আমেরিকা , বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬ , ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্লু সংক্রমণে যুক্তরাষ্ট্রে ৫ হাজার মৃত্যু, ২৫ বছরের রেকর্ড ভাঙল তানিয়া গ্রিলো ও গারউডকে বিচারক পদে মনোনীত করলেন হুইটমার মার্কিন ভিসায় বড় পরিবর্তন : বাংলাদেশসহ ৩৮ দেশকে দিতে হবে বন্ড রোমুলাস মিডল স্কুলে গুলির ঘটনা, সন্দেহভাজন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনের ঢাকায় যোগদান ১২ জানুয়ারি নতুন জন্মের আনন্দের সঙ্গে নগদ সহায়তা, ডেট্রয়েটের সাহসী উদ্যোগ রচেস্টারে গিবস–সেন্ট ব্রাউনের লাইফ-সাইজ কেক আই-৭৫ হাইওয়েতে এক্সিট র‍্যাম্পে গাড়ি উল্টে চালকের মৃত্যু ট্রাম্পের পোস্টে আলোচনায় বাংলাদেশি অভিবাসীরা সম্পর্কজনিত বিরোধে মিলফোর্ডে হত্যাকাণ্ড :  অভিযুক্ত স্টার্লিং হাইটসের বাসিন্দা ডেট্রয়েটে রাইডশেয়ার গাড়িকে লক্ষ্য করে গুলি, চালক ও যাত্রী আহত ডেট্রয়েটে গুলি-ছুরিকাঘাত : একজন  নিহত, আহত ১ ডেট্রয়েটে মাদুরো গ্রেপ্তার নিয়ে উল্লাস ভেনেজুয়েলা ইস্যুতে ডেট্রয়েটে যুদ্ধবিরোধী বিক্ষোভ বগুড়া থেকেই নির্বাচনী মাঠে নামছেন তারেক রহমান ভোররাতে দুদফা ভূমিকম্প : ৪৮ ঘণ্টায় আফটারশকের আশঙ্কা আপাতত ভেনেজুয়েলা শাসন করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প মাদুরো আটক হওয়ার পর প্রথম ছবি প্রকাশ করলেন ট্রাম্প ‘থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়েছি’ ভাইরাল ভিডিওর পর নেতা আটক বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব নিতে যাচ্ছেন তারেক রহমান
প্রবাসজীবনে বর্ষার আবেগঘন উপস্থিতি

আষাঢ়ের প্রথম দিন আজ

  • আপলোড সময় : ১৫-০৬-২০২৫ ০১:৪৭:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৬-২০২৫ ০১:৪৭:২৬ পূর্বাহ্ন
আষাঢ়ের প্রথম দিন আজ
“এমন দিনে তারে বলা যায়
এমন ঘনঘোর বরিষায়।”
আজ বাংলা বর্ষপঞ্জিকার আষাঢ় মাসের প্রথম দিন। বাংলা সাহিত্যে ও সংস্কৃতিতে আষাঢ় এক বিশেষ আবেগের নাম, যা বর্ষা ঋতুর সূচনা হিসেবে চিহ্নিত। এ দিনটিকে ঘিরে বাংলা কবিতা, গান, চিত্রকলা ও কৃষিভিত্তিক জীবনে রয়েছে ঐতিহ্যপূর্ণ তাৎপর্য।
আষাঢ়ের বর্ষা মানেই বৃষ্টিভেজা প্রকৃতি, হৃদয়ের ভেতর এক চিরন্তন সুরের প্রতিধ্বনি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে আধুনিক বাংলা সাহিত্যের অনেক কবি বর্ষাকে কেন্দ্র করে সৃষ্টি করেছেন অসংখ্য কালজয়ী রচনা। "আজি ঝর ঝর মুখর বাদল দিনে", "আষাঢ়ে অন্ধকার ঘনাইল গগনে"—এসব কবিতা আজও আষাঢ়ের দিনে শ্রোতাদের মনের ভিতরে বৃষ্টি ঝরিয়ে দেয়।
তবে প্রবাসজীবনে এই আষাঢ়ের আবেদন একেবারেই ভিন্নরকম। বিদেশের আকাশে বৃষ্টির শব্দ শোনা যায় না, নেই কাদামাটির গন্ধ বা কদমফুলের সুবাস। তবুও, হৃদয়ের গোপন কোনে বাংলার বর্ষা চুপিচুপি এসে বসে। অনেকের কাছে এই দিন চা-কফির পেয়ালায় এক দীর্ঘশ্বাস হয়ে ধরা দেয়—এক গভীর অনুভব, প্রবাসী হৃদয়ের এক নীরব আর্তি। প্রবাসে শরীর থাকলেও মন তো এখনও বাংলায় বাঁধা, সেই গ্রাম, সেই মাঠ, সেই মেঘ, সেই বর্ষায়। এখানে আমরা হয়তো আষাঢ় ছুঁতে পারি না, তবুও সে আমাদের ছুঁয়ে যায়, প্রত্যেক বছর, এই সময়, চোখে, মনে, স্মৃতিতে। 
"এমন দিনে তারে বলা যায়…"
এই কবিতার পঙ্‌ক্তি আজও বাজে প্রবাসী হৃদয়ে। এর ভেতরে যেমন আছে আবেগ, তেমনি আছে প্রকৃতির সঙ্গে অন্তরের সুর মিলিয়ে এক মোহময় স্পর্শ। আষাঢ় মানেই শ্রাবণের আগমনী বার্তা, প্রকৃতির বুকে ধরণীর আলিঙ্গন, আর হৃদয়ের গোপন প্রণয়ের প্রতিধ্বনি।
বর্ষার শুরু মানেই কৃষিজীবনে নতুন চাষাবাদের সময়। যদিও প্রবাসে কৃষির সরাসরি প্রভাব নেই বললেই চলে, তবে প্রবাসী বাংলাদেশিরা নানা সাংস্কৃতিক ও সাহিত্যচর্চার মাধ্যমে দিনটি স্মরণ করেন। কেউ কেউ ঘরোয়া আয়োজনে আষাঢ়কে স্মরণ করেন গান, কবিতা ও গল্পের মাধ্যমে।
বাংলা বছরের ছয় ঋতুর মধ্যে বর্ষা সবচেয়ে রোমান্টিক ও আবেগঘন ঋতু হিসেবে বিবেচিত। আর তারই প্রথম দিনে, প্রকৃতি ও মন একসাথে বলে ওঠে—“এসো বর্ষা, ফিরে এসো স্মৃতির জানালায়।”

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শহীদ ওসমানের হাদির বার্তা বৃটেনজুড়ে ছড়িয়ে দিল প্রবাসীরা

শহীদ ওসমানের হাদির বার্তা বৃটেনজুড়ে ছড়িয়ে দিল প্রবাসীরা