হবিগঞ্জ, ৩ জুলাই : হবিগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডের ঘোষপাড়া এলাকার বাসিন্দা, শনি মন্দিরের সভাপতি ও প্রধান পুরোহিত দিলীপ আচার্য্য গুরুতর অসুস্থ। তাঁর চিকিৎসা ও শারীরিক খোঁজখবর নিতে আজ তাঁর বাসভবনে যান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসলাম তরফদার তনু, হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, পৌর শ্রমিক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুবসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জি কে গউছ ভাই অসুস্থ দিলীপ আচার্য্যের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।
স্থানীয়রা জানান, জি কে গউছের এই মানবিক উপস্থিতি শুধু রাজনৈতিক নয়, একজন সামাজিক দায়িত্বশীল ব্যক্তিত্ব হিসেবে তাঁর নৈতিক দৃষ্টিভঙ্গির প্রকাশ। অসাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবেও এই ঘটনাকে দেখছেন অনেকেই। অসুস্থ দিলীপ আচার্য্যর পরিবারের পক্ষ থেকে বিএনপি নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan