সিলেট, ১৫ জুলাই : নগরীর টিলাগড় এলাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে হাফিজ সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নতুন কার্যালয়। শনিবার দুপুর ১২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক গোলাম মর্তুজা সেলিম, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, এনসিপি সিলেট জেলা প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দিন শাহান, এনসিপি সিলেট জেলা যুগ্ম সমন্বয়কারী ও ফাউন্ডেশনের উপদেষ্টা ফয়সাল আহমদ এবং কামরুল আরিফ, সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমদ।
এছাড়াও অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আমিনুল ইসলাম, সাবেক সিসিক কাউন্সিলর আব্দুর রকিব তুহিন ও হুমায়ুন কবির সুহিন, মোয়াজ্জেম জেম, এনসিপি সিলেট জেলার সদস্য আতাউর রহমান আতা ও শেখ জাবেদ আহমদ, বিশিষ্ট অভিনেতা ও ছড়াকার প্রশান্ত লিটন, নকশী বাংলা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জয়নাল, সাংবাদিক আলী হায়দার মৃদুল, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এবি আল মাহমুদ , ইসলামী ছাত্র মজলিস এমসি কলেজের সভাপতি আব্দুল বাসিত, মশিউর রহমান চৌধুরী, আবিদ হোসেন খান, আল মেজবা রায়হান, মুহিবুর রহমান শুয়াইব, সাংবাদিক মাহমুদুল হাসান নাঈম সহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি হাফিজ মাও. মো. ছালিম আহমদ খান। অনুষ্ঠান শেষে ২০২৫-২৬ সালের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয় এবং ফাউন্ডেশনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।
বক্তারা বলেন, “তরুণরাই আগামী বাংলাদেশের রূপকার। ফাউন্ডেশনের কাজ প্রশংসনীয়। ভবিষ্যতেও যেন মানবিক দায়িত্ববোধ নিয়ে কাজ করে যেতে পারে, সেই কামনা করি।”
উল্লেখ্য, হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশন ২০১৯ সাল থেকে সমাজের গরিব, অসহায় ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করছে। টিলাগড়ে নতুন কার্যালয় উদ্বোধনের মাধ্যমে সংগঠনের সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan