান্তি লাল আচার্য্য ও এডহক কমিটির সভাপতিসহ সদস্যরা অফিসে বসে বিদ্যালয়ের কর্মপরিকল্পনা করছিলেন। এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ সাবেক শিক্ষার্থীরা মিছিল শ্লোগান দিয়ে কয়েকশো নেতাকর্মী বিদ্যালয়ে আসে। এ সময় জামায়াত সমর্থিত কর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। উভয় দলের কর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
এ সময় জামায়াতের কর্মী ফারুক আহত হয়। দুপুর ২টার দিকে জোরপূর্বক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কান্তি লাল আচার্য্যকে পদত্যাগপত্রে স্বাক্ষর করান বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় শিক্ষকের সঙ্গে তারা অসদাচরণ করেন বলেও জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
পদত্যাগপত্রে বাধ্যতামূলক স্বাক্ষর নেওয়ার সময় অফিসে থাকা ভাটিয়ারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান নুরুল আনোয়ার প্রধান শিক্ষককে তার গাড়িতে তুলে বাড়ি পৌঁছে দেন। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে নানাভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ উঠেছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কান্তি লাল আচার্য্যকে নিজের শিক্ষক দাবি করে বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন বলেন, এভাবে অসম্মান করে এক শিক্ষককে বিদ্যালয় থেকে বের করে দেওয়া কাম্য নয়। তিনি অনিয়ম-দুর্নীতি করে থাকলে অবশ্যই নিয়মতান্ত্রিকভাবে বিচার হবে। কিন্তু বাধ্য করে পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়া সমীচীন নয়।
ভাটিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আনোয়ার বলেন, বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে মিছিল মিটিং করেছে শুনেছি। তবে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। প্রধান শিক্ষক পরিস্থিতি বিবেচনা করে পদত্যাগ করেছেন। নিজ গাড়ি করে তাকে বাড়িতে পৌঁছে দিয়েছেন বলে জানান তিনি।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কান্তি লাল আচার্য্য বলেন, ২০২৮ সালের মার্চ মাসে আমার চাকরির মেয়াদ শেষ হবে। সাবেক বিদ্যালয় পরিচালনা কমিটি জ্যেষ্ঠতার ভিত্তিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দিয়েছেন। তা সততার সঙ্গে পালন করে আসছি। নবগঠিত এডহক কমিটি মিটিং করে আমাকে বাদ দিতে পারতো। কিন্তু আমাকে অসম্মান করে বাধ্যতামূলক পদত্যাগপত্রে স্বাক্ষর করিয়ে নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। যারা এ গর্হিত কাজ করেছে অধিকাংশ আমার ছাত্র ছিল। বলার কিছু নাই। বিচার সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিলাম।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বাবার পদত্যাগের ভিডিওটি যুক্ত করে ভাবনা আচার্য্য ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।

বাবার অপদস্থ হওয়ার ভিডিও ভাইরাল, চবি ছাত্রীর আবেগঘন স্ট্যাটাস
এদিকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কান্তি লাল আচার্যকে জোর করে পদত্যাগপত্রে সই করানোর ঘটনার প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ফেসবুকে নিজের অ্যাকাউন্টে ভিডিও যুক্ত করে একটি স্ট্যাটাস দেন শিক্ষকের মেয়ে ভাবনা আচার্য। সেটি পরে ভাইরাল হয়। স্ট্যাটাসে ভাবনা লেখেন, ‘আমার বাবা জনাব কান্তি লাল আচার্য। ৩৫ বছর ভাটিয়ারী হাজী তোবারক আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। আমার বাবাকে বুধবার (১৬ এপ্রিল) কোনোরকম প্রমাণিত অভিযোগ ছাড়া বলপূর্বক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদ থেকে পদত্যাগ করানো হয়। আমার বাবার কী অপরাধ, কী সমস্যা কিছু বলা হয়নি।’
তিনি বলেন, ‘জানেন, স্কুলে ঝামেলা হওয়ার আগে বাবাকে মানা করা হয় স্কুল যেতে। বলছিল, স্কুলে গেলে অপমান হতে হবে। বাবা সেই কথার উত্তরে বলেন: আমি কোনো অন্যায় করিনি, আমার কোনো অপরাধ নেই। আমাকে পদ থেকে সরে যেতে বললে নির্দ্বিধায় আমি সরে যাব। তবুও আমি স্কুলে যাব। আমি কেন পালিয়ে বেড়াব। কেউ আমার অপরাধের প্রমাণ আনতে পারলে আনুক।’
ঘটনার বিবরণ জানিয়ে ভাবনা লেখেন, ‘বাবাকে পদত্যাগ করার আগেও স্কুলে ককটেল ফাটানো হচ্ছিল। আমার বাবা তখনও নির্ভীক। জোর করে সাইন করতে বলছিল এমন একটি কাগজে যেখানে লেখা ছিল, দুর্নীতির অভিযোগে স্বেচ্ছায় পদত্যাগ করছি। বাবা নির্ভয়ে বলেছিল, আমি দুর্নীতি করিনি, এই পেজে আমি সাইন করব না। এমনিতেই পদত্যাগ করছি। সেই সময় বাবাকে একদল মারতে যায়। পরবর্তী সময়ে আরেকটি কাগজে লেখা হয়, ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি।’ হতাশা প্রকাশ করে ভাবনা লেখেন, ‘কী সুন্দর তাই না! আমার বাবা কত মানুষকে ঘরে রেখে পড়িয়েছেন, কত মানুষকে টাকা ছাড়া পড়িয়েছেন, কত মানুষের ফি মওকুফ করেছেন। আজ একজন শিক্ষকের এই পরিণতি!’
এ ঘটনার পর তার বাবা অসুস্থ হয়ে গেছেন উল্লেখ করে তিনি লেখেন, ‘আমার বাবা অসুস্থ হয়ে গেছে বিশ্বাস করেন। আমার বাবা এবং আমরা কেউ মানতে পারছি না যে, একজন মানুষ ৩৫ বছর চাকরিরত থাকার পর তার এই পরিণতি। আপনারা উগ্র হয়ে একজন জলজ্যান্ত মানুষকে কবর দেয়ার মতো যন্ত্রণা দিয়েছেন।’
ভাবনার ভাষ্য: ‘এত দিন অন্য মানুষের এমন ঘটনা দেখতাম। আজ আমার বাবার সাথে এই হেন কাজ হয়েছে। জানেন, আমরা মেয়েরা বাবার অপদস্থ হওয়ার ভিডিও দেখে রাতে ঘুমাতে পারছি না। ভাবুন উনি শুধু শিক্ষক নয়, উনি আমাদের বাবা। আপনার বাবার সাথে এমন হলে আপনার কেমন লাগবে বলুন!’
একজন শিক্ষকের এই অপমান! পৃথিবীতে একমাত্র হীন জাতি আমরা যারা পদে পদে শিক্ষকদের টার্গেট করে এই অপমানজনক পরিস্থিতি উপহার দিচ্ছি।
সবাইকে সতর্ক করে ভাবনা লেখেন, ‘আজ আমাদের সাথে হলো। কাল ঠিকই সবার পাল্লায় এই মব এসে উপস্থিত হবে। ঈশ্বর ছেড়ে দেয় না ভাই। বিশ্বাস করেন, আমার বাবার দীর্ঘশ্বাস, চোখে এক আতঙ্কের আভাস–এসব কখনো ভালো ফল বয়ে আনবে না।’
শুক্রবার (১৮ এপ্রিল) রাতে ভাবনা আচার্য্য ফেসবুকে লিখেছেন অলমোস্ট ৭২ ঘন্টা শেষ হতে যাচ্ছে। অথচ মব সৃষ্টি করা পার্টি এখনো অভিযোগের ভেলিড কোন প্রমানপত্র আনতে পারেনি।
এবার ভাবুন, তারা কতটা মিথ্যা ছিল। শুধু মাত্র নিজেদের ক্ষমতার দ্বন্দ্বে বলি হলো আমার বাবা, একজন শিক্ষক, একজন জাতির কারিগর,৩৫ বছর ধরে যত্নে গড়ে তোলা শিক্ষার্থীদের শিক্ষক

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিশুরা উপভোগ করল ডিম খোঁজা, ফ্রি বাইক ও কার্নিভাল রাইড

শিশুরা উপভোগ করল ডিম খোঁজা, ফ্রি বাইক ও কার্নিভাল রাইড