আমেরিকা , শনিবার, ১২ জুলাই ২০২৫ , ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষিণ-পূর্ব মিশিগানে তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টির সতর্কতা জারি ডেট্রয়েটে শিম্পাঞ্জি পরিবারের নতুন অতিথি  ১০০ মাইল দৌড়ে অংশ নিয়ে মিশিগানের এক নারীর মৃত্যু ম্যাকডোনাল্ডস ম্যানেজারকে হত্যা : মহিলা কর্মচারী অভিযুক্ত ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডে শিহরিত পুরান ঢাকা ডেট্রয়েটে রেস্তোরাঁয় ভুলবশত আগ্নেয়াস্ত্রের গুলিতে ৩ জন আহত হোয়াইটফিশের পতন গ্রেট লেকসে : মৎস্য বিজ্ঞানীদের সতর্কবার্তা ইস্টপয়েন্টে সহকর্মীর ছুরিকাঘাতে ম্যাকডোনাল্ডসের নারী ম্যানেজার নিহত মিশিগানে হামের সর্বোচ্চ সংক্রমণ, হুপিং কাশিতেও উদ্বেগজনক বৃদ্ধি চুরি করা কিয়া নিয়ে পালিয়ে হ্যাজেল পার্কের রেস্তোরাঁয় ধাক্কা, চার কিশোর গ্রেপ্তার ৬ বছর বয়সী ছাত্রীকে লাঞ্ছিত : দোষী সাব্যস্ত ইস্টপয়েন্টের প্রাক্তন স্কুল কর্মী শ্রীমঙ্গলে মোবাইল তুলতে গিয়ে সেপটিক ট্যাংকে ৪ তরুণের করুণ মৃত্যু ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচনের সব প্রস্তুতি নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ পন্টিয়াকে গুলিতে তরুণ নিহত, দুই সন্দেহভাজন আটক ডেট্রয়েটের আই-৯৬ হাইওয়েতে গুলির অভিযোগ, আহত ২ মনরো কাউন্টিতে সেমি-ট্রাক থেকে চকলেট সিরাপ ছড়াল, ট্রাফিক বিঘ্নিত মনরো কাউন্টিতে বিমান দুর্ঘটনা, পাইলট অক্ষত ডেট্রয়েটের রাস্তায় রোবটের দৌড়, মুহূর্তেই ভাইরাল বাংলাদেশি পণ্যে ৩৫% শুল্ক বসালেন ট্রাম্প হোয়াইট লেকে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার

বর্ণিল আয়োজন ও প্রবাসীদের মিলনমেলা—টেম্পায় ৫ম ওয়ার্ল্ড ফেস্ট

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৫ ১২:২৪:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৫ ১২:২৪:৩২ পূর্বাহ্ন
বর্ণিল আয়োজন ও প্রবাসীদের মিলনমেলা—টেম্পায় ৫ম ওয়ার্ল্ড ফেস্ট
ফ্লোরিডা, ৫ জুন : ফ্লোরিডার টেম্পা শহরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল দুই দিনব্যাপী ৫ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ফেস্টিভাল। উৎসবটি অনুষ্ঠিত হয় ২৪ ও ২৫ মে, যেখানে ছিল সাংস্কৃতিক বৈচিত্র্যের বর্ণিল প্রদর্শনী, শিশু-কিশোরদের প্রতিভা প্রকাশের সুযোগ, এবং আন্তর্জাতিক ঐক্যের বার্তা।
উদ্বোধনী দিন সকালে ১৩টি দেশের পতাকা নিয়ে একটি বর্ণাঢ্য প্যারেডের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সকাল ১০টায় টেম্পা হাইটস ইয়ুথ ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্টেট রিপ্রেজেন্টেটিভ ডেভিস মোরালাস।
ইমিগ্রেশন, বিজনেস ল, এম্প্লয়মেন্ট এর নানা দিক নিয়ে আলোচনা করেন এটর্নী হারডেন ত্রিপাথি, রিয়েল ইস্টেটের নানা দিক নিয়ে আলোচনা করেন মো : রবিউল আওয়াল ৷  দিনব্যাপী অনুষ্টানে  রাইজিং এচিভমেন্ট এওয়ার্ড, লাইফ টাইম এওয়ার্ড এবং নিউইয়র্ক স্টেট এসেম্বলি সার্টিফিকেট প্রদান করা হয় ৷ ইউএনও এর সাউথ এশিয়া ডেস্কের সগির খান শুভেচ্ছা বক্তব্য রাখেন  ও স্পেশাল কমিউনিটি এওয়ার্ড প্রদান করেন। 
৫ম ওয়ার্ল্ড ফেস্টের মুল আয়োজক কি নোট স্পীকার বিশিষ্ট রোটারিয়ান এবং বাংলাদেশের জাতীয় পর্যায়ের সংগঠক এসোসিয়েশন অব ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেস্ট ইউ এস এ ইনকের প্রেসিডেন্ট তারেক মাহমুদ বলেন, আজকের এই সফল ৫ম ওয়ার্ল্ড ফেস্ট আয়োজনের পেছনে রয়েছে অগণিত মানুষের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক সহযোগিতা। ফ্লোরিডার বিভিন্ন শহর থেকে অনেক স্পন্সর এগিয়ে এসেছেন, যারা এই উৎসবের আয়োজনকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।এবারের আয়োজনে বেশ কিছু নতুন সেগমেন্ট যুক্ত করা হয়েছে, যা দর্শকদের জন্য অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত ও বৈচিত্র্যময় করে তুলেছে। তিনি বলেন, আমরা আগামী ফেস্টিভালগুলোকে আরও বেশি সুন্দর, সুশৃঙ্খল ও প্রাতিষ্ঠানিকভাবে সুসংগঠিত করে তুলতে চাই। ফ্লোরিডাতেই আরও ভালো ভেন্যু ও লোকেশন নির্বাচন করে আন্তর্জাতিক মানের একটি অনুষ্ঠান উপহার দেওয়াই আমাদের লক্ষ্য। 
এসোসিয়েশন অব ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ইউএসএ ইনক-এর সেক্রেটারী সোহেল চৌধুরী বলেন, আমাদের চেষ্টা থাকবে ভবিষ্যতে আরও বেশি প্রবাসীদের এই আয়োজনের সঙ্গে সম্পৃক্ত করা। আগামীতেও সকলের সহযোগিতা কামনা করছি," — এমনই মন্তব্য করেছেন ।
তিনি আরও বলেন, "আমাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না। আমরা আন্তরিকভাবে আয়োজনটি সফল করার জন্য কাজ করেছি এবং এই আয়োজনকে ভবিষ্যতে আরও বড় পরিসরে, আরও সুন্দরভাবে উপস্থাপন করবো।"
আরো বক্তব্য রাখেন অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান এ কে এম মহিউদ্দিন, কনভেনর মশিউর রহমান, চেয়ারম্যান এডভাইজারী কাউন্সিল শামিম মৃধা, চীফ মেন্টর আনোয়ার হোসেন সেন্টু, মাস্টার অফ সিরেমনি নাজিবুল্লাহ লিটন,এডিশনাল চীফ এডভাইজার মিন্টু কুমার রয়, প্রেসিডেন্ট অর্গানাইজিং কমিটি বাহার হোসেন, কো কনভেনর নাসরিন আক্তার ঝুমুর, জয়েন্ট কনভেনর ডা: মোহামদ মুক্তার আহমদ, ভাইস চেয়ারম্যান সাংবাদিক - কমিউনিটি একটিভিস্ট জুয়েল সাদত। 
কবিতা আবৃত্তি করেন কবি মাহফুজুল আলম। লাইফ টাইম এচিভমেন্ট এওয়ার্ড দেয়া হয় অভিনেতা আহমেদ শরীফ, সংগীত শিল্পী এস আই টুটুল, অভিনেতা শহিদুল ইসলাম সাচ্চুকে। 
এক্সেলেন্ট এওয়ার্ড গ্রহণ করেন হৃদি হক, সাজু খাদেম, কামরুজ্জামান রনি, সাইমন সাদিক। গোল্ডেন মাদার  এওয়ার্ড গ্রহণ করেন হাসিনা আক্তার, পিউরিটি ইন মিডিয়া গ্রহণ করেন  নাওশিন মনজুরে এ খোদা। ইয়াং স্টার গ্রহণ করপন তাসফিয়া তাবাসসুম কোয়েল, সালমান চৌ অনিন্দ্য, ইয়াং লিডার এওয়ার্ড গ্রহণ করেন সানাইয়া রহমান।  বিশেষ সম্মাননা গ্রহন করেন মডেল মোজেজা আশরাফ মোনালিসা, শারমিন সিরাজ, পথিক হাসান। 
সন্ধ্যায় আর টিভি কালচারাল শো অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শাকিল মামুম, নাজমুল হক, মেহজাবিন মেহা, এস আই টু,পথিক হাসান, রেশমি মির্জা, কৃষ্ণা তিথি, মেহেরুন নেসা। 
মডেল মোনালিসার সাথে কথোপকথনে অংশগ্রহণ  করেন সেন্টু, কাজী শাহজাহান, আলি, মাহফুজ ও লিটন। 
৫ম ওয়ার্ল্ড ফেস্টের মুল পর্বের উপস্থাপনা করেন শারমিন সিরাজ ৷ ২৫ মে সন্ধ্যায় ছিল ক্রুজ ডিনার। এতে ৬৫ জন যোগ দেন ৷ ৪ ঘন্টার ক্রুজ ডিনারে ছিল সাইট সিং, মিউজিক এবং ডিনার। 
এসোসিয়েশন অব ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেষ্ট উই এস এ ইনকের বাংলাদেশ টীম খুবই সাংগঠনিক ভাবে বাংলাদেশ থেকে সব গুলো ওয়ার্ল্ড ফেয়ার ফেষ্ট অর্গানাইজ করে থাকে। মিটিং প্লান, ম্যাগাজিন, কনটেস্ট অর্গানাইজ, বাজেট, এড সবকিছুই বাংলাদেশের টীম সফল ভাবে কর্ডিনেট করে থাকে। 
৫ ম ওয়ার্ল্ড ফেয়ার ফেস্ট এর ২ দিনের  অনুস্টানের শেষ পর্বের সমাপনি বক্তব্য  তারেক মাহমুূদ বলেন, সবার অংশগ্রহণ এবং সহযোগিতায় ৫ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেস্ট সফল হল ৷  বাংলাদেশ টিম, নিউইয়র্কের টীম ও ফ্লোরিডার টীমের সমন্বয়ে ৫ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেষ্ট সফল হওয়ায় সকলকে ধন্যবাদ। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঘোড়ায় বর, পালকিতে কনে : অর্ঘ্য-অর্পিতার বিয়ে মাতালো টরন্টো

ঘোড়ায় বর, পালকিতে কনে : অর্ঘ্য-অর্পিতার বিয়ে মাতালো টরন্টো