আমেরিকা , বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ , ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে কারফিউর সময় বাড়ল দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ডেট্রয়েটের সৈনিকের দেহাবশেষ শনাক্ত গাজায় প্রযুক্তি ব্যবহারের বিরুদ্ধে ডেট্রয়েটে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ ভুয়া সোশ্যাল অফিসারের খপ্পরে শেলবির নারী পাইপ ফেটে বন্যা, সাময়িকভাবে বন্ধ ওকল্যান্ড মল ওয়ারেনে বাড়ির ভেতরে দুই নারীর মরদেহ : পুলিশের তদন্ত শুরু মেট্রো ডেট্রয়েটের দিকে ধেয়ে আসছে বজ্রঝড় গোপালগঞ্জে ২২ ঘণ্টার কারফিউ গোপালগঞ্জে সংঘর্ষে ৪ জন নিহত, কারফিউ জারি মেট্রো ডেট্রয়েটের গ্যাস স্টেশনের তাকজুড়ে ‘ক্র্যাটম’   এনার্জি ড্রিংকে মৃত ইঁদুর : মিশিগানে মনস্টার বেভারেজের বিরুদ্ধে মামলা শহরের আবাসিক এলাকায় স্বল্পমেয়াদী ভাড়া নিষিদ্ধ করল ডিয়ারবর্ন সিটি কাউন্সিল ডিয়ারবর্নে গুলির ঘটনায় মুক্তি পেলেন সন্দেহভাজন আজ দক্ষিণ-পূর্ব মিশিগানে ওজোন দূষণের সতর্কতা জারি রোজভিল পুলিশের ধাওয়ায় প্রাণ হারালেন দুই সন্তানের জনক মিশিগানে ১০ বছর বয়সে হাফেজে কোরআন হলেন নাকীব হাসান রায়হান স্টার্লিং হাইটস অ্যাসেম্বলি প্ল্যান্টে সশস্ত্র কর্মী গ্রেপ্তার, অক্ষত সবাই দক্ষিণ-পূর্ব মিশিগানে তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টির সতর্কতা জারি ডেট্রয়েটে শিম্পাঞ্জি পরিবারের নতুন অতিথি  ১০০ মাইল দৌড়ে অংশ নিয়ে মিশিগানের এক নারীর মৃত্যু

ওয়ারেনে বাড়ির ভেতরে দুই নারীর মরদেহ : পুলিশের তদন্ত শুরু

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ১২:১৮:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ১২:১৮:১৬ পূর্বাহ্ন
ওয়ারেনে বাড়ির ভেতরে দুই নারীর মরদেহ : পুলিশের তদন্ত শুরু
গতকাল ওয়ারেন পুলিশ জোয়ান স্মিথ ড্রাইভের একটি অংশ ঘিরে ফেলে এবং যান চলাচল বন্ধ করে দেয়, একটি তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে/Owen McCarthy, The Detroit News

ওয়ারেন, ১৭ জুলাই  : ওয়ারেন শহরের জোয়ান স্মিথ ড্রাইভের একটি বাসায় দুই নারীর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ বিভাগ জানায়, বুধবার সকাল ১০:৪০ মিনিটে শহরের কর্মকর্তারা ও ফায়ার সার্ভিস সদস্যরা ২৪০০০ ব্লকের একটি বাড়িতে পাঠানো হয়। বাড়ির ভেতরে প্রবেশ করে তারা দুই নারীকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। ঘটনাস্থলেই তাদের মৃত ঘোষণা করা হয়।
উভয়কেই বয়স্ক নাগরিক হিসেবে উল্লেখ করেছে পুলিশ। প্রাথমিক তথ্য অনুযায়ী, তাদের একজন ওই বাড়ির মালিক ছিলেন।
ওয়ারেন পুলিশ বিভাগের লেফটেন্যান্ট জন গাজেউস্কি বলেন, “তদন্তকারীরা ঘটনাস্থলে উপস্থিত থেকে প্রমাণ সংগ্রহের পাশাপাশি ঘটনার পূর্বাপর পরিস্থিতি নির্ধারণে কাজ করছেন।”
বুধবার বিকেলে ঘটনাস্থলের আশপাশের পরিবেশ ছিল তুলনামূলকভাবে শান্ত। একটি ব্লকজুড়ে এলাকা পুলিশ টেপ দিয়ে ঘিরে রাখা হয়। অফিসাররা বারবার বাড়ির ভেতরে প্রবেশ ও বের হচ্ছিলেন, আর পুলিশ যানবাহনগুলো রাস্তার ধারে অবস্থান করছিল।
প্রতিবেশী কিম হার্টওয়েল বলেন, “আমি প্রায়ই আমার কুকুরকে নিয়ে ঐ বাড়ির সামনে দিয়ে হাঁটি। তিনি (বাড়ির মালিক) মাঝে মাঝে আমাদের দেখতেন, হাসতেন, হাত নাড়াতেন।” তিনি জানান, সেখানে তিনি কেবল একজন মহিলাকে বসবাস করতে দেখেছেন। ভেতরে দ্বিতীয় নারীর উপস্থিতির কথা শুনে তিনি বিস্মিত হন।
আরেক প্রতিবেশী ইনা ইলাও বলেন, “সকাল ৯টার দিকে যখন আমি কাজের উদ্দেশে বেরিয়েছিলাম, তখন সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল। এটা একটা খুবই শান্তপূর্ন এলাকা, এমন কিছু ঘটবে ভাবতেও পারি না।”
এদিকে, বাড়ির সামনে একদল ব্যক্তি নিজেদের নিহতদের পরিবারের সদস্য হিসেবে পরিচয় দেন। তাঁরা প্রতিবেশীদের কাছ থেকে সমবেদনা গ্রহণ করেন, তবে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানান। পুলিশ এখন পর্যন্ত সন্দেহভাজন কাউকে চিহ্নিত করেনি এবং তদন্ত চলমান রয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে পৌনে ৩ হাজার প্রবাসীর উপস্থিতিতে বিয়ানীবাজার সমিতির বনভোজন 

মিশিগানে পৌনে ৩ হাজার প্রবাসীর উপস্থিতিতে বিয়ানীবাজার সমিতির বনভোজন