আমেরিকা , মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫ , ২২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েট–ফ্লিন্টে সহিংস অপরাধ কমায় রাজ্যজুড়ে অপরাধে বড় পতন ডেট্রয়েটে গাড়ি থেকে গুলিবর্ষণে এক কিশোর নিহত, আরেকজন আহত ঠান্ডা ফ্রন্টের প্রভাবে ডেট্রয়েটে বৃষ্টি ও বজ্রঝড়ের আশঙ্কা আজ রয়্যাল ওকে ৮৩ বছর বয়সী নারীর গাড়ি ছিনতাই, ডেট্রয়েটের যুবক গ্রেপ্তার সিলেটগামী উদয়ন এক্সপ্রেস লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ সাউথফিল্ডে মহিলাকে গুলি করে হত্যা, তদন্ত শুরু মিশিগান কালিবাড়িতে স্নেহা ভট্টাচার্যের সুরে মাতোয়ারা প্রবাসী বাঙালি ইস্টপয়েন্টে কিশোরীকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেপ্তার ১ ডেট্রয়েটে ভোররাতে তিন গাড়ির সংঘর্ষে নারী নিহত, আহত দুই অবার্ন হিলসে আই-৭৫-এ পথচারী নিহত, তদন্তে পুলিশ বেল আইলে আলোড়ন সৃষ্টিকারী অ্যালিগেটর অবশেষে ধরা পড়ল পুলিশের কিশোরী সেজে ফাঁদ, ধরা পড়লেন যৌন অপরাধী সিনাই-গ্রেস হাসপাতালে যৌন নির্যাতন :  ১০০ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দাবি বিচারকের নির্দেশে উচ্চ আদালতে ব্যাংক ডাকাতি মামলা ডেট্রয়েটে শিশু দারিদ্র্য রেকর্ড উচ্চতায় : অর্ধেকেরও বেশি শিশু দারিদ্র্যের নিচে ফেডারেল তদন্তে ডেভিড টেলরের গির্জা  থেকে সোনা, নগদ অর্থ ও যৌন ভিডিও উদ্ধার কানাডা-মার্কিন প্রবেশ বন্দরে সিস্টেম বিভ্রাট মাউন্ট ক্লেমেন্সে পতিতাবৃত্তি মামলায় ট্রয়ের নারীকে দুই মাসের কারাদণ্ড টরন্টোয় ইতিহাস রচিত : প্রথমবারের মতো উডবাইন বিচে মা দুর্গার বিসর্জন! ডেট্রয়েটের রোজা পার্কস ট্রানজিট সেন্টারে গুলিবিদ্ধ ১, আটক ২

ডেট্রয়েটের রাস্তায় রোবটের দৌড়, মুহূর্তেই ভাইরাল

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ০২:২৬:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ০২:১৯:৪৬ পূর্বাহ্ন
ডেট্রয়েটের রাস্তায় রোবটের দৌড়, মুহূর্তেই ভাইরাল
ডেট্রয়েটের সেভেন মাইল রোডে ইন্টারেক্টিভ কমব্যাট লিগের সদর দপ্তরের সামনে আর্ট কার্টরাইটের মালিকানাধীন একটি হিউম্যানয়েড রোবটকে দৌঁড়াতে দেখা গেছে/David Guralnick, The Detroit News

ডেট্রয়েট, ৮ জুলাই : প্রযুক্তিনগরী ডেট্রয়েটে গত রোববার সকালে দেখা গেল এক বিরল দৃশ্য। সেভেন মাইল রোড বরাবর দৌড়াতে দেখা গেল মানুষের মতো দেখতে একটি রোবটকে, যা মুহূর্তেই পথচারীদের দৃষ্টি কাড়ে এবং কয়েক মিনিটের মধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
এই মানবিক রোবটটির নাম ‘জিওন’, যার মালিক ও নির্মাতা আর্ট কার্টরাইট, যিনি ইন্টারেক্টিভ কমব্যাট লীগের প্রতিষ্ঠাতা এবং একাধারে উদ্ভাবক ও প্রযুক্তিপ্রেমী। কার্টরাইট বর্তমানে ডেট্রয়েটের একটি গুদামঘরে ১১টি রোবট নিয়ে কাজ করছেন। তিনি জানান, ‘জিওন’–কে নিয়ে গবেষণার অংশ হিসেবেই তাকে রাস্তায় আনা হয়েছিল। কার্টরাইট বলেন, “জিওন শুধু একটি রোবট নয়, এটি একটি মুভমেন্ট। আমি চাই, ডেট্রয়েটের তরুণরা যেন প্রযুক্তিকে ভয় না পেয়ে ভালোবাসে, প্রশ্ন করে, আগ্রহী হয়।”
৫৬ বছর বয়সী আর্ট কার্টরাইট রসায়নে স্নাতক হলেও রোবোটিক্সে তার কোনো আনুষ্ঠানিক শিক্ষা নেই। তবুও তিনি নিজ উদ্যোগে গড়ে তুলেছেন একাধিক রোবট, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ‘জিওন’ এবং একটি ৯ ফুট লম্বা যুদ্ধ-রোবট ‘গ্ল্যাডিয়েটর’। তার নেতৃত্বে ইন্টারেক্টিভ কমব্যাট লীগ এখন ডেট্রয়েটের প্রযুক্তি-জগতে এক আলোচিত নাম।
কার্টরাইটের মূল লক্ষ্য, ডেট্রয়েটের তরুণদের রোবোটিক্সের প্রতি আগ্রহী করে তোলা। সেই লক্ষ্যে আগামী ১৯ জুলাই তিনি আয়োজন করছেন ‘লাইভ রোবট যুদ্ধ’—যেখানে যুক্তরাষ্ট্রজুড়ে বিভিন্ন রোবোটিক দল অংশ নেবে। সেখানে ‘জিওন’ ছাড়াও কার্টরাইটের তৈরি ৯ ফুট লম্বা গ্ল্যাডিয়েটর রোবট ও রোবোটিক কুকুরগুলোও  আসন্ন রোবট যুদ্ধে সাপোর্ট ইউনিট হিসেবে কাজ করবে।। 
রোবটটির চলাফেরা দেখতে জড়ো হন অনেক পথচারী। অনেকেই মোবাইলে ভিডিও ধারণ করেন এবং মুহূর্তেই সামাজিক মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়ে।
“বাস্তবে এমন রোবট আগে কখনও দেখিনি,” বলেন ইউনাইটেড পার্টি শপের ম্যানেজার হায়েফ হানা। “সত্যি বলতে, প্রথমে একটু ভয় পেয়েছিলাম। পরে বুঝলাম এটা প্রযুক্তির দুনিয়ার এক চমৎকার উদাহরণ।”
কার্টরাইটের মতে, মানুষ যেন রোবটকে ভয় না পেয়ে তাদের ব্যবহারিক দিকটি বুঝে উঠতে পারে, সেটিই তার লক্ষ্য। তিনি বলেন, “এই প্রযুক্তির মাধ্যমে শুধু বিনোদন নয়, শিক্ষাও ছড়িয়ে দেওয়া সম্ভব। তরুণরা যদি আগ্রহী হয়, তাহলে ভবিষ্যতে আমরাই হবো রোবোটিক্সে নেতৃত্বদানকারী জাতি।”
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেট্রয়েটের প্রাক্তন নার্সের বিরুদ্ধে তৃতীয় যৌন নির্যাতনের অভিযোগ গঠন

ডেট্রয়েটের প্রাক্তন নার্সের বিরুদ্ধে তৃতীয় যৌন নির্যাতনের অভিযোগ গঠন