আমেরিকা , শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫ , ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ই. কোলাইয়ের কারণে ওয়াশটেনউ কাউন্টির সৈকতে সাঁতার নিষিদ্ধ ডেট্রয়েট সল্ট কোম্পানিতে দুই অগ্নিকাণ্ড, কার্যক্রম বন্ধ ঘোষণা রমজানের আগেই নির্বাচন, ডিসেম্বরে তফসিল : ইসি ক্লিনটন টাউনশিপে বাবার মৃত্যুর ঘটনায় ছেলের বিরুদ্ধে হত্যা ও অবহেলার অভিযোগ টরন্টো দুর্ঘটনার জেরে ডেল্টার বিরুদ্ধে ৭৫ মিলিয়ন ডলারের মামলা হ্যামট্রাম্যাক সিটি নির্বাচনে আলহারবির দাপট, কাউন্সিল রেসে বাংলাদেশিদের চমক হ্যামট্রাম্যাকের  যুবককে গুলি করে হত্যা, অভিযুক্ত দুই চাচাতো ভাই হ্যামট্রাম্যাকে প্রাইমারী নির্বাচন আজ : বাংলাদেশী প্রার্থীদের দাপট মিশিগানে কিশোরীদের সামনে নিজেকে উন্মুক্ত করল এক ব্যক্তি মিশিগানে আবারও হুমকির মুখে কির্টল্যান্ডের ওয়ার্বলার বাবার গাড়ির নিচে চাপা পড়ে সন্তানের মৃত্যু হৃদরোগ নির্ণয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা,  ইউএম পেল ৫.৫ মিলিয়ন ডলার অনুদান বীর মুক্তিযোদ্ধা সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহ উদ্ধার প্রীতম-প্রতীকের গানে মিশিগানে বাঙালির হৃদয়জয় মিশিগানে বাংলাদেশ : উৎসবে মাতল ওয়ারেন নগর বাউলের গানে জমবে হ্যামট্রাম্যাক, শুরু ৮ আগস্ট মধ্য মিশিগানে হামের নতুন প্রাদুর্ভাব  : রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৭ ডেট্রয়েটে দুই সৎ ভাই কিশোরকে গুলি, একজন নিহত জামায়াত আমিরের হার্টের বাইপাস সার্জারি সম্পন্ন, আইসিইউতে স্থানান্তর ৩৯ বছর পর ধর্ষণ মামলার রহস্যভেদ, অভিযুক্ত গ্রেফতারের আগেই মৃত

বাংলাদেশি শিক্ষার্থীদের অভাবনীয় কৃতিত্ব আটলান্টিক সিটির ইতিহাসে উজ্জ্বল অধ্যায়

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৫ ০১:৫৬:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৫ ০১:৫৬:৪৩ পূর্বাহ্ন
বাংলাদেশি শিক্ষার্থীদের অভাবনীয় কৃতিত্ব আটলান্টিক সিটির ইতিহাসে উজ্জ্বল অধ্যায়
আটলান্টিক সিটি, ২৩ জুন : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটি ও তৎসংলগ্ন এলাকায় বসবাসরত দ্বাদশ গ্রেডের শিক্ষার্থীদের জন্য স্বপ্ন পূরণের দিন ছিল ২৩ জুন, সোমবার। এদিন আটলান্টিক সিটি হাই স্কুলে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত চার শতাধিক শিক্ষার্থীর গ্র্যাজুয়েশন অনুষ্ঠান সম্পন্ন হলো আটলান্টিক সিটির ঐতিহাসিক জিম হুইলান বোর্ডওয়াক হলে। তাদের মধ্যে বাংলাদেশি  শিক্ষার্থীর সংখ্যাও কম ছিল না।
দুপুর থেকেই শিক্ষার্থীরা গ্র্যাজুয়েশন গাউন পরে পরিবারের সদস্যদের সাথে অনুষ্ঠানস্থলে জড়ো হতে থাকে। তাদের সবার শরীরি ভাষায় চার বছরের কঠোর পরিশ্রম শেষে প্রাপ্তির পূর্ণতা, চোখে-মুখে খুশির আনন্দ ঝিলিক। অনুষ্ঠান শুরু হওয়ার পর কৃতি শিক্ষার্থীদের নাম ঘোষণার সাথে সাথে তুমুল করতালিতে মুখর হয়ে ওঠে মিলনায়তন।পূর্বসূরি বাংলাদেশি শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ ফলাফলের ঐতিহ্যের ধারাবাহিকতায় এবারো উত্তরসূরী বাংলাদেশি আমেরিকান শিক্ষার্থীদের জয়জয়কার। আর এই জয়জয়কার অবস্থার মধ্যে আপন আলোয় উদ্ভাসিত বাংলাদেশি আমেরিকান শিক্ষার্থী ফাইজা,ইশতিয়াক,তানজিয়া,ইশরাক,তাসনূভা,আমেরা, নাদেরা প্রমুখ। তারা মেধা তালিকার সেরা দশে স্থান পেয়েছে।
আটলান্টিক সিটি হাই স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডোনাল্ড হ্যারিসের নেতৃত্বে স্কুলের অন্যান্য অধিকর্তা, সিটির মেয়র মার্টি স্মল, স্কুল জেলার সুপারিনটেনডেন্ট ড: লা কোয়েটা স্মল ,স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, সিটি কাউন্সিলের সদস্যরা সহ অন্যান‍্য অতিথিরা মঞ্চে আসন গ্রহন করেন। এরপর শিক্ষার্থীরা শোভাযাত্রা সহকারে এসে মিলনায়তনের ভেতরে নিজ নিজ আসন গ্রহন করে। যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন শেষে স্কুলের অধ্যক্ষ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। এছাড়া, আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র, আটলান্টিক সিটি স্কুল জেলার সুপারিনটেনডেণ্ট লা কোয়েটা স্মল বক্তব্য দেন। শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে মঞ্চে এসে ডিপ্লোমার রেপ্লিকা গ্রহণ করে। সুব্রত চৌধুরী ও স্কুলের অধ্যক্ষ, সহঅধ্যক্ষরা শিক্ষার্থীদের হাতে ডিপ্লোমার রেপ্লিকা তুলে দেন। এ সময় তাদের অভিভাবকরা করতালি ও উল্লাসধ্বনির মাধ্যমে তাদের অভিনন্দন জানান।
এবছর গ্রাজুয়েশনে বাংলাদেশি-আমেরিকান শিক্ষার্থীদের জয়জয়কার অবস্থা দেখা গেছে, যা অভিভাবকসহ বাঙালি কমিউনিটিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। 
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটি ও তৎসংলগ্ন এলাকায় বসবাসরত দ্বাদশ গ্রেডের শিক্ষার্থীদের জন্য স্বপ্ন পূরণের দিন ছিল ২৩ জুন, সোমবার।
এদিন আটলান্টিক সিটি হাই স্কুলে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত চার শতাধিক শিক্ষার্থীর গ্র্যাজুয়েশন অনুষ্ঠান সম্পন্ন হলো আটলান্টিক সিটির ঐতিহাসিক জিম হুইলান বোর্ডওয়াক হলে। তাদের মধ্যে বাংলাদেশি  শিক্ষার্থীর সংখ্যাও কম ছিল না।
দুপুর থেকেই শিক্ষার্থীরা গ্র্যাজুয়েশন গাউন পরে পরিবারের সদস্যদের সাথে অনুষ্ঠানস্থলে জড়ো হতে থাকে। তাদের সবার শরীরি ভাষায় চার বছরের কঠোর পরিশ্রম শেষে প্রাপ্তির পূর্ণতা, চোখে-মুখে খুশির আনন্দ ঝিলিক। অনুষ্ঠান শুরু হওয়ার পর কৃতি শিক্ষার্থীদের নাম ঘোষণার সাথে সাথে তুমুল করতালিতে মুখর হয়ে ওঠে মিলনায়তন। পূর্বসূরি বাংলাদেশি শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ ফলাফলের ঐতিহ্যের ধারাবাহিকতায় এবারো উত্তরসূরী বাংলাদেশি আমেরিকান শিক্ষার্থীদের জয়জয়কার। আর এই জয়জয়কার অবস্থার মধ্যে আপন আলোয় উদ্ভাসিত বাংলাদেশি আমেরিকান শিক্ষার্থী ফাইজা, ইশতিয়াক, তানজিয়া, ইশরাক, তাসনূভা, আমেরা, নাদেরা প্রমুখ। তারা মেধা তালিকার সেরা দশে স্থান পেয়েছে।
আটলান্টিক সিটি হাই স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডোনাল্ড হ্যারিসের নেতৃত্বে স্কুলের অন্যান্য অধিকর্তা, সিটির মেয়র মার্টি স্মল, স্কুল জেলার সুপারিনটেনডেন্ট ড: লা কোয়েটা স্মল, স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, সিটি কাউন্সিলের সদস্যরা সহ অন্যান‍্য অতিথিরা মঞ্চে আসন গ্রহন করেন। এরপর শিক্ষার্থীরা শোভাযাত্রা সহকারে এসে মিলনায়তনের ভেতরে নিজ নিজ আসন গ্রহন করে।
যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন শেষে স্কুলের অধ্যক্ষ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। এছাড়া, আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র, আটলান্টিক সিটি স্কুল জেলার সুপারিনটেনডেণ্ট লা কোয়েটা স্মল বক্তব্য দেন। শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে মঞ্চে এসে ডিপ্লোমার রেপ্লিকা গ্রহণ করে। সুব্রত চৌধুরী ও স্কুলের অধ্যক্ষ ,সহঅধ্যক্ষরা শিক্ষার্থীদের হাতে ডিপ্লোমার রেপ্লিকা তুলে দেন। এ সময় তাদের অভিভাবকরা করতালি ও উল্লাসধ্বনির মাধ্যমে তাদের অভিনন্দন জানান। এবছর গ্রাজুয়েশনে বাংলাদেশি-আমেরিকান শিক্ষার্থীদের জয়জয়কার অবস্থা দেখা গেছে, যা অভিভাবকসহ বাঙালি কমিউনিটিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স