যশোর, ১২ মে : যশোরে দ্যোতনা সাহিত্য পরিষদে আয়োজনে ইনস্টিটিউট নাট্যকলা সংসদে গতকাল সকাল ১০টায় ১১তম মাসিক সাহিত্য আড্ডা, কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি কবি অধ্যক্ষ ডক্টর শাহনাজ পারভীনের সভাপতিত্বে কবি ও গীতিকার শরিফুল আলমের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির নবনির্বাচিত সাধারণ সম্পাদক প্রখ্যাত চিকিৎসক কবি, ডাক্তার আবুল কালাম আজাদ লিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্বজনাব বিশিষ্ট কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা কবি আমিরুল ইসলাম রন্টু, বীর মুক্তিযোদ্ধা শিক্ষা বোর্ড যশোর সাবেক সচিব জনাব আব্দুল খালেক, নাট্যকলা সংসদের নবনির্বাচিত বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব নাট্য পরিচালক, আব্দুর রহমান কিনা। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী কবি ও গবেষক গল্পকার জি এম মুছা। উক্ত অনুষ্ঠানে সভাপতির স্বাগত ভাষণের পর প্রধান অতিথি নবনির্বাচিত ডাঃ আবুল কালাম আজাদ লিটু ও নাট্য ব্যক্তিত্ব আব্দুর রহমান কিনাকে ফুল ও বই দিয়ে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা জানানো
হয়।
অনুষ্ঠানের কবিতা পাঠে অংশ গ্রহণ করেন, সংগঠনের সভাপতি অধ্যক্ষ ডক্টর শাহনাজ পারভীন, কবি আমিরুল ইসলাম রন্টু, কবি জি এম মুছা, কবি শরিফুল আলম , কবি এডভোকেট মাহমুদা খানম, কবি এম এ কাসেম অমিয়, কবি গল্পকার অরুণ বর্মন, কবি গীতিকার রাজপথিক, কবি সাংবাদিক প্রাবন্ধিক কাজী নুর, কবি ও গবেষক শহিদুজ্জামান মিলন, কবি রেজাউল করিম রোমেল, চারণ কবি বাবুল আহমেদ তরফদার, কবি সঞ্জয় নন্দী প্রমূখ। অনুষ্ঠানে পঠিত কবিতা নিয়ে আলোচনা করেন আলোচক কবি এড জি এম মূছা।
পরিশেষে বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র বাংলা সাহিত্যের দিকপাল বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কবি নজরুল ইসলাম সম্পর্কে প্রধান অতিথি, সংগঠনের সভাপতি ও অন্যান্য অতিথিবৃন্দ বিভিন্ন দিক তুলে ধরে জ্ঞানগর্ভ আলোচনা করেন।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan