চট্টগ্রাম, ২৪ মে : অতীশ দীপংকর এর বিভিন্ন উপদেশ নিয়ে বিদেশী লেখক এর গ্রন্থ নিয়ে অনুবাদ প্রকাশনা "বোধিসত্ব পথের ধ্যান" এর শুভ প্রকাশনা অনুষ্ঠান শুক্রবার ২৩ মে চট্টগ্রামের জালালখানস্থ প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি মিলনায়তনে বিকেল চারটায় অতীশ পাবলিকেশন এর এই মহতী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকাশক/ পরিচালক ড. লামা গ্লেন মুলিন। অতীশ পাবলিকেশনের প্রকাশক ও পরিচালক লোকপ্রিয় ও টেলিভিশন সংবাদ পাঠক প্রত্যুষা বড়ুয়'র সঞ্চালনায় সভার প্রারম্ভে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করেন ভিক্ষু স্মৃতিমিত্র থের।
সভায় উদ্ভোধনী বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান বার্তা সম্পাদক সমীর কান্তি বড়ুয়া। তিনি বলেন, পন্ডিত অতীশকে বাংলাদেশের মানুষেরা ইদানিং ভালভাবে জানার চেষ্টা করছেন এবং এখনই সময় অতীশ পাবলিকেশন নানা আয়োজনে অতীশকে বাংলাদেশ পাঠক তথা গবেষকদের মাঝে নুতনভাবে পরিচয় করে দেওয়ার অনেক ধন্যবাদ জানান। স্বাগত বক্তব্য রাখেন অতীশ পাবলিকেশনের প্রকাশক ও পরিচালক লায়ন লোকপ্রিয় বড়ুয়া এমজেএফ। তিনি বলেন অতীশ দীপংকরে দেহভস্ম সুদুর চিন থেকে এনেছিলেন মহান সংঘ পুরুষ উপ মহাদেশের বৌদ্ধ ধর্মীয় নেতা মহা সংঘ নায়ক প্রয়াত বিশুদ্ধানন্দ মহাথের।
শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রান্তিক ওয়েলফেয়ার ট্রাস্ট এর প্রাক্তন চেয়ারম্যান উদয়ন বড়ুয়া ও দেবব্রত বড়ুয়া ঝুনু এবং বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চলের সভাপতি রোটারিয়ান সজীব বড়ুয়া ডায়মন্ড। প্রকাশনা নিয়ে নির্ধারিত আলোচনায় বক্তব্য উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. সুদিপ্তা বড়ুয়া ও গাছবাড়িয়া সরকারী কলেজের উপাধ্যক্ষ ড.সুব্রত বরণ বড়ুয়া। বিশেষ অতিথি' র বক্তব্য রাখেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ সংঘরাজ ত্রিপিটক বিশারদ ভদন্ত প্রিয়দর্শী মহাথের মহোদয়।
প্রধান অতিথি'র বাংলাদেশী বৌদ্ধদের প্রধান ধর্মীয় গুরু বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মাননীয় সংঘনায়ক ভদন্ত প্রিয়শীলি অধ্যাপক বনশ্রী মহাথের বলেন, অতীশ বাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্র, তিনি ছিলেন বাংলাদেশ তথা সমগ্র বিশ্বের এক ধ্যানী পন্ডিত ধর্ম প্রচারক। তিনি যে শুধু বৌদ্ধদের সম্পদে পরিনত হয়েছিলেন তা নয় তিনি তার কর্ম পরিকল্পনা এবং শিক্ষা ও ধ্যানের উচ্চ মার্গে উপনীত হয়েছিলেন। তিনি আরও বলেন, অতীশ পাবলিকেশন এর দুই প্রকাসক লামা গ্লেন ও লোকপ্রিয় যেন তাদের প্রত্যয় অনুযায়ী আগামীতেও বাংলার সূর্যসন্তান অতীশকে নিয়ে আরও বেশী বই প্রকাশনা করতে পারে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া, লায়ন দুলাল বড়ুয়া, উত্তম বড়ুয়া, রিপায়ন বড়ুয়া, তাপস বড়ুয়া, সঞ্জয় বড়ুয়া, অরবিন্দ বড়ুয়া, লায়ন রাজীব সিনহা, বিহারী লাল বড়ুয়া, লেখক স্বপন বড়ুয়া, বিপ্লব বড়ুয়া, সুপ্রিয় বড়ুয়া, রোবেল বড়ুয়া, ডা: রিমন বড়ুয়া, আকাশ বড়ুয়া, রঞ্জিত বড়ুয়া ও বিকি বড়ুয়া প্রমূখ।
অনুষ্ঠানের প্রারম্ভে উদ্ভোধনী সংগীত পরিবেশন করেন চট্টগ্রাম টেলিভিশন এর সংগীত শিল্পী পুরবী বড়ুয়া এবং লালন গীতি পরিবেশন করেন বাউল দিলীপ বড়ুয়া।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan