সিলেট, ২৩ মে : বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির ২০২৫-২০২৭ সনের দ্বিবার্ষিক নির্বাচনে বিজয়ী কমিটির দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রাতে এসোসিয়েশনের কার্যালয়ে নতুন কমিটির কাছে ল্যাপটপ ও মোবাইলসহ প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী কমিটির নেতৃবৃন্দ।
দায়িত্ব গ্রহণ করেন নব-নির্বাচিত সভাপতি নাজমুল কবির পাভেল, সাধারণ সম্পাদক আশকার ইবনে আমীন লস্কর রাব্বি, সিনিয়র সভাপতি- হুমায়ুন কবির লিটন, সহ-সভাপতি শেখ আব্দুল মজিদ, সহ-সাধারণ সম্পাদক এসএম রফিকুল ইসলাম সুজন, কোষাধ্যক্ষ জাবেদ আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেজা রুবেল, নির্বাহী সদস্য আজমল আলী। দায়িত্ব হস্তান্তর করেন সদ্য বিদায়ী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো: ইউসুফ আলী, সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো: শাহীন আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুব্রত দাস, সাবেক নির্বাহী সদস্য আনিস মাহমুদ। দোয়া পরিচালনা করেন সাবেক কোষাধ্যক্ষ মাহমুদ হোসেন।
আরোও উপস্থিত ছিলেন এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান, সাবেক সিনিয়র সহ-সভাপতি মো: দুলাল হোসেন, শাহ মো: কয়েস আহমদ, মামুন হোসেন, আব্দুল খালিক, রত্না আহমেদ তামান্না প্রমুখ। খবর বিজ্ঞপ্তির।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan