ডেট্রয়েট, ১০ মে : আগামীকাল বিশ্ব মা দিবস। মা দিবসে (রবিবার) মিশিগানজুড়ে থাকছে মনোমুগ্ধকর আবহাওয়া — আকাশ থাকবে রৌদ্রোজ্জ্বল, তাপমাত্রা থাকবে আরামদায়ক।
পূর্বাভাস অনুযায়ী ডেট্রয়েট ও আশপাশে: তাপমাত্রা ৬০–৭০ ডিগ্রির মধ্যে থাকবে । উত্তর মিশিগানে তাপমাত্রা কিছুটা কম হলেও রোদেলা দিন প্রত্যাশিত। আকাশ থাকবে পরিষ্কার ও শুকনো, পারিবারিক উদযাপনের জন্য আদর্শ আবহাওয়া। ফুল, পরিবার ও ফটো — সব কিছুর জন্যই উপযুক্ত দিন হতে চলেছে মা দিবস। যারা বাইরে কোনো আয়োজন করবেন, তাদের জন্য এটি নিঃসন্দেহে স্বস্তির খবর।
Source : http://detroitnews.com
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan