সিলেট, ২৫ এপ্রিল : হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশন একটিসামাজিক, স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন। সিলেট নগরীর চান্দুশাহ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। বৃহস্পতিবার ২৪ এপ্রিল হাফিজ স্পোর্টস ক্লাবের কো-অর্ডিনেটর ইমদাদ ইভান ও ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটি সিলেট মহানগরের সহ-সমন্বয়ক আরাফাত রহমান চৌধুরীর যৌথ উপস্থাপনায় কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীতের মাধ্যমে প্রোগ্রাম শুরু হয় ।
হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পরিচালক হাফিজ মাও. মো. ছালিম আহমদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমেডি কিং এর অভিনেতা ও ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটির উপদেষ্টা জনাব আমিনুল ইসলাম , বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব সৈয়দ ফরহাদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটির উপদেষ্টা জনাব আব্দুল্লাহ আল মুহাইমিন মুসা , বিশিষ্ট সমাজসেবক জনাব আশরাফ আলী খান , ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পরিচালক জনাব আবিদ হোসেন খান, চান্দুশাহ মাদ্রাসার সিনিয়র শিক্ষক জনাব আহবাব মদনী জুয়েল সহ প্রমুখ ।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan