আটলান্টিক সিটি, ২০ এপ্রিল : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে আগামী ৩০ এপ্রিল, বুধবার বাংলা ‘নববর্ষ বরণ’ অনুষ্ঠানের ব্যাপক প্রস্তুতি চলছে। এসি ডাকটাউন এর উদ্যোগে ওইদিন বিকেল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত ২২০০ ফেয়ার মাউন্ট এভিনিউস্থ স্টকটন বিশ্ববিদ্যালয়ের নোয়েস আর্ট গ্যারেজে অনুষ্ঠিতব্য “নববর্ষ বরণ” অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনের মধ্যে থাকছে সংগীত, নৃত্য, আবৃত্তি ও বৈশাখী মেলা।
বৈশাখী মেলায় বাংলার ঐতিহ্যবাহী চারুকারু, খাবার-দাবার, বুটিক, পোশাক-পরিচ্ছদ, গয়নাসহ নানারকম দেশীয় পণ্যের সমাহার থাকবে। এছাড়া প্রবাসে ভিন্ন সংস্কৃতিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশু-কিশোররা যাতে আবহমান বাংলার ঐতিহ্যবাহী কৃষ্টি-সংস্কৃতি অন্তরে ধারণ করে লালনপালন করতে পারে তারই প্রয়াসে শিশু-কিশোরদের অংশগ্রহণে থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ “নববর্ষ বরণ” অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের ব্যাপকভাবে অংশগ্রহণের মাধ্যমে এই অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তোলার জন্য অনুরোধ জানিয়েছেন।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan