আটলান্টিক সিটি, ২৫ এপ্রিল : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে গতকাল বৃহস্পতিবার সকালে বাংলাদেশ কমিউনিটি সেন্টারে বিএএসজের নতুন কিচেনের উদ্বোধন করা হয়েছে। আমেরিকান রেডক্রস এই কিচেন তৈরিতে অর্থায়ন ও সহযোগিতা করে। আটলান্টিক সিটির ২৭০৯ , ফেয়ারমাউন্ট এভিনিউতে অবস্থিত বাংলাদেশ কমিউনিটি সেন্টারে এই কিচেন স্থাপন করা হয়েছে ।
এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে আমেরিকান রেডক্রস এর কর্মকর্তারা ফিতা কেটে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির নতুন কিচেনের শুভ উদ্বোধন করেন। বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আব্দুর রফিক, বিএএসজের কার্যনির্বাহী কমিটির কর্মকর্তারা সহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা এসময় উপস্থিত ছিলেন ।
কমিউনিটি ব্যক্তিত্ব গিয়াস উদ্দীন পাঠান, মুক্তাদির রহমান,মনিরুজ্জামান মনির, মোঃ বেলাল হোসেন,রফিকুল ইসলাম, জাকির হোসেন,আবদুল হাই মজুমদার,আবুল হাসেম প্রমুখ এক্ষেত্রে সার্বিক সহযোগিতা করেন ।
বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল জানিয়েছেন,বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে এই কিচেনে তৈরিকৃত খাবার-দাবার দিয়ে সিটির গৃহহীনসহ কমিউনিটির লোকজনকে আপ্যায়িত করা হবে। কিচেন উদ্বোধন শেষে বিভিন্ন কমিউনিটির লোকজনকে কিচেনে প্রস্তুতকৃত খাবার দিয়ে আপ্যায়িত করা হয়। বিএএসজের নতুন কিচেন উদ্বোধনের সংবাদে কমিউনিটিতে বেশ সাড়া পড়েছে ।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan