আটলান্টিক সিটি, ২২ মে : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে গতকাল বুধবার নগর সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে। আটলান্টিক সিটির বিখ্যাত বোর্ডওয়াকে ওইদিন বিকেলে এই নগর সংকীর্তন অনুষ্ঠিত হয়।
আটলান্টিক কাউন্টির প্রবাসী হিন্দুদের উদ্যোগে আয়োজিত এই নগর সংকীর্তনে নেতৃত্ব দেন পশ্চিম ভার্জিনিয়াস্থ নিউ বৃন্দাবনের ব্রহ্মচারি শুভানন্দ দাস। বোর্ডওয়াকের রিসোর্ট ক্যাসিনোর সামনে থেকে শুরু হয়ে কেনেডী প্লাজায় গিয়ে নগর সংকীর্তনের সমাপ্তি টানা হয়। নগর সংকীর্তনে অংশগ্রহণকারীরা হরিনাম সংকীর্তনের মাধ্যমে বোর্ডওয়াক মাতিয়ে রাখেন ।
আটলান্টিক সিটির পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার ও আটলান্টিক সিটি স্কুল বোর্ডের সদস্য সুব্রত চৌধুরী প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে প্রবাসী হিন্দুসহ কৃষ্ণপ্রেমীরা নগর সংকীর্তনে অংশগ্রহন করায় সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan