আমেরিকা , মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫ , ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটের রাস্তায় রোবটের দৌড়, মুহূর্তেই ভাইরাল বাংলাদেশি পণ্যে ৩৫% শুল্ক বসালেন ট্রাম্প হোয়াইট লেকে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার ডেট্রয়েট পার্কে গুলিবিদ্ধ শিশু, কঠোর হচ্ছে কারফিউ মিশিগানে প্রথমবারের মতো শনাক্ত হলো এশিয়ান লম্বা শিংওয়ালা টিক্স মেলভিন্ডেলে অগ্নিকাণ্ডে ৬৬ বছর বয়সী ব্যক্তি নিহত ৪ জুলাই আতশবাজির প্রভাব, মেট্রো ডেট্রয়েটে বাতাস দূষণের সতর্কতা যুক্তরাষ্ট্রের ২৪৯তম স্বাধীনতা দিবস আজ বাঁশি আর ড্রামের গর্জনে জেগে ওঠে আমেরিকার জন্মগাঁথা ডেট্রয়েটে জুন মাসে তীব্র তাপপ্রবাহ : গ্রীষ্মে উষ্ণতা আরও বাড়ার পূর্বাভাস ম্যাকম্ব কাউন্টিতে ওয়েস্ট নাইল ভাইরাসের প্রথম মশার নমুনা সনাক্ত ডেট্রয়েটে নির্মাণস্থলে কংক্রিট মিক্সিং ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত স্বাস্থ্যবিধি লঙ্ঘনের তালিকায় নোভির ‘দাওয়াথ’সহ একাধিক রেস্তোরাঁ সাউথফিল্ডে কুড়ালের আঘাতে ব্যাংক কর্মী আহত, ডাকাত গ্রেপ্তার ডেট্রয়েটে কিশোরকে গুলি, তদন্তে ভিডিও ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ ওয়েইন কাউন্টিতে কিশোর নিপীড়নের দায়ে নারী কর্মীর দণ্ড ২৮ বছর পর ডিএনএ প্রযুক্তিতে শনাক্ত বেঞ্জামিন ফাউন্টেনের দেহাবশেষ লেক সুপিরিয়রে ক্যানো দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হবিগঞ্জের বধূ জাকিয়া জাহান এখন যুক্তরাষ্ট্রের মহামারি বিশেষজ্ঞ লেনাউই কাউন্টিতে লনমাওয়ার দুর্ঘটনায় ১ বছরের শিশুর প্রাণ গেল

ডেট্রয়েটের রাস্তায় রোবটের দৌড়, মুহূর্তেই ভাইরাল

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ০২:২৬:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ০২:২৬:৫৯ পূর্বাহ্ন
ডেট্রয়েটের রাস্তায় রোবটের দৌড়, মুহূর্তেই ভাইরাল
ডেট্রয়েট, ৮ জুলাই : প্রযুক্তিনগরী ডেট্রয়েটে গত রোববার সকালে দেখা গেল এক বিরল দৃশ্য। সেভেন মাইল রোড বরাবর দৌড়াতে দেখা গেল মানুষের মতো দেখতে একটি রোবটকে, যা মুহূর্তেই পথচারীদের দৃষ্টি কাড়ে এবং কয়েক মিনিটের মধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
এই মানবিক রোবটটির নাম ‘জিওন’, যার মালিক ও নির্মাতা আর্ট কার্টরাইট, যিনি ইন্টারেক্টিভ কমব্যাট লীগের প্রতিষ্ঠাতা এবং একাধারে উদ্ভাবক ও প্রযুক্তিপ্রেমী। কার্টরাইট বর্তমানে ডেট্রয়েটের একটি গুদামঘরে ১১টি রোবট নিয়ে কাজ করছেন। তিনি জানান, ‘জিওন’–কে নিয়ে গবেষণার অংশ হিসেবেই তাকে রাস্তায় আনা হয়েছিল। কার্টরাইট বলেন, “জিওন শুধু একটি রোবট নয়, এটি একটি মুভমেন্ট। আমি চাই, ডেট্রয়েটের তরুণরা যেন প্রযুক্তিকে ভয় না পেয়ে ভালোবাসে, প্রশ্ন করে, আগ্রহী হয়।”
৫৬ বছর বয়সী আর্ট কার্টরাইট রসায়নে স্নাতক হলেও রোবোটিক্সে তার কোনো আনুষ্ঠানিক শিক্ষা নেই। তবুও তিনি নিজ উদ্যোগে গড়ে তুলেছেন একাধিক রোবট, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ‘জিওন’ এবং একটি ৯ ফুট লম্বা যুদ্ধ-রোবট ‘গ্ল্যাডিয়েটর’। তার নেতৃত্বে ইন্টারেক্টিভ কমব্যাট লীগ এখন ডেট্রয়েটের প্রযুক্তি-জগতে এক আলোচিত নাম।
কার্টরাইটের মূল লক্ষ্য, ডেট্রয়েটের তরুণদের রোবোটিক্সের প্রতি আগ্রহী করে তোলা। সেই লক্ষ্যে আগামী ১৯ জুলাই তিনি আয়োজন করছেন ‘লাইভ রোবট যুদ্ধ’—যেখানে যুক্তরাষ্ট্রজুড়ে বিভিন্ন রোবোটিক দল অংশ নেবে। সেখানে ‘জিওন’ ছাড়াও কার্টরাইটের তৈরি ৯ ফুট লম্বা গ্ল্যাডিয়েটর রোবট ও রোবোটিক কুকুরগুলোও  আসন্ন রোবট যুদ্ধে সাপোর্ট ইউনিট হিসেবে কাজ করবে।। 
রোবটটির চলাফেরা দেখতে জড়ো হন অনেক পথচারী। অনেকেই মোবাইলে ভিডিও ধারণ করেন এবং মুহূর্তেই সামাজিক মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়ে।
“বাস্তবে এমন রোবট আগে কখনও দেখিনি,” বলেন ইউনাইটেড পার্টি শপের ম্যানেজার হায়েফ হানা। “সত্যি বলতে, প্রথমে একটু ভয় পেয়েছিলাম। পরে বুঝলাম এটা প্রযুক্তির দুনিয়ার এক চমৎকার উদাহরণ।”
কার্টরাইটের মতে, মানুষ যেন রোবটকে ভয় না পেয়ে তাদের ব্যবহারিক দিকটি বুঝে উঠতে পারে, সেটিই তার লক্ষ্য। তিনি বলেন, “এই প্রযুক্তির মাধ্যমে শুধু বিনোদন নয়, শিক্ষাও ছড়িয়ে দেওয়া সম্ভব। তরুণরা যদি আগ্রহী হয়, তাহলে ভবিষ্যতে আমরাই হবো রোবোটিক্সে নেতৃত্বদানকারী জাতি।”
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে আমিশ বগিকে ধাক্কা, লিভোনিয়ার যুবক গ্রেপ্তার

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে আমিশ বগিকে ধাক্কা, লিভোনিয়ার যুবক গ্রেপ্তার