আমেরিকা , শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬ , ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা আইসিই অভিযানের প্রভাবে ব্যাহত ডেট্রয়েটের শিক্ষা ব্যবস্থা : সুপারিনটেনডেন্ট মিশিগান রাজ্যে শিক্ষাদানকালীন সময় সেলফোন নিষিদ্ধের পথে জরুরি পরিস্থিতির পর মেট্রো বিমানবন্দরের গ্রাউন্ড স্টপ প্রত্যাহার জামায়াত আমিরের সঙ্গে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক ১২ ফেব্রুয়ারি ভোট : কেন্দ্র ও ভোটকক্ষের তালিকা প্রকাশ শেরপুরে নির্বাচনী সহিংসতায় জামায়াত নেতা নিহত নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না : রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন নির্বাচন কমিশনের সঙ্গে প্রথম বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত ধীর অভিবাসন সত্ত্বেও মিশিগানে জনসংখ্যা বৃদ্ধি গ্র্যান্ড র‍্যাপিডসে গুলিতে নারীসহ তিনজন নিহত ওয়েইন স্টেট ইউনিভার্সিটির ছাত্রাবাসে গুলি যুক্তরাষ্ট্রের বাজারে ২০% শুল্কে ছাড় পেতে পারে বাংলাদেশ চট্টগ্রামে ওয়ার সেমেট্রি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

মেট্রো ডেট্রয়েটে মানব ও অর্থ পাচারের অভিযোগে দুই নারী অভিযুক্ত

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৫ ১২:৩৯:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৫ ১২:৩৯:২৭ পূর্বাহ্ন
মেট্রো ডেট্রয়েটে মানব ও অর্থ পাচারের অভিযোগে দুই নারী অভিযুক্ত
হুয়াং এবং জু/Oakland County Sheriff's Office 

মেট্রো ডেট্রয়েট, ৪ জুন : মেট্রো ডেট্রয়েট এলাকায় সংঘবদ্ধভাবে মানব পাচার এবং অর্থ পাচারের অভিযোগে অভিযুক্ত হয়েছেন দুই নারী। অভিযুক্ত রানিং “লিসা” হুয়াং (৬২) এবং চুনসিউ “ইভা” জু (৪৭)-এর বিরুদ্ধে একাধিক ফৌজদারি অভিযোগ গঠন করেছে ওকল্যান্ড কাউন্টি প্রসিকিউটরের অফিস।
এই মামলাটি রাজ্যের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর ছয় মাসব্যাপী যৌথ তদন্তের ফসল, যা নোভি, ফার্মিংটন হিলস, লিভোনিয়া ও শেলবি টাউনশিপে ছড়িয়ে থাকা একাধিক ম্যাসাজ পার্লারে পরিচালিত হতো বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
ওকল্যান্ড কাউন্টি প্রসিকিউটর কারেন ম্যাকডোনাল্ড বলেন, “দীর্ঘদিন ধরে মানব পাচার আমাদের চারপাশে ছায়ার মতো ছড়িয়ে ছিল। আজ আমরা দেখাতে চাই, এই ধরনের অপরাধের সঙ্গে জড়িত কেউই ছাড় পাবে না।”
হুয়াংকে সাউথফিল্ডের ৪৬তম জেলা আদালতে এবং জু’কে নোভির ৫২-১ জেলা আদালতে তোলা হয়। হুয়াংয়ের বিরুদ্ধে মানব পাচারের উদ্যোগ, পতিতাবৃত্তি থেকে আয় গ্রহণ, ও একজন ব্যক্তিকে পতিতাবৃত্তির জন্য পরিবহনের অভিযোগ আনা হয়েছে। তার বন্ড নির্ধারণ করা হয়েছে ৫০,০০০ ডলার। ১১ জুন নির্ধারিত রয়েছে তার পরবর্তী শুনানি।
অন্যদিকে জু’র বিরুদ্ধে একই ধরনের মানব পাচারের অভিযোগে মামলা করা হয়েছে এবং তার বন্ড নির্ধারণ করা হয়েছে ১৫০,০০০ ডলার।
আদালতের নথি অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত দুই আসামির পক্ষেই কোনো আইনজীবীর নাম উল্লেখ করা হয়নি।
পুলিশ ও প্রসিকিউটরের তথ্য অনুযায়ী, দুই আসামি ম্যাসাজ পার্লারগুলোর আড়ালে একটি অপরাধমূলক চক্র পরিচালনা করতেন। সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং কখনো রাজ্যের বাইর থেকে নারীদের এনে, জোরপূর্বক যৌন সেবা দিতে বাধ্য করা হতো।
ভুক্তভোগীদের কেউ কেউ ইংরেজি বলতে পারতেন না, তাদের যাতায়াতের কোনো উপায় ছিল না এবং তাদের উপার্জিত অর্থ হুয়াং ও জু-কে হস্তান্তর করতে বাধ্য করা হতো। নারীদের সপ্তাহে সাত দিন, দিনে ১২ ঘণ্টা পর্যন্ত কাজ করতে বাধ্য করা হতো।
অভিযোগে আরও বলা হয়েছে, ভুক্তভোগীদের রাজ্যের বাইরে থেকেও এনে কাজে লাগানো হতো, যা আন্তঃরাজ্য মানব পাচারের নির্দেশ করে।
ওয়েস্ট ব্লুমফিল্ড পুলিশ বিভাগ জানায়, ২৮ মে অভিযানে এই অপরাধচক্রটি ভেঙে ফেলা হয়। তদন্তে সহায়তা করে নোভি, ফার্মিংটন হিলস এবং শেলবি টাউনশিপের আইনশৃঙ্খলা বাহিনী। এই ঘটনা মিশিগানে সাম্প্রতিক সময়ে মানব পাচারবিরোধী অভিযানের একটি বড় সাফল্য বলে মনে করছেন আইনপ্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইন্ডিপেন্ডেন্স টাউনশিপে সুইমিং পুলে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু

ইন্ডিপেন্ডেন্স টাউনশিপে সুইমিং পুলে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু